জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তার দফতরে সাংবাদিকদের বলেন, ‘মালয়েশিয়ায় বাংলাদেশিদেরকে সন্ত্রাসবাদী সন্দেহে আটক করা হয়েছে। আমরা তাদের কাছে বিস্তারিত জানতে চেয়েছি। আশা করছি, কিছু দিনের মধ্যে জানতে পারবো। তাদের কয়েকজনের বিরুদ্ধে মালয়েশিয়া কর্তৃপক্ষ মামলা করবে। কয়েকজনকে দেশে ফেরত পাঠিয়ে দেবে। বিষয়টি এখনও ফ্লুইড আছে।’ মো. তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশে ফেরত পাঠালে স্বাভাবিকভাবে আমাদের যাচাই করতে হবে, (জঙ্গি) সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততা কতটুকু। সেটি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।’
বিদেশি ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে এ ধরনের কর্মকাণ্ড নেতিবাচক প্রভাব ফেলবে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘যেকোনও নেতিবাচক বিষয়ই ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলে। ফেলবে না, এটি আমি বলতে পারি না। আমরা যদি সঠিক পদক্ষেপ নেই, তাহলে সেটির প্রভাব কমানো যাবে।’
শেখ হাসিনার প্রত্যাবাসন
ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবাসন না হওয়ার বিষয়ে কোনও আপেক্ষ আছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আক্ষেপ একটি লোডেড টার্ম। কার কতটুকু আক্ষেপ, এটি আমি জানি না। আমরা এভাবে দেখি-আমরা ফেরত আনার জন্য চিঠি দিয়েছি। প্রয়োজনে সেটি ফলোআপ করা হবে। এটুকুই।’
ইউনূস-রুবিও’র ফোনালাপ প্রসঙ্গ
সম্প্রতি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেই ফোনালাপে শিগগিরই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা এসেছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন, তারা খুব চমৎকার পরিবেশে কথা বলেছে। তখন আমি সামনে বসা ছিলাম। সেখানে সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথা বলেছে এবং কথায় উঠে এসেছে যথা শিগগিরই সম্ভব নির্বাচন করা হোক।
তিনি বলেন, মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মিশন চালুর বিষয়ে চার দফা খসড়া আদান-প্রদান করা হয়েছে। বর্তমানে চুক্তির খসড়াটি বিবেচনা করছে জাতিসংঘ। এরপর কোনও পরিবর্তন না হলে দুপক্ষ এটি সই করবে। তিন বছরের জন্য অফিস খোলার বিষয়ে দুপক্ষ সম্মত। তিন বছর পরে নবায়ন না হলে অফিস থাকবে না।
খসড়া কত দিনের মধ্যে চূড়ান্ত হতে পারে-জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ ধরনের কোনও টাইমফ্রেম নেই। এরই মধ্যে দুপক্ষের চারবার খসড়া চালাচালি হয়েছে। এরপর আমরা সেটিকে পরিবর্তন করেছি। তারা আবার কিছু পরিবর্তনের কথা বলেছে। কাছাকাছি যাওয়ার পরে অন্যান্য যে প্রক্রিয়া আছে, সেটি শুরু করেছি। তবে সেই পর্যায়ে তাদের দেওয়া কিছু পরিবর্তন আছে এবং অনেকটা আমরা সম্মত হয়েছি। বাকি পরিবর্তনগুলো যদি তারা গ্রহণ করে এবং বলে যে আবার পরিবর্তন কর, তবে আমরা দেখব সেটি পরিবর্তন করা যাবে কিনা।
শিগগিরই নির্বাচন করার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কিনা, প্রশ্ন রাখা হয় উপদেষ্টার কাছে। জবাবে তিনি বিষয়টি স্পষ্ট করেননি। তিনি বলেন, দু’পক্ষের কথা হচ্ছিল আন্তরিক পরিবেশে। তার মধ্যে এ কথাগুলো উঠে এসেছে। নির্বাচন সম্পর্কে তারা জানতে চেয়েছে এবং সংস্কার কার্যক্রমের ব্যাপারে সমর্থনের কথা বলেছে। তখন তাদের জানানো হয়েছে, যথা শিগগিরই সম্ভব নির্বাচন করা হবে।
যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনা নিয়ে উপদেষ্টা বলেন, আজকে ওয়াশিংটনে বৈঠক হবে। বাণিজ্য উপদেষ্টা সেখানে গেছেন। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে আছেন। কাজেই আমরা আশা করব যে একটি সমাধানে আমরা দুপক্ষ পৌঁছাতে পারব এবং বাণিজ্যে তেমন প্রভাব পড়বে না।
মানবিক করিডর নিয়ে আলোচনা হয়েছে কিনা—-জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, না, এ ধরণের কোনো কথা হয়নি।
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তার দফতরে সাংবাদিকদের বলেন, ‘মালয়েশিয়ায় বাংলাদেশিদেরকে সন্ত্রাসবাদী সন্দেহে আটক করা হয়েছে। আমরা তাদের কাছে বিস্তারিত জানতে চেয়েছি। আশা করছি, কিছু দিনের মধ্যে জানতে পারবো। তাদের কয়েকজনের বিরুদ্ধে মালয়েশিয়া কর্তৃপক্ষ মামলা করবে। কয়েকজনকে দেশে ফেরত পাঠিয়ে দেবে। বিষয়টি এখনও ফ্লুইড আছে।’ মো. তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশে ফেরত পাঠালে স্বাভাবিকভাবে আমাদের যাচাই করতে হবে, (জঙ্গি) সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততা কতটুকু। সেটি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।’
বিদেশি ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে এ ধরনের কর্মকাণ্ড নেতিবাচক প্রভাব ফেলবে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘যেকোনও নেতিবাচক বিষয়ই ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলে। ফেলবে না, এটি আমি বলতে পারি না। আমরা যদি সঠিক পদক্ষেপ নেই, তাহলে সেটির প্রভাব কমানো যাবে।’
শেখ হাসিনার প্রত্যাবাসন
ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবাসন না হওয়ার বিষয়ে কোনও আপেক্ষ আছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আক্ষেপ একটি লোডেড টার্ম। কার কতটুকু আক্ষেপ, এটি আমি জানি না। আমরা এভাবে দেখি-আমরা ফেরত আনার জন্য চিঠি দিয়েছি। প্রয়োজনে সেটি ফলোআপ করা হবে। এটুকুই।’
ইউনূস-রুবিও’র ফোনালাপ প্রসঙ্গ
সম্প্রতি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেই ফোনালাপে শিগগিরই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা এসেছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন, তারা খুব চমৎকার পরিবেশে কথা বলেছে। তখন আমি সামনে বসা ছিলাম। সেখানে সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথা বলেছে এবং কথায় উঠে এসেছে যথা শিগগিরই সম্ভব নির্বাচন করা হোক।
তিনি বলেন, মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মিশন চালুর বিষয়ে চার দফা খসড়া আদান-প্রদান করা হয়েছে। বর্তমানে চুক্তির খসড়াটি বিবেচনা করছে জাতিসংঘ। এরপর কোনও পরিবর্তন না হলে দুপক্ষ এটি সই করবে। তিন বছরের জন্য অফিস খোলার বিষয়ে দুপক্ষ সম্মত। তিন বছর পরে নবায়ন না হলে অফিস থাকবে না।
খসড়া কত দিনের মধ্যে চূড়ান্ত হতে পারে-জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ ধরনের কোনও টাইমফ্রেম নেই। এরই মধ্যে দুপক্ষের চারবার খসড়া চালাচালি হয়েছে। এরপর আমরা সেটিকে পরিবর্তন করেছি। তারা আবার কিছু পরিবর্তনের কথা বলেছে। কাছাকাছি যাওয়ার পরে অন্যান্য যে প্রক্রিয়া আছে, সেটি শুরু করেছি। তবে সেই পর্যায়ে তাদের দেওয়া কিছু পরিবর্তন আছে এবং অনেকটা আমরা সম্মত হয়েছি। বাকি পরিবর্তনগুলো যদি তারা গ্রহণ করে এবং বলে যে আবার পরিবর্তন কর, তবে আমরা দেখব সেটি পরিবর্তন করা যাবে কিনা।
শিগগিরই নির্বাচন করার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কিনা, প্রশ্ন রাখা হয় উপদেষ্টার কাছে। জবাবে তিনি বিষয়টি স্পষ্ট করেননি। তিনি বলেন, দু’পক্ষের কথা হচ্ছিল আন্তরিক পরিবেশে। তার মধ্যে এ কথাগুলো উঠে এসেছে। নির্বাচন সম্পর্কে তারা জানতে চেয়েছে এবং সংস্কার কার্যক্রমের ব্যাপারে সমর্থনের কথা বলেছে। তখন তাদের জানানো হয়েছে, যথা শিগগিরই সম্ভব নির্বাচন করা হবে।
যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনা নিয়ে উপদেষ্টা বলেন, আজকে ওয়াশিংটনে বৈঠক হবে। বাণিজ্য উপদেষ্টা সেখানে গেছেন। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে আছেন। কাজেই আমরা আশা করব যে একটি সমাধানে আমরা দুপক্ষ পৌঁছাতে পারব এবং বাণিজ্যে তেমন প্রভাব পড়বে না।
মানবিক করিডর নিয়ে আলোচনা হয়েছে কিনা—-জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, না, এ ধরণের কোনো কথা হয়নি।