সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভ মিছিল -সংবাদ
রাজধানীর কাকরাইল মসজিদের সামনের সড়ক অবরোধ করে চাকরিচ্যুত বিডিআর (বর্তমান নাম বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি) সদস্য ও তাদের পরিবারের সদস্যদের আন্দোলন ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করছেন বরখাস্ত হওয়া বিডিআর সদস্য ও তাদের পরিবার।
সোমবার,(০৭ জুলাই ২০২৫) দুপুরে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর আন্দোলনকারীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিডিআরের অনেক সদস্য ও তাদের পরিবারের সদস্যরা আন্দোলনে যোগ দেন। সকাল সোয়া ১১টার দিকে আন্দোলনকারীরা মৎস্য ভবন হয়ে যমুনার দিকে যাচ্ছিলেন। পুলিশ প্রথমে শাহবাগের কাছে আটকানোর চেষ্টা করলেও তারা এগোতে থাকে। বেলা পৌনে ১২টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে পৌঁছালে পুলিশ তাদের পথ আটকে দেয় এবং সেখানেই তারা অবস্থান নিতে শুরু করে।
কাকরাইল মসজিদ এলাকায় যাওয়ার আগেই ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আন্দোলনকারীদের যমুনায় প্রতিনিধি পাঠানোর পরামর্শ দেন। এরপর কাকরাইল মোড় থেকে সরে যেতে ১০ মিনিটের আল্টিমেটাম দেন। এরআগে মাসুদ আলম পুলিশের একটি দল নিয়ে মৎস্য ভবনের কাছে ব্যারিকেড দেন। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের পরামর্শ না মেনে এবং ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকেন।
কাকরাইল মসজিদ এলাকায় গিয়ে আন্দোলনকারীরা অবস্থান নিলে পুলিশ বলপ্রয়োগ করে তাদের সেখান থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ বলপ্রয়োগ করতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয় এবং উভয়পক্ষের কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে কয়েকজন আন্দোলনকারীকে আটক করতেও দেখা যায়। পরে পুলিশ ধীরে ধীরে আন্দোলনকারীদের মৎস্যভবনের দিকে ঠেলে সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। এরপরও যমুনার উদ্দেশে পদযাত্রা করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।’
আন্দোলনকারীদের দাবিগুলো হলো, ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহাল, পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের বিভিন্ন ধারা বাতিল এবং বিডিআর নাম পুনর্বহাল ও কারাগারে বন্দি থাকা সদস্যদের মুক্তি।
শাহবাগে সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও
মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেয়া সব প্রার্থীকে সনদ দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনকারীরা। সোমবার বেলা সোয়া ১২টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা এই বিক্ষোভ মিছিল শুরু করেন । শাহবাগ থেকে মিছিল নিয়ে তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবন ঘেরাও করেন ।
আন্দোলনকারীদের দাবি, ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় ৮৩ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ২৩ হাজার উত্তীর্ণ হতে পারেননি। এখন সেসব উত্তীর্ণ না হওয়া পরীক্ষার্থীদের দাবি, তাদের ইচ্ছেকৃতভাবে ফেল করানো হয়েছে। তাদের উত্তীর্ণের সনদ দিতে হবে।
সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভ মিছিল -সংবাদ
সোমবার, ০৭ জুলাই ২০২৫
রাজধানীর কাকরাইল মসজিদের সামনের সড়ক অবরোধ করে চাকরিচ্যুত বিডিআর (বর্তমান নাম বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি) সদস্য ও তাদের পরিবারের সদস্যদের আন্দোলন ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করছেন বরখাস্ত হওয়া বিডিআর সদস্য ও তাদের পরিবার।
সোমবার,(০৭ জুলাই ২০২৫) দুপুরে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর আন্দোলনকারীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিডিআরের অনেক সদস্য ও তাদের পরিবারের সদস্যরা আন্দোলনে যোগ দেন। সকাল সোয়া ১১টার দিকে আন্দোলনকারীরা মৎস্য ভবন হয়ে যমুনার দিকে যাচ্ছিলেন। পুলিশ প্রথমে শাহবাগের কাছে আটকানোর চেষ্টা করলেও তারা এগোতে থাকে। বেলা পৌনে ১২টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে পৌঁছালে পুলিশ তাদের পথ আটকে দেয় এবং সেখানেই তারা অবস্থান নিতে শুরু করে।
কাকরাইল মসজিদ এলাকায় যাওয়ার আগেই ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আন্দোলনকারীদের যমুনায় প্রতিনিধি পাঠানোর পরামর্শ দেন। এরপর কাকরাইল মোড় থেকে সরে যেতে ১০ মিনিটের আল্টিমেটাম দেন। এরআগে মাসুদ আলম পুলিশের একটি দল নিয়ে মৎস্য ভবনের কাছে ব্যারিকেড দেন। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের পরামর্শ না মেনে এবং ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকেন।
কাকরাইল মসজিদ এলাকায় গিয়ে আন্দোলনকারীরা অবস্থান নিলে পুলিশ বলপ্রয়োগ করে তাদের সেখান থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ বলপ্রয়োগ করতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয় এবং উভয়পক্ষের কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে কয়েকজন আন্দোলনকারীকে আটক করতেও দেখা যায়। পরে পুলিশ ধীরে ধীরে আন্দোলনকারীদের মৎস্যভবনের দিকে ঠেলে সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। এরপরও যমুনার উদ্দেশে পদযাত্রা করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।’
আন্দোলনকারীদের দাবিগুলো হলো, ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহাল, পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের বিভিন্ন ধারা বাতিল এবং বিডিআর নাম পুনর্বহাল ও কারাগারে বন্দি থাকা সদস্যদের মুক্তি।
শাহবাগে সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও
মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেয়া সব প্রার্থীকে সনদ দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনকারীরা। সোমবার বেলা সোয়া ১২টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা এই বিক্ষোভ মিছিল শুরু করেন । শাহবাগ থেকে মিছিল নিয়ে তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবন ঘেরাও করেন ।
আন্দোলনকারীদের দাবি, ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় ৮৩ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ২৩ হাজার উত্তীর্ণ হতে পারেননি। এখন সেসব উত্তীর্ণ না হওয়া পরীক্ষার্থীদের দাবি, তাদের ইচ্ছেকৃতভাবে ফেল করানো হয়েছে। তাদের উত্তীর্ণের সনদ দিতে হবে।