সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধনের নির্দেশনা বাতিল করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার,(১০ জুলাই ২০২৫) উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। একই সঙ্গে বিগত সরকারের মন্ত্রিসভার জারি করা অন্যান্য প্রটোকল নির্দেশনাগুলো পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শেখ হাসিনার প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের সময় সরকারি কর্মকর্তাদের তাঁকে ‘স্যার’ সম্বোধন করতে বলে একটি নির্দেশনা জারি করা হয়। এই চর্চা উঁচু পদের অন্যান্য নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও বিস্তৃত হয়।
তাঁদেরকে এখনো ‘স্যার’ বলা হয়, যা স্পষ্টত অস্বাভাবিক।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওই নির্দেশনা বাতিল করা হয়েছে। মন্ত্রিসভার জারি করা অন্যান্য প্রটোকল নির্দেশনা সংশোধনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করে উপদেষ্টা পরিষদ। প্রটোকল নির্দেশনা ও সম্বোধনসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা ও সংশোধনের প্রস্তাবনা তৈরির লক্ষ্যে বিদ্যুৎ, সড়ক ও রেলপথবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যথাযথ সংশোধনের জন্য এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের কাছে সুপারিশ তুলে ধরবে এই কমিটি।
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধনের নির্দেশনা বাতিল করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার,(১০ জুলাই ২০২৫) উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। একই সঙ্গে বিগত সরকারের মন্ত্রিসভার জারি করা অন্যান্য প্রটোকল নির্দেশনাগুলো পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শেখ হাসিনার প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের সময় সরকারি কর্মকর্তাদের তাঁকে ‘স্যার’ সম্বোধন করতে বলে একটি নির্দেশনা জারি করা হয়। এই চর্চা উঁচু পদের অন্যান্য নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও বিস্তৃত হয়।
তাঁদেরকে এখনো ‘স্যার’ বলা হয়, যা স্পষ্টত অস্বাভাবিক।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওই নির্দেশনা বাতিল করা হয়েছে। মন্ত্রিসভার জারি করা অন্যান্য প্রটোকল নির্দেশনা সংশোধনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করে উপদেষ্টা পরিষদ। প্রটোকল নির্দেশনা ও সম্বোধনসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা ও সংশোধনের প্রস্তাবনা তৈরির লক্ষ্যে বিদ্যুৎ, সড়ক ও রেলপথবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যথাযথ সংশোধনের জন্য এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের কাছে সুপারিশ তুলে ধরবে এই কমিটি।