alt

জাতীয়

সিলেটে পাথর কোয়ারী ‘দখল’: সবার স্বপ্ন এক

আকাশ চৌধুরী, সিলেট : বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সিলেটে পাথর কোয়ারী নিয়ন্ত্রণ নিতে সব রাজনৈতিক দলের লক্ষ্য এক। দখল নিতে হবে টাকার খনির। দল আলাদা, আদর্শ আমদা, প্যাড আলাদা কিন্তু; দাবি এক। পরিবেশ ধ্বংস হলেও পাথরের খনি আসতে হবে নিজ দখলে। বিবৃতি দিয়ে নয়, আন্দোলনের ময়দানে একাট্টা সব মহারথীরা। আর এই ইস্যু নিয়েই এখন ব্যস্ত সব রাজনৈতিক দল।

পাথর কোয়ারী খুলে দেয়ার দাবিতে হঠাৎ করেই এক হয়ে যায় বিএনপি, জামায়াতে ইসলামী এবং এন সি পি। এর বাইরে গতকাল বুধবার পাথর সংশ্লিষ্টদের সঙ্গে আদালত চত্বরে এক সমাবেশে সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন। অন্যদিকে বৃহস্পতিবার(৩-৭-২০২৫) কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলাম পাথর কোয়ারী খুলে দেয়ার দাবিতে প্রকাশ্যে আসে। দলটি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এগুলো খুলে দেয়ার দাবি জানায়। অন্যদিকে আরিফুল হক চৌধুরী ডিসির অপসারণ দাবি করে গত শনিবার থেকে লাগাতার আন্দোলনের হুমকি দেন।

বৃহস্পতিবার সকালে সমাবেশে ডিসি মুরাদকে প্রশাসনিকভাবে ‘অদক্ষ ও ব্যর্থ’ আখ্যা দিয়ে করে তার প্রত্যাহার দাবি করেন আরিফ।

ওই সমাবেশে পাথর কোয়ারী খুলে দেয়া, স্টোন ক্রাশার মিলের বিরুদ্ধে অভিযান বন্ধসহ আরিফ বিভিন্ন দাবি জানালেও নিজের বক্তৃতার বেশিরভাগ অংশজুড়ে আরিফ মূলত ডিসির প্রতি বিষেদগার করেন।

এরপর থেকেই নগরজুড়ে প্রশ্ন ওঠেছে ডিসির প্রতি কেন এত ক্ষোভ আরিফের।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘জেলা প্রশাসক, আপনি যদি মনে করেন, আমাদের মধ্যে বিভাজন করার পায়তারা যেটা করছেন, দু’একজন নেতাকে বশ করে আপনি মনে করবেন না পার পেয়ে যাবেন। আমাদের স্বার্থের বিরুদ্ধে যারা যাবে তারা জেলা প্রশাসকের দালাল হিসেবে চিহ্নিত হবে।’

তিনি বলেন, ‘এই জেলা প্রশাসক বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার জন্য কাজ করছেন। জনগনকে সরকারের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন। আর না হলে এসব কাজ (স্টোন ক্রাশার মিল ও কিছু স্থাপনার বিরুদ্ধে অভিযান) করার আগে প্রত্যকটা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসতেন। তাদের পরামর্শ নিতেন।’

আরিফুল হক চৌধুরী বলেন, এই যে জালালাবাদ অন্ধ কল্যাণ হাসপাতালের মার্কেট গুঁড়িয়ে দেয়া হলো এটির অনুমোদন তো উনার মতোই একজন জেলা প্রশাসক দিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘আপনি বলেন, আপনি আমাদের লোক। কিসের আপনি আমাদের লোক। আপনি প্রজাতন্ত্রের কর্মচারী। আপনি চোখ রাঙিয়ে জনগণের সঙ্গে কথা বলতে পারেন না। আপনাকে সাবধান করে বলে দিতে চাই, সিলেটের মানুষকে অপমান করবেন না।’

গত ১৭ বছর সিলেটে লুটপাট হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিগত ১৭ বছর অবৈধ চোরাচালান, পাথর তোলা-বালু তোলা ছিল। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন। জেলা প্রশাসক জবাব দিতে হবে। ১৭ বছর যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন তার সঠিক উত্তর দিতে হবে। ...আজকে শুধু বলে গেলাম। ৫ তারিখের পরে কিন্তু তুমি জেলা প্রশাসকের সঙ্গে আর কোনো আলোচনা হবে না। এই জেলা প্রশাসককে প্রত্যাহার করা না হলে ৫ তারিখের পরে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’

‘জেলা প্রশাসক নাকি বলে, আরিফুল হক এখন আর জপ্রিতিনিধি নয়’ এমনটি উল্লেখ করে সাবেক এই মেয়র বলেন, ‘সিলেটের মানুষ দশ বছর আমাকে জনপ্রতিনিধি করেছেন। তুমি জেলা প্রশাসক, কোথাকার কী, তোমার মতো কয়েকজন জেলা প্রশাসক তো আমার আন্ডারে কাজ করেছেন। কথাবার্তা সাবধান করে বলবা। জনপ্রতিনিধি কে আছেন কে নাই, এটা তোমার নির্ধারণ করার কথা না।’

ডিসি পাথরসংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে গতকাল বুধবার এক সভা ডাকেন জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, তবে পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী কিংবা পরিবহন শ্রমিক নেতা, কেউ তার বৈঠকে যাননি। নির্যাতন নিষ্পেষণ করার পর ডিসি বলছেন, এখন এসো। তাই সবাই ঘৃণাভরে এ বৈঠক প্রত্যাখ্যান করেছেন।

এদিকে স্থানীয় বিএনপির একটি সূত্র জানিয়েছে, ডিসির সঙ্গে ‘কিছু বিষয় নিয়ে’ আরিফুল হক চৌধুরীর মনোমালিন্য ও দূরত্ব চলছে। এখন ইজারা বন্ধ থাকা সিলেটের পাথরকোয়ারী চালুর দাবিতে পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাম্প্রতিক আন্দোলন এবং মেজরটিলা এলাকায় উচ্ছেদের শিকার ব্যবসায়ীদের ক্ষুব্ধতার সুযোগে আরিফুল হক ‘জেলা প্রশাসক হটাও’ কর্মসূচিতে নেমেছেন।

এ ব্যাপারে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘আরিফুল হক চৌধুরীর জেলা প্রশাসক হটাও কর্মসূচির সঙ্গে বিএনপির কোনো

সম্পৃক্ততা নেই। এটা একান্তই তার নিজস্ব কর্মসূচি। তবে সিলেটে একটা অস্থির অবস্থা বিরাজ করছে।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেটের পাথরকোয়ারীগুলো ইজারা দিয়ে এবং পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ-সংযোগ আবার চালুর দাবিতে সম্প্রতি পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিকেরা কর্মবিরতি, পরিবহন বন্ধ রাখাসহ নানা কর্মসূচি পালন করছেন। এমন পরিস্থিতিতে করণীয় নির্ধারণে রাজনৈতিক নেতা, পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন ডিসি। সেই বৈঠকে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান ও সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম ও সেক্রেটারি মো. শাহজাহান আলীসহ পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তবে ওই বৈঠকে আরিফুল হক চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে।

এদিকে, আরিফুল হক চৌধুরীর অভিযোগ সত্য নয় দাবি করে ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এছাড়া সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণকাজের অংশ হিসেবে সড়ক ও জনপথ (সওজ) তাদের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে। সরকারি কর্মকর্তারা তাদের কাজের অংশ হিসেবেই এখানে দায়িত্ব পালন করছেন। এখন হঠাৎ করে আমার অপসারণ চেয়ে এমন কর্মসূচি পালন করার বিষয়টি একেবারেই দুঃখজনক।’

এদিকে, সমাবেশ থেকে আরিফুল হক এ কর্মসূচিকে শ্রমিক, মালিক ও ব্যবসায়ীদের অধিকার আদায়ের কর্মসূচি বলে ঘোষণা দেন। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের পাশাপাশি পরিবহন শ্রমিকনেতারাও যোগ দেন।

সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সহ-সম্পাদক আবদুর রাজ্জাক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান, জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী ময়নুল ইসলাম, জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি হাজী আবদুর রহিম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সম্পাদক মো. আবদুস সালাম, জেলা শ্রমিক দলের সদস্যসচিব নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে পরিবহনমালিক ও শ্রমিকনেতারা আজকের মধ্যে সিলেটের ডিসিকে অপসারণ না করলে আগামী শনিবার থেকে সিলেটের সব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধের ঘোষণা দেন।

সমাবেশ চলাকালে আরিফুল হক বলেন, সম্প্রতি কোনো ধরনের নোটিশ ছাড়াই জেলার বিভিন্ন স্থানে পাথর ভাঙার যন্ত্রের (ক্রাশার মেশিন) ব্যবসায়ীদের বৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। কোনো ধরনের সময় কিংবা নোটিশ না দিয়ে নগরের মেজরটিলা এলাকায় রাস্তার পাশে থাকা বিভিন্ন স্থাপনা উচ্ছেদও করা হয়েছে। ডিসি এই অঞ্চলের ব্যবসাবান্ধব পরিবেশ নষ্ট করছেন।

এদিকে, পাথর কোয়ারীসমূহ খুলে দিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও ডলারের অপচয় বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সিলেট অঞ্চলে বৃহৎ উপার্জন ক্ষেত্র পাথর কোয়ারীগুলো বন্ধ থাকায় লাখো মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। মানবিক বিপর্যয় এড়াতে ও দেশের অর্থনীতির স্বার্থে সিলেটের পাথর কোয়ারীগুলো দ্রুত খুলে দেয়ার আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান।

জামায়াত নেতারা আরও বলেন, জুলাই বিপ্লবের পর দেশ থেকে ফ্যাসিবাদ দূর হলে আমরা আশাবাদী ছিলাম সরকার হয়তো নিয়মতান্ত্রিক ও পরিবেশ সম্মতভাবে পাথর আহরণনের সুযোগ করে দেবেন। যথারীতি সরকারের পক্ষ থেকে পাথর কোয়ারী থেকে অর্পিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু পরিতাপের বিষয়, সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে টাস্কফোর্স দিয়ে পাথর কোয়ারী বন্ধ ও স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ এবং ওইসব মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। প্রশাসন কর্তৃক আকস্মিক এ পদক্ষেপের ফলে পাখর সংশ্লিষ্ট জীবিকায় সম্পৃক্তরা দিশেহারা হয়ে পড়েছেন।

প্রসঙ্গত, বিগত প্রতিটি সরকারের আমলে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের কথা বলে ধ্বংসের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)- এর সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা আক্তার বলেন, সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের কথা বলে ব্যবসায়ীরা কখনো তা করেননি। যখন যন্ত্রের মাধ্যমে পাথর উত্তোলন শুরু হলো এবং একের পর এক গর্তে প্রাণহানি এবং ভূখণ্ড বিলীন হচ্ছিল তখনই সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এ বিষয় নিয়ে পক্ষে- বিপক্ষে অনেকগুলো মামলা রয়েছে। সব মামলায় রাষ্ট্রপক্ষ রায় পেয়েছেন। বর্তমানে হঠাৎ করে পাথর ব্যবসায়ী বা একসঙ্গে অন্যরা কেন আন্দোলন করছেন তা বোধগম্য নয়। তিনি বলেন, যেহেতু এসব নিয়ে অনেকগুলো মামলা বেচারা দিন তাই সিদ্ধান্ত দেয়ার আদালতের।

এদিকে, সম্প্রতি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মো. ফাওজুল কবির খান জাফলং সফরে গেলে পাথর ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। এরপরই সরকার থেকে কঠোর নির্দেশনা আসে। এই নির্দেশনার পরেই জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা পাথর কেয়ারী এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন কার্যক্রম শুরু হয়।

এদিকে গতকাল বুধবার পাথর ব্যবসায়ীরা আন্দোলনের নামে কোম্পানীগঞ্জে পর্যটকদের গাড়িতে হামলা ও ভাঙচুর করে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

ছবি

স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম বাদ, নতুন নীতিমালায় বড় পরিবর্তন

ছবি

হত্যাকারীদের বিচার না করে নির্বাচন নয়: নাহিদ

দেশে নারী ও শিশু নির্যাতন মহামারীর পর্যায়ে: উপদেষ্টা

শ্রীপুরে বই আনতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষার্থী, শিক্ষক কারাগারে

ওসমানী হাসপাতালের বারান্দায় দুই নারীর সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু

বিএমইটির ৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ছবি

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএফ কমান্ডারসহ নিহত ২

তাভেল্লা হত্যা: তিনজনের যাবজ্জীবন

ছবি

‘অপরাধকে লেবাস দিয়ে কালারিং করার প্রয়োজন নাই’

সরকারি কর্মচারীদের তদন্ত ছাড়া শাস্তি নয়, অধ্যাদেশ সংশোধন প্রস্তাব অনুমোদন

রোহিঙ্গা নাগরিক মোস্তফা ‘পাচ্ছেন জুলাই শহীদের স্বীকৃতি’

কলাবাগানে ভাঙচুর-চাঁদাবাজি: বরখাস্ত ওসি ও এসআইদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সিআইডি

এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

ভোটের আগে টেলিকম নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ

ছবি

কুমিল্লার মুরাদনগরে এবার গণপিটুনি, দুই সন্তানসহ নিহত হলেন নারী

কোনো সেনা সদস্য ‘গুমে’ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা : সেনা সদর

স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা প্রকাশ

রাষ্ট্রপতির ক্ষমার বিধান ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ইস্যুতে ‘ঐকমত্য’

ছবি

বৃষ্টি ও ঝুঁকির কারণে কর্মকর্তাদের সতর্ক থাকতে বলল পানি উন্নয়ন বোর্ড

ছবি

পটিয়ার ঘটনায় ওসির স্থায়ী অপসারণসহ চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

ছবি

উপসহকারী প্রকৌশলী নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশ

ছবি

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চেয়েছে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

ছবি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৮

ছবি

৯ কোটি টাকার অনুদান, পিচিং নিয়ে নির্মাতাদের অভিযোগ

ছবি

তাভেল্লা হত্যা: তিনজনের যাবজ্জীবন, বিএনপি নেতা কাইয়ুমসহ চারজন খালাস

ছবি

জুলাই স্মৃতি উদযাপনে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল

ছবি

সংস্কার নিয়ে ৫৩ বছরে এমন আলোচনার সুযোগ হয়নি: আলী রীয়াজ

ছবি

জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ব্যাপকতা ও প্রভাবের মুখে শহর: ঝুঁকি হ্রাসে ঢাকায় আন্তর্জাতিক কেন্দ্রের উদ্বোধন

ছবি

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে: রাষ্ট্রদূত

ছবি

সাবেক এমপি ও ক্রিকেট অধিনায়ক দুর্জয় গ্রেপ্তার

সাবেক সিইসি নূরুল হুদার জামিন নামঞ্জুর

‘দুর্নীতি করতে বিদেশে জনশক্তি পাঠানোর প্রক্রিয়া জটিল করা হয়’

ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ৪১৬ জন

ভুয়া তথ্য ঠেকাতে জাতিসংঘের উদ্যোগ চান প্রধান উপদেষ্টা

ছবি

দালাই লামা জানালেন, পুরনো নিয়ম মেনে উত্তরসূরি ঠিক করবে ট্রাস্ট

ছবি

কন্যা-বাবা সহপাঠী, একই সঙ্গে দিচ্ছেন এইচএসসি

tab

জাতীয়

সিলেটে পাথর কোয়ারী ‘দখল’: সবার স্বপ্ন এক

আকাশ চৌধুরী, সিলেট

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সিলেটে পাথর কোয়ারী নিয়ন্ত্রণ নিতে সব রাজনৈতিক দলের লক্ষ্য এক। দখল নিতে হবে টাকার খনির। দল আলাদা, আদর্শ আমদা, প্যাড আলাদা কিন্তু; দাবি এক। পরিবেশ ধ্বংস হলেও পাথরের খনি আসতে হবে নিজ দখলে। বিবৃতি দিয়ে নয়, আন্দোলনের ময়দানে একাট্টা সব মহারথীরা। আর এই ইস্যু নিয়েই এখন ব্যস্ত সব রাজনৈতিক দল।

পাথর কোয়ারী খুলে দেয়ার দাবিতে হঠাৎ করেই এক হয়ে যায় বিএনপি, জামায়াতে ইসলামী এবং এন সি পি। এর বাইরে গতকাল বুধবার পাথর সংশ্লিষ্টদের সঙ্গে আদালত চত্বরে এক সমাবেশে সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন। অন্যদিকে বৃহস্পতিবার(৩-৭-২০২৫) কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলাম পাথর কোয়ারী খুলে দেয়ার দাবিতে প্রকাশ্যে আসে। দলটি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এগুলো খুলে দেয়ার দাবি জানায়। অন্যদিকে আরিফুল হক চৌধুরী ডিসির অপসারণ দাবি করে গত শনিবার থেকে লাগাতার আন্দোলনের হুমকি দেন।

বৃহস্পতিবার সকালে সমাবেশে ডিসি মুরাদকে প্রশাসনিকভাবে ‘অদক্ষ ও ব্যর্থ’ আখ্যা দিয়ে করে তার প্রত্যাহার দাবি করেন আরিফ।

ওই সমাবেশে পাথর কোয়ারী খুলে দেয়া, স্টোন ক্রাশার মিলের বিরুদ্ধে অভিযান বন্ধসহ আরিফ বিভিন্ন দাবি জানালেও নিজের বক্তৃতার বেশিরভাগ অংশজুড়ে আরিফ মূলত ডিসির প্রতি বিষেদগার করেন।

এরপর থেকেই নগরজুড়ে প্রশ্ন ওঠেছে ডিসির প্রতি কেন এত ক্ষোভ আরিফের।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘জেলা প্রশাসক, আপনি যদি মনে করেন, আমাদের মধ্যে বিভাজন করার পায়তারা যেটা করছেন, দু’একজন নেতাকে বশ করে আপনি মনে করবেন না পার পেয়ে যাবেন। আমাদের স্বার্থের বিরুদ্ধে যারা যাবে তারা জেলা প্রশাসকের দালাল হিসেবে চিহ্নিত হবে।’

তিনি বলেন, ‘এই জেলা প্রশাসক বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার জন্য কাজ করছেন। জনগনকে সরকারের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন। আর না হলে এসব কাজ (স্টোন ক্রাশার মিল ও কিছু স্থাপনার বিরুদ্ধে অভিযান) করার আগে প্রত্যকটা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসতেন। তাদের পরামর্শ নিতেন।’

আরিফুল হক চৌধুরী বলেন, এই যে জালালাবাদ অন্ধ কল্যাণ হাসপাতালের মার্কেট গুঁড়িয়ে দেয়া হলো এটির অনুমোদন তো উনার মতোই একজন জেলা প্রশাসক দিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘আপনি বলেন, আপনি আমাদের লোক। কিসের আপনি আমাদের লোক। আপনি প্রজাতন্ত্রের কর্মচারী। আপনি চোখ রাঙিয়ে জনগণের সঙ্গে কথা বলতে পারেন না। আপনাকে সাবধান করে বলে দিতে চাই, সিলেটের মানুষকে অপমান করবেন না।’

গত ১৭ বছর সিলেটে লুটপাট হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিগত ১৭ বছর অবৈধ চোরাচালান, পাথর তোলা-বালু তোলা ছিল। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন। জেলা প্রশাসক জবাব দিতে হবে। ১৭ বছর যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন তার সঠিক উত্তর দিতে হবে। ...আজকে শুধু বলে গেলাম। ৫ তারিখের পরে কিন্তু তুমি জেলা প্রশাসকের সঙ্গে আর কোনো আলোচনা হবে না। এই জেলা প্রশাসককে প্রত্যাহার করা না হলে ৫ তারিখের পরে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’

‘জেলা প্রশাসক নাকি বলে, আরিফুল হক এখন আর জপ্রিতিনিধি নয়’ এমনটি উল্লেখ করে সাবেক এই মেয়র বলেন, ‘সিলেটের মানুষ দশ বছর আমাকে জনপ্রতিনিধি করেছেন। তুমি জেলা প্রশাসক, কোথাকার কী, তোমার মতো কয়েকজন জেলা প্রশাসক তো আমার আন্ডারে কাজ করেছেন। কথাবার্তা সাবধান করে বলবা। জনপ্রতিনিধি কে আছেন কে নাই, এটা তোমার নির্ধারণ করার কথা না।’

ডিসি পাথরসংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে গতকাল বুধবার এক সভা ডাকেন জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, তবে পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী কিংবা পরিবহন শ্রমিক নেতা, কেউ তার বৈঠকে যাননি। নির্যাতন নিষ্পেষণ করার পর ডিসি বলছেন, এখন এসো। তাই সবাই ঘৃণাভরে এ বৈঠক প্রত্যাখ্যান করেছেন।

এদিকে স্থানীয় বিএনপির একটি সূত্র জানিয়েছে, ডিসির সঙ্গে ‘কিছু বিষয় নিয়ে’ আরিফুল হক চৌধুরীর মনোমালিন্য ও দূরত্ব চলছে। এখন ইজারা বন্ধ থাকা সিলেটের পাথরকোয়ারী চালুর দাবিতে পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাম্প্রতিক আন্দোলন এবং মেজরটিলা এলাকায় উচ্ছেদের শিকার ব্যবসায়ীদের ক্ষুব্ধতার সুযোগে আরিফুল হক ‘জেলা প্রশাসক হটাও’ কর্মসূচিতে নেমেছেন।

এ ব্যাপারে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘আরিফুল হক চৌধুরীর জেলা প্রশাসক হটাও কর্মসূচির সঙ্গে বিএনপির কোনো

সম্পৃক্ততা নেই। এটা একান্তই তার নিজস্ব কর্মসূচি। তবে সিলেটে একটা অস্থির অবস্থা বিরাজ করছে।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেটের পাথরকোয়ারীগুলো ইজারা দিয়ে এবং পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ-সংযোগ আবার চালুর দাবিতে সম্প্রতি পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিকেরা কর্মবিরতি, পরিবহন বন্ধ রাখাসহ নানা কর্মসূচি পালন করছেন। এমন পরিস্থিতিতে করণীয় নির্ধারণে রাজনৈতিক নেতা, পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন ডিসি। সেই বৈঠকে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান ও সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম ও সেক্রেটারি মো. শাহজাহান আলীসহ পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তবে ওই বৈঠকে আরিফুল হক চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে।

এদিকে, আরিফুল হক চৌধুরীর অভিযোগ সত্য নয় দাবি করে ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এছাড়া সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণকাজের অংশ হিসেবে সড়ক ও জনপথ (সওজ) তাদের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে। সরকারি কর্মকর্তারা তাদের কাজের অংশ হিসেবেই এখানে দায়িত্ব পালন করছেন। এখন হঠাৎ করে আমার অপসারণ চেয়ে এমন কর্মসূচি পালন করার বিষয়টি একেবারেই দুঃখজনক।’

এদিকে, সমাবেশ থেকে আরিফুল হক এ কর্মসূচিকে শ্রমিক, মালিক ও ব্যবসায়ীদের অধিকার আদায়ের কর্মসূচি বলে ঘোষণা দেন। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের পাশাপাশি পরিবহন শ্রমিকনেতারাও যোগ দেন।

সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সহ-সম্পাদক আবদুর রাজ্জাক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান, জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী ময়নুল ইসলাম, জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি হাজী আবদুর রহিম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সম্পাদক মো. আবদুস সালাম, জেলা শ্রমিক দলের সদস্যসচিব নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে পরিবহনমালিক ও শ্রমিকনেতারা আজকের মধ্যে সিলেটের ডিসিকে অপসারণ না করলে আগামী শনিবার থেকে সিলেটের সব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধের ঘোষণা দেন।

সমাবেশ চলাকালে আরিফুল হক বলেন, সম্প্রতি কোনো ধরনের নোটিশ ছাড়াই জেলার বিভিন্ন স্থানে পাথর ভাঙার যন্ত্রের (ক্রাশার মেশিন) ব্যবসায়ীদের বৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। কোনো ধরনের সময় কিংবা নোটিশ না দিয়ে নগরের মেজরটিলা এলাকায় রাস্তার পাশে থাকা বিভিন্ন স্থাপনা উচ্ছেদও করা হয়েছে। ডিসি এই অঞ্চলের ব্যবসাবান্ধব পরিবেশ নষ্ট করছেন।

এদিকে, পাথর কোয়ারীসমূহ খুলে দিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও ডলারের অপচয় বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সিলেট অঞ্চলে বৃহৎ উপার্জন ক্ষেত্র পাথর কোয়ারীগুলো বন্ধ থাকায় লাখো মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। মানবিক বিপর্যয় এড়াতে ও দেশের অর্থনীতির স্বার্থে সিলেটের পাথর কোয়ারীগুলো দ্রুত খুলে দেয়ার আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান।

জামায়াত নেতারা আরও বলেন, জুলাই বিপ্লবের পর দেশ থেকে ফ্যাসিবাদ দূর হলে আমরা আশাবাদী ছিলাম সরকার হয়তো নিয়মতান্ত্রিক ও পরিবেশ সম্মতভাবে পাথর আহরণনের সুযোগ করে দেবেন। যথারীতি সরকারের পক্ষ থেকে পাথর কোয়ারী থেকে অর্পিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু পরিতাপের বিষয়, সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে টাস্কফোর্স দিয়ে পাথর কোয়ারী বন্ধ ও স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ এবং ওইসব মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। প্রশাসন কর্তৃক আকস্মিক এ পদক্ষেপের ফলে পাখর সংশ্লিষ্ট জীবিকায় সম্পৃক্তরা দিশেহারা হয়ে পড়েছেন।

প্রসঙ্গত, বিগত প্রতিটি সরকারের আমলে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের কথা বলে ধ্বংসের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)- এর সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা আক্তার বলেন, সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের কথা বলে ব্যবসায়ীরা কখনো তা করেননি। যখন যন্ত্রের মাধ্যমে পাথর উত্তোলন শুরু হলো এবং একের পর এক গর্তে প্রাণহানি এবং ভূখণ্ড বিলীন হচ্ছিল তখনই সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এ বিষয় নিয়ে পক্ষে- বিপক্ষে অনেকগুলো মামলা রয়েছে। সব মামলায় রাষ্ট্রপক্ষ রায় পেয়েছেন। বর্তমানে হঠাৎ করে পাথর ব্যবসায়ী বা একসঙ্গে অন্যরা কেন আন্দোলন করছেন তা বোধগম্য নয়। তিনি বলেন, যেহেতু এসব নিয়ে অনেকগুলো মামলা বেচারা দিন তাই সিদ্ধান্ত দেয়ার আদালতের।

এদিকে, সম্প্রতি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মো. ফাওজুল কবির খান জাফলং সফরে গেলে পাথর ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। এরপরই সরকার থেকে কঠোর নির্দেশনা আসে। এই নির্দেশনার পরেই জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা পাথর কেয়ারী এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন কার্যক্রম শুরু হয়।

এদিকে গতকাল বুধবার পাথর ব্যবসায়ীরা আন্দোলনের নামে কোম্পানীগঞ্জে পর্যটকদের গাড়িতে হামলা ও ভাঙচুর করে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

back to top