বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান শুল্ক আলোচনার দ্বিতীয় দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় পক্ষ মোটামুটিভাবে একমত হয়েছে, যদিও কিছু বিষয়ে এখনও সমঝোতা হয়নি। বিষয়টি আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৮ মিনিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফেইসবুক পোস্টে জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের আলোচনা শেষে এই অগ্রগতির কথা জানানো হয়। আজ শুক্রবার ওয়াশিংটন সময় সকাল ৯টার দিকে আলোচনার তৃতীয় রাউন্ড শুরু হওয়ার কথা রয়েছে।
পোস্টে বলা হয়, দ্বিতীয় দিনের আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের একান্ত বৈঠক। ট্রাম্প প্রশাসনের সাবেক গুরুত্বপূর্ণ এই কর্মকর্তা বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পাশাপাশি দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা করেন।
বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি সেখান থেকে আমদানিও বাড়ানোর জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে শুল্ক কাঠামোয় বাংলাদেশ ন্যায্যতা প্রত্যাশা করে এবং প্রতিযোগিতামূলক পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আলোচনা পর্বে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্যিক পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রত্যাশা করলে গ্রিয়ার তাতে ইতিবাচক সাড়া দেন।
বাংলাদেশের পক্ষে আলোচনায় সরাসরি নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এছাড়া ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী। আলোচনা পর্বে ভার্চ্যুয়ালি অংশ নেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরাও।
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান শুল্ক আলোচনার দ্বিতীয় দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় পক্ষ মোটামুটিভাবে একমত হয়েছে, যদিও কিছু বিষয়ে এখনও সমঝোতা হয়নি। বিষয়টি আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৮ মিনিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফেইসবুক পোস্টে জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের আলোচনা শেষে এই অগ্রগতির কথা জানানো হয়। আজ শুক্রবার ওয়াশিংটন সময় সকাল ৯টার দিকে আলোচনার তৃতীয় রাউন্ড শুরু হওয়ার কথা রয়েছে।
পোস্টে বলা হয়, দ্বিতীয় দিনের আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের একান্ত বৈঠক। ট্রাম্প প্রশাসনের সাবেক গুরুত্বপূর্ণ এই কর্মকর্তা বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পাশাপাশি দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা করেন।
বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি সেখান থেকে আমদানিও বাড়ানোর জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে শুল্ক কাঠামোয় বাংলাদেশ ন্যায্যতা প্রত্যাশা করে এবং প্রতিযোগিতামূলক পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আলোচনা পর্বে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্যিক পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রত্যাশা করলে গ্রিয়ার তাতে ইতিবাচক সাড়া দেন।
বাংলাদেশের পক্ষে আলোচনায় সরাসরি নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এছাড়া ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী। আলোচনা পর্বে ভার্চ্যুয়ালি অংশ নেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরাও।