জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘জুলাই স্মৃতি উদ্যাপন অনুষ্ঠানমালা’ নামে মাসব্যাপী নানা কর্মসূচি চলবে। মাঝে মাঝে বিরতি দিয়ে এই অনুষ্ঠানমালা আয়োজন করা হবে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে দেশের বিভিন্ন মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা। আজ ১ জুলাই জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির সূচনা করা হয়েছে, যা আগামী ১ আগস্ট পর্যন্ত চলবে। এছাড়া ‘জুলাই ক্যালেন্ডার’ বিতরণ করা হবে।
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘জুলাই স্মৃতি উদ্যাপন অনুষ্ঠানমালা’ নামে মাসব্যাপী নানা কর্মসূচি চলবে। মাঝে মাঝে বিরতি দিয়ে এই অনুষ্ঠানমালা আয়োজন করা হবে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে দেশের বিভিন্ন মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা। আজ ১ জুলাই জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির সূচনা করা হয়েছে, যা আগামী ১ আগস্ট পর্যন্ত চলবে। এছাড়া ‘জুলাই ক্যালেন্ডার’ বিতরণ করা হবে।