ভারি বৃষ্টির প্রভাবে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের অন্তত চারটি বিভাগের নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে এবং কিছু স্থানে তা বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, শুক্র ও শনিবারের মধ্যে ফেনী জেলার মুহুরী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এছাড়া সিলেটের সারিগোয়াইন, সুনামগঞ্জের যাদুকাটা, হবিগঞ্জের খোয়াই এবং নেত্রকোণার সোমেশ্বরী নদীর পানি দ্রুত বাড়বে এবং কিছু জায়গায় তা বিপৎসীমা অতিক্রম করতে পারে।
মঙ্গলবার প্রকাশিত বিশেষ বুলেটিনে বলা হয়, চট্টগ্রাম বিভাগ এবং এর সংলগ্ন উজানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের ফলে আগামী পাঁচদিন হালদা, গোমতী, ফেনী, মুহুরী, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়তে পারে।
একইসাথে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার পূর্বাভাসও দিয়েছে কেন্দ্র। বিশেষ করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।
বন্যা পূর্বাভাস অনুযায়ী, ভারি বর্ষণের ফলে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহ ও জামালপুর জেলার সীমান্ত সংলগ্ন নদ-নদীগুলোর পানি বাড়তে পারে। এসব নদীর মধ্যে রয়েছে সারিগোয়াইন, যাদুকাটা, মনু, খোয়াই, ধলাই, ভুগাই-কংস, সোমেশ্বরী ও জিঞ্জিরাম।
এদিকে মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার, ২৮ মে ২০২৫
ভারি বৃষ্টির প্রভাবে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের অন্তত চারটি বিভাগের নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে এবং কিছু স্থানে তা বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, শুক্র ও শনিবারের মধ্যে ফেনী জেলার মুহুরী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এছাড়া সিলেটের সারিগোয়াইন, সুনামগঞ্জের যাদুকাটা, হবিগঞ্জের খোয়াই এবং নেত্রকোণার সোমেশ্বরী নদীর পানি দ্রুত বাড়বে এবং কিছু জায়গায় তা বিপৎসীমা অতিক্রম করতে পারে।
মঙ্গলবার প্রকাশিত বিশেষ বুলেটিনে বলা হয়, চট্টগ্রাম বিভাগ এবং এর সংলগ্ন উজানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের ফলে আগামী পাঁচদিন হালদা, গোমতী, ফেনী, মুহুরী, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়তে পারে।
একইসাথে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার পূর্বাভাসও দিয়েছে কেন্দ্র। বিশেষ করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।
বন্যা পূর্বাভাস অনুযায়ী, ভারি বর্ষণের ফলে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহ ও জামালপুর জেলার সীমান্ত সংলগ্ন নদ-নদীগুলোর পানি বাড়তে পারে। এসব নদীর মধ্যে রয়েছে সারিগোয়াইন, যাদুকাটা, মনু, খোয়াই, ধলাই, ভুগাই-কংস, সোমেশ্বরী ও জিঞ্জিরাম।
এদিকে মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।