‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে চলমান কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে রাজধানীর সচিবালয়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
আজ মঙ্গলবার সকাল থেকেই সেখানে মোতায়েন করা হয়েছে বিশেষায়িত বাহিনী সোয়াট ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সকাল সাড়ে নয়টার দিকে সচিবালয়ের প্রধান ফটকে সোয়াট সদস্যদের অবস্থান করতে দেখা যায়। এছাড়া সামনের সড়কে বিজিবির সদস্যরাও অবস্থান নিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সচিবালয়ে আজ কেবল কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের অনুমতি রয়েছে।
এর আগে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। ফলে আজ সকাল পর্যন্ত সাংবাদিকদেরও সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মতে, দুপুর ১২টায় সাংবাদিকদের প্রবেশ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
গতকাল সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আন্দোলনকারীরা আজও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে দেশের অন্যান্য সরকারি দপ্তরের কর্মচারীদেরও একযোগে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন তাঁরা।
মঙ্গলবার, ২৭ মে ২০২৫
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে চলমান কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে রাজধানীর সচিবালয়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
আজ মঙ্গলবার সকাল থেকেই সেখানে মোতায়েন করা হয়েছে বিশেষায়িত বাহিনী সোয়াট ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সকাল সাড়ে নয়টার দিকে সচিবালয়ের প্রধান ফটকে সোয়াট সদস্যদের অবস্থান করতে দেখা যায়। এছাড়া সামনের সড়কে বিজিবির সদস্যরাও অবস্থান নিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সচিবালয়ে আজ কেবল কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের অনুমতি রয়েছে।
এর আগে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। ফলে আজ সকাল পর্যন্ত সাংবাদিকদেরও সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মতে, দুপুর ১২টায় সাংবাদিকদের প্রবেশ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
গতকাল সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আন্দোলনকারীরা আজও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে দেশের অন্যান্য সরকারি দপ্তরের কর্মচারীদেরও একযোগে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন তাঁরা।