আজ মঙ্গলবারের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং
বুধবার সকাল থেকে দেশের চার বিভাগে ‘অতি ভারি’ বৃষ্টি ও পাঁচ জেলায় ভূমিধসের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল সোমবার অধিদপ্তরের ‘ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায়’ এ আভাস দেওয়া হয়।
অধিদপ্তর বলছে, “বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
“ভারি বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।”
সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে সেটি হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ও ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে সেটিকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি ধরা হয়। আর ৪৪ থেকে ৮৮ মিলিমিটার হলে ভারি এবং তার চেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে ধরা হয় অতি ভারি বৃষ্টিপাত হিসেবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, “দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে।”
আজ মঙ্গলবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও আভাস দিয়েছে অধিদপ্তর।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটে; ১৩১ মিলিমিটার।
সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে; ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৩ দশমিক ৩ ডিগ্রি ছিল তেঁতুলিয়ায়।
মঙ্গলবার, ২৭ মে ২০২৫
আজ মঙ্গলবারের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং
বুধবার সকাল থেকে দেশের চার বিভাগে ‘অতি ভারি’ বৃষ্টি ও পাঁচ জেলায় ভূমিধসের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল সোমবার অধিদপ্তরের ‘ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায়’ এ আভাস দেওয়া হয়।
অধিদপ্তর বলছে, “বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
“ভারি বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।”
সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে সেটি হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ও ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে সেটিকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি ধরা হয়। আর ৪৪ থেকে ৮৮ মিলিমিটার হলে ভারি এবং তার চেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে ধরা হয় অতি ভারি বৃষ্টিপাত হিসেবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, “দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে।”
আজ মঙ্গলবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও আভাস দিয়েছে অধিদপ্তর।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটে; ১৩১ মিলিমিটার।
সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে; ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৩ দশমিক ৩ ডিগ্রি ছিল তেঁতুলিয়ায়।