চলতি বছরের হজ পালন শেষে সৌদি আরব থেকে বৃহস্পতিবার (৩ জুলাই) গভীর রাত পর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজার ৮৬৪ জন বাংলাদেশি হাজি। আর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে প্রাণ হারিয়েছেন ৪২ জন হাজি।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, ফিরতি হজ ফ্লাইটে এখন পর্যন্ত মোট ১৭৬টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮২টি ফ্লাইটে ফিরেছেন ২৯ হাজার ৮৬০ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে ফিরেছেন ২৬ হাজার ২২৮ জন এবং ফ্লাইনাসের ২৩টি ফ্লাইটে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন হাজি।
ধর্ম মন্ত্রণালয় জানায়, হজ শেষে ফেরার জন্য নির্ধারিত ফ্লাইটগুলোর ৭৯ শতাংশ ইতোমধ্যে পরিচালিত হয়েছে। এসব ফ্লাইটে মোট হজযাত্রীর ৭৬ শতাংশ দেশে ফিরেছেন।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজে অংশ নেন। তাঁদের মধ্যে মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী। সর্বশেষ গত রোববার সৌদি আরবে মারা যান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা জুলফিকার আলী, যিনি গত ৩১ মে বিমানের একটি ফ্লাইটে হজ পালনে সৌদি আরব গিয়েছিলেন।
এদিকে, এখনও সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন হজযাত্রী।
হজ থেকে বাকি হাজিদের ফিরতি ফ্লাইট চলবে চলতি মাসের শেষ পর্যন্ত।
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
চলতি বছরের হজ পালন শেষে সৌদি আরব থেকে বৃহস্পতিবার (৩ জুলাই) গভীর রাত পর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজার ৮৬৪ জন বাংলাদেশি হাজি। আর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে প্রাণ হারিয়েছেন ৪২ জন হাজি।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, ফিরতি হজ ফ্লাইটে এখন পর্যন্ত মোট ১৭৬টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮২টি ফ্লাইটে ফিরেছেন ২৯ হাজার ৮৬০ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে ফিরেছেন ২৬ হাজার ২২৮ জন এবং ফ্লাইনাসের ২৩টি ফ্লাইটে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন হাজি।
ধর্ম মন্ত্রণালয় জানায়, হজ শেষে ফেরার জন্য নির্ধারিত ফ্লাইটগুলোর ৭৯ শতাংশ ইতোমধ্যে পরিচালিত হয়েছে। এসব ফ্লাইটে মোট হজযাত্রীর ৭৬ শতাংশ দেশে ফিরেছেন।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজে অংশ নেন। তাঁদের মধ্যে মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী। সর্বশেষ গত রোববার সৌদি আরবে মারা যান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা জুলফিকার আলী, যিনি গত ৩১ মে বিমানের একটি ফ্লাইটে হজ পালনে সৌদি আরব গিয়েছিলেন।
এদিকে, এখনও সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন হজযাত্রী।
হজ থেকে বাকি হাজিদের ফিরতি ফ্লাইট চলবে চলতি মাসের শেষ পর্যন্ত।