কুমিল্লার মুরাদনগর থানাধীন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে ঘরের দরজা ভেঙে ধর্ষণ, মারধর ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি করেছে সামাজিক প্রতিরোধ কমিটির (৬৭টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফরম) একটি ১৫ সদস্যের প্রতিনিধিদল।
মঙ্গলবার,(১লা জুলাই ২০২৫) প্রতিনিধিদলটি ঢাকা থেকে ঘটনাস্থল পরিদর্শনে যায়। প্রতিনিধিদল নির্যাতনের শিকার নারীর বাড়িতে গিয়ে বাড়ি তালাবদ্ধ দেখতে পায়, পরবর্তীতে প্রতিবেশীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তারা জানতে পারেন, ভুক্তভোগী নারী ও তার বাবার বাড়ির সদস্যরা অন্যত্র চলে গেছেন।
সামাজিক প্রতিরোধ কমিটির এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ব্লাস্ট, ব্র্যাক, একশন এইড বাংলাদেশ, কর্মজীবী নারী, উই ক্যান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও বাংলাদেশ মহিলা পরিষদ।
পরিদর্শনকালে প্রতিনিধিদল প্রথমে কুমিল্লা জেলা প্রশাসক ও এসপি এবং মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে এ ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির অবিলম্বে শাস্তি নিশ্চিতের দাবি জানায়।
এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে সামাজিক প্রতিরোধ কমিটি ও বাংলাদেশ মহিলা পরিষদের
পক্ষ থেকে আলাদা দুটি স্মারকলিপি দেয়া হয়। এ সময় নির্যাতনের শিকার নারী ও তার পরিবারকে ন্যায়বিচার পেতে জেলা প্রশাসক ও এসপি সব রকম সহযোগিতা দেবে বলে প্রতিনিধিদলকে আশ্বাস দেন।
পরে কুমিল্লা প্রেসক্লাবে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে একটি মানববন্ধন হয়।
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
কুমিল্লার মুরাদনগর থানাধীন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে ঘরের দরজা ভেঙে ধর্ষণ, মারধর ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি করেছে সামাজিক প্রতিরোধ কমিটির (৬৭টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফরম) একটি ১৫ সদস্যের প্রতিনিধিদল।
মঙ্গলবার,(১লা জুলাই ২০২৫) প্রতিনিধিদলটি ঢাকা থেকে ঘটনাস্থল পরিদর্শনে যায়। প্রতিনিধিদল নির্যাতনের শিকার নারীর বাড়িতে গিয়ে বাড়ি তালাবদ্ধ দেখতে পায়, পরবর্তীতে প্রতিবেশীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তারা জানতে পারেন, ভুক্তভোগী নারী ও তার বাবার বাড়ির সদস্যরা অন্যত্র চলে গেছেন।
সামাজিক প্রতিরোধ কমিটির এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ব্লাস্ট, ব্র্যাক, একশন এইড বাংলাদেশ, কর্মজীবী নারী, উই ক্যান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও বাংলাদেশ মহিলা পরিষদ।
পরিদর্শনকালে প্রতিনিধিদল প্রথমে কুমিল্লা জেলা প্রশাসক ও এসপি এবং মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে এ ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির অবিলম্বে শাস্তি নিশ্চিতের দাবি জানায়।
এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে সামাজিক প্রতিরোধ কমিটি ও বাংলাদেশ মহিলা পরিষদের
পক্ষ থেকে আলাদা দুটি স্মারকলিপি দেয়া হয়। এ সময় নির্যাতনের শিকার নারী ও তার পরিবারকে ন্যায়বিচার পেতে জেলা প্রশাসক ও এসপি সব রকম সহযোগিতা দেবে বলে প্রতিনিধিদলকে আশ্বাস দেন।
পরে কুমিল্লা প্রেসক্লাবে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে একটি মানববন্ধন হয়।