দেশজুড়ে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে পুলিশের মনোবল এখনো পূর্ণভাবে ফিরিয়ে আনা সম্ভব হয়নি বলেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরের ধাক্কা এখনও সামলে ওঠেনি বাহিনীটি।
শনিবার ঢাকার গেন্ডারিয়ায় ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ট্রমাটিক একটা অভিজ্ঞতার পর আমার ফোর্সটাকে গোছানো এবং শতভাগ কার্যকর করা—এই জায়গায় এখনও আমি সন্তুষ্ট না।”
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং দেশজুড়ে সহিংসতার ঘটনা ঘটে। সে সময় ৪৪ জন পুলিশ সদস্য নিহত হন বলে জানায় বাহিনীটি।
আইজিপি বলেন, “এই ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে আমাদের অনেক সময় লেগেছে। এখনও পুরোপুরি কাটিয়ে উঠিনি। তবে আমরা চেষ্টা করছি—মেনে নিচ্ছি শতভাগ সফল হইনি, হয়তো ৫০ ভাগও না। কিন্তু এখনো প্রতিরোধমূলক পদক্ষেপ অব্যাহত রয়েছে।”
তিনি জানান, মামলাভুক্ত এবং চিহ্নিত অপরাধীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে প্রয়োজন অনুযায়ী নতুন কৌশল গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রসঙ্গে আইজিপি বলেন, “সব দলেরই তো আমরা সাহায্য চাই।”
নির্বাচন সামনে রেখে বাহিনী নিরপেক্ষভাবে কাজ করবে জানিয়ে তিনি বলেন, “আমরা একটি ঐতিহাসিক ও সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়।”
শনিবার, ১২ জুলাই ২০২৫
দেশজুড়ে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে পুলিশের মনোবল এখনো পূর্ণভাবে ফিরিয়ে আনা সম্ভব হয়নি বলেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরের ধাক্কা এখনও সামলে ওঠেনি বাহিনীটি।
শনিবার ঢাকার গেন্ডারিয়ায় ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ট্রমাটিক একটা অভিজ্ঞতার পর আমার ফোর্সটাকে গোছানো এবং শতভাগ কার্যকর করা—এই জায়গায় এখনও আমি সন্তুষ্ট না।”
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং দেশজুড়ে সহিংসতার ঘটনা ঘটে। সে সময় ৪৪ জন পুলিশ সদস্য নিহত হন বলে জানায় বাহিনীটি।
আইজিপি বলেন, “এই ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে আমাদের অনেক সময় লেগেছে। এখনও পুরোপুরি কাটিয়ে উঠিনি। তবে আমরা চেষ্টা করছি—মেনে নিচ্ছি শতভাগ সফল হইনি, হয়তো ৫০ ভাগও না। কিন্তু এখনো প্রতিরোধমূলক পদক্ষেপ অব্যাহত রয়েছে।”
তিনি জানান, মামলাভুক্ত এবং চিহ্নিত অপরাধীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে প্রয়োজন অনুযায়ী নতুন কৌশল গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রসঙ্গে আইজিপি বলেন, “সব দলেরই তো আমরা সাহায্য চাই।”
নির্বাচন সামনে রেখে বাহিনী নিরপেক্ষভাবে কাজ করবে জানিয়ে তিনি বলেন, “আমরা একটি ঐতিহাসিক ও সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়।”