alt

জাতীয়

জাতীয় সরকারের কথা বললেন তারেক

সংবাদ অনলাইন রিপোর্ট : মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন খালেদা জিয়া ও তারেক রহমান -সংবাদ

বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘যেভাবে জাতি ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের ভুলে যায়নি ঠিক একইভাবে ’২৪-এর বীর শহিদদেরও কখনো ভুলবে না।’ জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে জাতীয় সরকার গঠনের কথাও বলেছেন তিনি।

’৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই ’২৪-এর শহীদদেরও জাতি ভুলবে না: তারেক রহমান

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার

বিএনপি সংস্কার চায় না, এমন কথা বলে সুচতুরভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি ক্ষমতার পরিবর্তন চায়: মির্জা ফখরুল

মঙ্গলবার,(১লা জুলাই ২০২৫) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ৩৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এই আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তি উদ্যাপনে ৩৬ দিনব্যাপী এ কর্মসূচি ১ জুলাই প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু করে দলটি। ইতোমধ্যে ৬ আগস্ট পর্যন্ত নানা কর্মসূচি ঘোষণা করেছে দলটি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির ব্যানারে এসব কর্মসূচি পালিত হবে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে স্মরণ করে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে শহীদ ও আহত পরিবারের সম্মানে বিশেষ কর্মসূচির প্রথম দিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। মঙ্গলবার প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের ‘আলোর আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক মোমবাতি প্রজ্বলন কর্মসূচি মধ্য দিয়ে কর্মযজ্ঞের সূচনা করে দলটি। এরপর বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। বিশেষ এই আলোচনা সভায় বিগত ১৬ বছরের আন্দোলনে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা যোগ দেন। ভবিষ্যতে ক্ষমতায় এলে এসব

পরিবারকে ‘বিশেষ সুবিধা’ দেয়ার পরিকল্পনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সভায় প্রধান অতিথি হিসেবে ফিরোজা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির ব্যানারে এসব কর্মসূচি পালন করছে বিএনপি। কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের নেতারা বলেন, বিএনপিকে দোষারোপ করে কিছু বলা ঐক্যের জন্য সহায়ক হবে না। দ্রুত বিচার ও সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। অটুট রাখতে হবে ফ্যাসিবাদবিরোধী ঐক্য।

বিএনপির ৩৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে তারেক বলেন, ‘৫ আগস্ট ফ্যাসিস্ট পলায়নের পর জাতি আরেকটি বিজয় দেখেছে। সেই বিজয়ে যারা প্রাণ দিয়েছেন, তারা শুধু পরিবারের সদস্য নয়, তারা গোটা জাতির গৌরব।’ তিনি জানান, শহীদদের নাম স্মরণীয় করতে ভবিষ্যতে বিভিন্ন স্থাপনা তাদের নামে নামকরণের পরিকল্পনা রয়েছে বিএনপির।

তিনি আরও বলেন, ‘দেড় দশকের আন্দোলনে গুম-খুন, অপহরণ, নির্যাতনের শিকার হয়েছেন হাজারো মানুষ। শুধু ২০২৪ সালের আন্দোলনেই বিএনপির ৪২২ জনসহ প্রায় দেড় হাজার মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন ৩০ হাজারের বেশি।’ বিএনপি ক্ষমতায় এলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত, জবাবদিহিমূলক সরকার গঠন এবং রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে ৩১ দফার রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আমরা জাতীয় সরকার গঠনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। রাজনৈতিক দুর্নীতি ও দুঃশাসন রোধে জাতীয় ঐক্য অপরিহার্য।’

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে শহীদ পরিবার ও আন্দোলনে অংশ নেয়া সব শ্রেণী-পেশার মানুষের প্রতি শ্রদ্ধা জানান। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্য বজায় রাখার আহ্বান জানান। খালেদা জিয়া তার বক্তব্যে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের তালিকা তৈরি ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার তাগিদ দিয়ে বলেন, ‘গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে।’ পাশাপাশি আন্দোলনে নিহতদের পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংস্কারের কথা সবার আগে বিএনপি বলেছে দাবি করে দলটির মহাসচিব ও অনুষ্ঠানের বিশেষ অতিথি মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি সংস্কার চায় না, এমন কথা বলে সুচতুরভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে।’ তিনি বলেন, ‘নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির এখন সুযোগ এসেছে। ঐক্য আর গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোস নয়। স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কখনও আপোস করবে না বিএনপি।’ শহীদদের মায়ের অশ্রু কখনও বৃথা হতে পারে না মন্তব্য করে দলটির মহাসচিব আরও বলেন, ‘নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি ক্ষমতার পরিবর্তন চায়।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে। আমাদের বিশ্বাস করতে হবে সবার আগে বাংলাদেশ। আগামীর অগ্রযাত্রায় ভিন্নমত থাকলেও স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যুতে সবাই এক থাকতে হবে।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত আছেন। এছাড়া নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হালিম, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী, এনডিএমের ববি হাজ্জাজসহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনের প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এটি শুধু একটি প্রজ্বলন নয়, আজকের মোমবাতি প্রজ্বলন আগামী দিনের গণতন্ত্রের পদযাত্রায় এগিয়ে যাওয়া। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের মিনার, অধিকার প্রতিষ্ঠার মিনার। আমরা যখন আগে নৌকায় করে অনেক দূরে যেতাম, মাঝি বলতো চুপ থাকুন ওই গ্রাম ডাকাতদের গ্রাম। হাসিনার আমলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ডাকাতদের গ্রাম। অনেক আতঙ্ক নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পার হতাম। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই বায়ান্ন, ঊনসত্তরের বিশ্ববিদ্যালয় দেখছি যেখানে বইছে শান্তির সুবাতাস।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনা বলেছিল, বাধা দিলে সব বন্ধ হয়ে যাবে। আমরা সবকিছু দিয়ে ছাত্রদের স্তব্ধ করে দেব। এতকিছু থাকার পরেও গণতন্ত্রের জন্য ছাত্রদের যে সংগ্রাম তাকে শেখ হাসিনা ঠেকাতে পারেনি। আজকের আলোক প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের ৩৬ দিনের কর্মসূচির শুভ উদ্বোধন হলো।’

রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনার পেটুয়া বাহিনীর কাছে ছাত্রদলের কত নেতাকর্মী গুম, খুন হয়েছেন। তারা নব্বই, আশির দশকে যে ভূমিকা পালন করেছে সেভাবে তারা চব্বিশের গণঅভ্যুত্থানেও ভূমিকা রেখেছে। এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরও বাধা আসবে। সেই বাধা অতিক্রম করতে আমরা গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করবো।’

আমানুল্লাহ আমান বলেন, ‘জুলাই মাসের শুরুতে ছাত্রদল যে আয়োজন করেছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই। জুলাই আন্দোলন একদিনে হয় নাই। হাজার হাজার মানুষ এখানে জীবন দিয়েছে। ’৬৯-এর গণঅভ্যুত্থান আসাদের রক্তের মাধ্যমে হয়েছে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন সেদিন দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সফল হয়েছিল। আজকে আমরা খুনি হাসিনামুক্ত বাংলাদেশ পেয়েছি। শহীদ ওয়াসিম, সাঈদের রক্ত কখনও বৃথা যাবে না।

ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি নেতা আমান বলেন, ‘বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে এবং তারেক রহমান দেশ পরিচালনা করবে। ইনশাআল্লাহ তারেক রহমান কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবে।’

আগামী ছয় মাস নিজস্ব ব্যবস্থাপনায় চলবে নিউমুরিং টার্মিনাল: অর্থ উপদেষ্টা

জ্যেষ্ঠতা যোগদানের তারিখ থেকে, রুল হাইকোর্টের

মগবাজারে হোটেলে স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু

ডেঙ্গু: আরও ৩৮৬ জন আক্রান্ত, মৃত্যু ১

আদালতে সাবেক সিইসি নূরুল হুদার ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি

ছবি

বারোমাসিয়া নদীর ভাঙা সাঁকোয় বারোমাসই দুঃখ

ছবি

কক্সবাজারের সাবেক ডিসি, জজসহ ৫ জনের বিচার শুরু আগামী ৩ আগস্ট সাক্ষ্যগ্রহণ

ছবি

মুরাদনগরে সামাজিক প্রতিরোধ কমিটির ১৫ সদস্যের দল

ছবি

ইস্টার্ন রিফাইনারিতে গত অর্থবছরে তেল শোধন ১৫ লাখ ৩৫ হাজার মেট্রিক টন

ছবি

এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

শেখ হাসিনার বিরুদ্ধে আনা ৫ অভিযোগ সঠিক নয়, দাবি রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর

ছবি

হবিগঞ্জ গ্যাসফিল্ড খনন প্রকল্পের নামে সমান হচ্ছে পাহাড়

রাজধানীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ছবি

জুলাই সনদ বাস্তবায়ন করেই ঘরে ফিরবো, ঘোষণা নাহিদ ইসলামের

ছবি

প্রতিবেশী দেশের নেতার সঙ্গে ফোনালাপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে অব্যাহতি

জ্বালানি আমদানিতে শুল্ক নীতি সংশোধন, চাপে বিপিসি

ভোটের তারিখ বা সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়নি: সিইসি

ছবি

স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

ছবি

পদ্মা সেতু মামলার পুনরুজ্জীবনে উদ্যোগ, ‘গায়ের জোরে’ দায়মুক্তি দেওয়ার অভিযোগ দুদকের

ছবি

ডেঙ্গু আক্রান্ত ১০ হাজার ছাড়াল, মৃতের সংখ্যা ৪৩

ছবি

দেশে নারী ও শিশু নির্যাতন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ড. কামাল হোসেনের উদ্বেগ প্রকাশ

ছবি

জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তিতে মাসব্যাপী স্মৃতি উদ্‌যাপন শুরু

ছবি

শেখ হাসিনাসহ ২৩ জনকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

ছবি

আসিফের ব্যাগে ম্যাগাজিন: শাহজালাল বিমানবন্দরে বাড়ানো হল নিরাপত্তা

ছবি

বাংলাদেশে কোনো জঙ্গি নেই, ছিনতাইকারীরা-ই আসল সমস্যা: ডিএমপি কমিশনার

ছবি

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ধরে প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ

ছবি

ইউনূস–রুবিও ফোনালাপে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে জোর

ছবি

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১,৬৯০ জন

ছবি

‘ন্যায়সংগত ও টেকসই জ্বালানি রূপান্তরের প্রয়োজনীয়তা জরুরি’

আহমেদ আকবর সোবহান ও তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব

সাড়ে তিন মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ কলেজছাত্রীর

এনসিপির সততা নিয়ে প্রশ্ন ‘আপ বাংলাদেশ’র

পলাতক লিয়াকত শিকদার, জব্দ ব্যাংক অ্যাকাউন্ট

ছবি

বাবুই পাখির ছানা হত্যা, অভিযুক্ত মোবারক আলী গ্রেপ্তার

শূন্য ইউনিটের বিদ্যুৎ বিল ৪০ হাজার টাকা!

রূপপুর এনপিপির ১৮ কর্মকর্তাকে অপসারণের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

tab

জাতীয়

জাতীয় সরকারের কথা বললেন তারেক

সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন খালেদা জিয়া ও তারেক রহমান -সংবাদ

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘যেভাবে জাতি ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের ভুলে যায়নি ঠিক একইভাবে ’২৪-এর বীর শহিদদেরও কখনো ভুলবে না।’ জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে জাতীয় সরকার গঠনের কথাও বলেছেন তিনি।

’৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই ’২৪-এর শহীদদেরও জাতি ভুলবে না: তারেক রহমান

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার

বিএনপি সংস্কার চায় না, এমন কথা বলে সুচতুরভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি ক্ষমতার পরিবর্তন চায়: মির্জা ফখরুল

মঙ্গলবার,(১লা জুলাই ২০২৫) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ৩৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এই আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তি উদ্যাপনে ৩৬ দিনব্যাপী এ কর্মসূচি ১ জুলাই প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু করে দলটি। ইতোমধ্যে ৬ আগস্ট পর্যন্ত নানা কর্মসূচি ঘোষণা করেছে দলটি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির ব্যানারে এসব কর্মসূচি পালিত হবে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে স্মরণ করে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে শহীদ ও আহত পরিবারের সম্মানে বিশেষ কর্মসূচির প্রথম দিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। মঙ্গলবার প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের ‘আলোর আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক মোমবাতি প্রজ্বলন কর্মসূচি মধ্য দিয়ে কর্মযজ্ঞের সূচনা করে দলটি। এরপর বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। বিশেষ এই আলোচনা সভায় বিগত ১৬ বছরের আন্দোলনে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা যোগ দেন। ভবিষ্যতে ক্ষমতায় এলে এসব

পরিবারকে ‘বিশেষ সুবিধা’ দেয়ার পরিকল্পনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সভায় প্রধান অতিথি হিসেবে ফিরোজা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির ব্যানারে এসব কর্মসূচি পালন করছে বিএনপি। কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের নেতারা বলেন, বিএনপিকে দোষারোপ করে কিছু বলা ঐক্যের জন্য সহায়ক হবে না। দ্রুত বিচার ও সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। অটুট রাখতে হবে ফ্যাসিবাদবিরোধী ঐক্য।

বিএনপির ৩৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে তারেক বলেন, ‘৫ আগস্ট ফ্যাসিস্ট পলায়নের পর জাতি আরেকটি বিজয় দেখেছে। সেই বিজয়ে যারা প্রাণ দিয়েছেন, তারা শুধু পরিবারের সদস্য নয়, তারা গোটা জাতির গৌরব।’ তিনি জানান, শহীদদের নাম স্মরণীয় করতে ভবিষ্যতে বিভিন্ন স্থাপনা তাদের নামে নামকরণের পরিকল্পনা রয়েছে বিএনপির।

তিনি আরও বলেন, ‘দেড় দশকের আন্দোলনে গুম-খুন, অপহরণ, নির্যাতনের শিকার হয়েছেন হাজারো মানুষ। শুধু ২০২৪ সালের আন্দোলনেই বিএনপির ৪২২ জনসহ প্রায় দেড় হাজার মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন ৩০ হাজারের বেশি।’ বিএনপি ক্ষমতায় এলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত, জবাবদিহিমূলক সরকার গঠন এবং রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে ৩১ দফার রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আমরা জাতীয় সরকার গঠনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। রাজনৈতিক দুর্নীতি ও দুঃশাসন রোধে জাতীয় ঐক্য অপরিহার্য।’

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে শহীদ পরিবার ও আন্দোলনে অংশ নেয়া সব শ্রেণী-পেশার মানুষের প্রতি শ্রদ্ধা জানান। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্য বজায় রাখার আহ্বান জানান। খালেদা জিয়া তার বক্তব্যে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের তালিকা তৈরি ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার তাগিদ দিয়ে বলেন, ‘গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে।’ পাশাপাশি আন্দোলনে নিহতদের পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংস্কারের কথা সবার আগে বিএনপি বলেছে দাবি করে দলটির মহাসচিব ও অনুষ্ঠানের বিশেষ অতিথি মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি সংস্কার চায় না, এমন কথা বলে সুচতুরভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে।’ তিনি বলেন, ‘নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির এখন সুযোগ এসেছে। ঐক্য আর গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোস নয়। স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কখনও আপোস করবে না বিএনপি।’ শহীদদের মায়ের অশ্রু কখনও বৃথা হতে পারে না মন্তব্য করে দলটির মহাসচিব আরও বলেন, ‘নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি ক্ষমতার পরিবর্তন চায়।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে। আমাদের বিশ্বাস করতে হবে সবার আগে বাংলাদেশ। আগামীর অগ্রযাত্রায় ভিন্নমত থাকলেও স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যুতে সবাই এক থাকতে হবে।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত আছেন। এছাড়া নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হালিম, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী, এনডিএমের ববি হাজ্জাজসহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনের প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এটি শুধু একটি প্রজ্বলন নয়, আজকের মোমবাতি প্রজ্বলন আগামী দিনের গণতন্ত্রের পদযাত্রায় এগিয়ে যাওয়া। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের মিনার, অধিকার প্রতিষ্ঠার মিনার। আমরা যখন আগে নৌকায় করে অনেক দূরে যেতাম, মাঝি বলতো চুপ থাকুন ওই গ্রাম ডাকাতদের গ্রাম। হাসিনার আমলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ডাকাতদের গ্রাম। অনেক আতঙ্ক নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পার হতাম। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই বায়ান্ন, ঊনসত্তরের বিশ্ববিদ্যালয় দেখছি যেখানে বইছে শান্তির সুবাতাস।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনা বলেছিল, বাধা দিলে সব বন্ধ হয়ে যাবে। আমরা সবকিছু দিয়ে ছাত্রদের স্তব্ধ করে দেব। এতকিছু থাকার পরেও গণতন্ত্রের জন্য ছাত্রদের যে সংগ্রাম তাকে শেখ হাসিনা ঠেকাতে পারেনি। আজকের আলোক প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের ৩৬ দিনের কর্মসূচির শুভ উদ্বোধন হলো।’

রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনার পেটুয়া বাহিনীর কাছে ছাত্রদলের কত নেতাকর্মী গুম, খুন হয়েছেন। তারা নব্বই, আশির দশকে যে ভূমিকা পালন করেছে সেভাবে তারা চব্বিশের গণঅভ্যুত্থানেও ভূমিকা রেখেছে। এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরও বাধা আসবে। সেই বাধা অতিক্রম করতে আমরা গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করবো।’

আমানুল্লাহ আমান বলেন, ‘জুলাই মাসের শুরুতে ছাত্রদল যে আয়োজন করেছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই। জুলাই আন্দোলন একদিনে হয় নাই। হাজার হাজার মানুষ এখানে জীবন দিয়েছে। ’৬৯-এর গণঅভ্যুত্থান আসাদের রক্তের মাধ্যমে হয়েছে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন সেদিন দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সফল হয়েছিল। আজকে আমরা খুনি হাসিনামুক্ত বাংলাদেশ পেয়েছি। শহীদ ওয়াসিম, সাঈদের রক্ত কখনও বৃথা যাবে না।

ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি নেতা আমান বলেন, ‘বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে এবং তারেক রহমান দেশ পরিচালনা করবে। ইনশাআল্লাহ তারেক রহমান কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবে।’

back to top