বন্দরগুলোয় ৩ নম্বর সংকেত, ৭ জেলার নদীবন্দরেও সতর্কতা
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় নানা স্থানে বৃষ্টি হচ্ছে। এ জন্য গত রোববারই দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ সতর্কবার্তা সোমবার,(০৭ জুলাই ২০২৫ বলবৎ ছিল।
পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় লঘুচাপ তৈরি হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘বৃষ্টি হচ্ছে; এর (লঘুচাপ) প্রভাবে আরও বাড়বে। তবে ভারী বৃষ্টি ২৪ ঘণ্টা পর কমে যাবে।’
আবহাওয়ার এক সতর্কবার্তায় দেশের তিন বিভাগে একদিনের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এরই মধ্যে দেশের সাত জেলার নদীবন্দরগুলোকে আজ ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকায় ঘণ্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
অতি ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয় ওই বার্তায়।
সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতি ভারী বৃষ্টিপাত।
গত জুন মাসে দেশে প্রায় ২০
শতাংশ কম বৃষ্টি হয়েছে। চলতি মাসের শুরু থেকে উপকূলীয় জেলাগুলোয় বৃষ্টি হলেও দেশের অন্যত্র তেমন বৃষ্টি হচ্ছে না। এর কারণ প্রসঙ্গে আফরোজা সুলতানা বলেন, মেঘমালা উপকূলীয় অঞ্চলে থেকে যাচ্ছে। দেশের মধ্যাঞ্চলে বা বৃষ্টিপ্রবণ উত্তর-পূর্বাঞ্চলে এই মেঘ পৌঁছাচ্ছে না। বাতাসের গতিবেগ এর কারণ।
সোমবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। রাজধানীতে সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
বন্দরগুলোয় ৩ নম্বর সংকেত, ৭ জেলার নদীবন্দরেও সতর্কতা
সোমবার, ০৭ জুলাই ২০২৫
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় নানা স্থানে বৃষ্টি হচ্ছে। এ জন্য গত রোববারই দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ সতর্কবার্তা সোমবার,(০৭ জুলাই ২০২৫ বলবৎ ছিল।
পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় লঘুচাপ তৈরি হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘বৃষ্টি হচ্ছে; এর (লঘুচাপ) প্রভাবে আরও বাড়বে। তবে ভারী বৃষ্টি ২৪ ঘণ্টা পর কমে যাবে।’
আবহাওয়ার এক সতর্কবার্তায় দেশের তিন বিভাগে একদিনের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এরই মধ্যে দেশের সাত জেলার নদীবন্দরগুলোকে আজ ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকায় ঘণ্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
অতি ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয় ওই বার্তায়।
সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতি ভারী বৃষ্টিপাত।
গত জুন মাসে দেশে প্রায় ২০
শতাংশ কম বৃষ্টি হয়েছে। চলতি মাসের শুরু থেকে উপকূলীয় জেলাগুলোয় বৃষ্টি হলেও দেশের অন্যত্র তেমন বৃষ্টি হচ্ছে না। এর কারণ প্রসঙ্গে আফরোজা সুলতানা বলেন, মেঘমালা উপকূলীয় অঞ্চলে থেকে যাচ্ছে। দেশের মধ্যাঞ্চলে বা বৃষ্টিপ্রবণ উত্তর-পূর্বাঞ্চলে এই মেঘ পৌঁছাচ্ছে না। বাতাসের গতিবেগ এর কারণ।
সোমবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। রাজধানীতে সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।