আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নৌকা প্রতীক নির্বাচন কমিশনের তফসিল থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছে জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের গড়া নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে শাপলা প্রতীক তফসিলভুক্ত করে তাদের বরাদ্দ দেয়ার আবেদন জানিয়েছে নিবন্ধনপ্রত্যাশী দলটি। ইসির প্রতীকের তফসিল থেকে নৌকা বাদ দিতে ‘আইনি ভিত্তি’ প্রধান নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরা হয়েছে বলে জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। প্রবাসী ভোটারদের ভোটগ্রহণ পদ্ধতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। সেইসঙ্গে এখনই ‘শাপলা’ প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও জানান তিনি।
এসব বিষয় নিয়ে আলোচনা করতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে রোববার,(১৩ জুলাই ২০২৫) সাক্ষাৎ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যর একটি প্রতিনিধিদল। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন। বৈঠকে বর্তমান নির্বাচন কমিশনকে পুনর্গঠনেরও দাবি করা হয় এনসিপির পক্ষ থেকে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া বিধিমালা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহালের পর দাঁড়িপাল্লা প্রতীক তফসিলে যুক্ত হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নৌকা প্রতীক বহাল রয়েছে। কিন্তু এনসিপি ও নাগরিক ঐক্যের দাবি করা শাপলা প্রতীক তফসিলে নেই।
সরকার আওয়ামী লীগের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করার পর দলটির নিবন্ধন স্থগিত করে ইসি। এনসিপির দাবি, আদালতের নির্দেশনা বা সরকারের নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত নৌকা প্রতীক তালিকায় রাখা যাবে না। প্রতীক তালিকায় নৌকা রাখা ও শাপলা না রাখায় ইসির সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি।
বৈঠক শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুসা বলেন, ‘যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, তাই নিবন্ধন স্থগিত থাকা দলের প্রতীক তফসিলে থাকতে পারে না। তাই গত তফসিল সংশোধনের জন্য যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি, সেখান থেকে নৌকা প্রতীকটি বাদ দেয়ার আইনি ভিত্তি আমরা ইসির কাছে তুলে ধরেছি। সিইসি বলেছেন, তারা বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবেন।’ ২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। তারা কলম ও মোবাইল প্রতীকও প্রস্তাব করে। তার আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৭ এপ্রিল একই প্রতীক চায়। এ ছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। শাপলা নিয়ে এই কাড়াকাড়ির মধ্যেই প্রতীকটি তফসিলে অন্তর্ভুক্তই করেনি ইসি।
বর্তমান নির্বাচন কমিশনকে পুনর্গঠনের দাবি তুলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। আগের আইন বদলাতে হবে। ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী যারা ভালো কাজ করেছেন তাদের রাখা যেতে পারে। তবে অনেকেই ব্যক্তিগতভাবে একটি দলের মুখপাত্রের মতো আচরণ করছেন।’
শাপলা ইসির প্রতীক তালিকায় রাখতে কোনো বাধা নেই উল্লেখ করে এনসিপি নেতারা তাদের যুক্তি তুলে ধরেন। ‘শাপলা ছাড়া কোনো বিকল্প নেই’ মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই। যদি বাধা দেয়া হয়, রাজনৈতিকভাবে আমরা লড়ব।’
দলটির যুগ্ম সদস্য সচিব মুসা যুক্তি দিয়ে বলেন, ‘জাতীয় প্রতীক হচ্ছে ভাসমান শাপলা, ধানের শীষ, তারকা ও পাটপাতা। এর মধ্যে ধানের শীষ বিএনপির, তারকা ও সোনালি আঁশ অন্য দলের। জাতীয় ফল কাঁঠালও একটি দলের প্রতীক। জাতীয় প্রতীক আসলে শাপলা নয়, বরং চারটি উপাদানের সমন্বিত চিহ্ন। রং ও ব্যাসার্ধ বিধিতে নির্ধারিত।’ আইন মন্ত্রণালয়ে খসড়া পাঠানোর পরও তফসিলে সংশোধনের দাবি জানান মুসা। নির্বাচন কমিশনের তফসিলে নৌকা প্রতীক বাদ দেয়ার বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ‘আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকা- নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এই প্রতীকগুলো ইসির সংরক্ষিত। এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেয়ার সুযোগ নেই।’ আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে বলে জানান তিনি।
এনসিপির শাপলা প্রতীক প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘যে কোনো দল যে কোনো প্রতীক চাইতে পারে। তবে যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এই প্রতীক নেই, সেহেতু শাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না।’ এনসিপি দল হিসেবে নিবন্ধন পাওয়ার পরে এসব পর্যালোচনা করে দেখা হবে বলে জানান এই নির্বাচন কমিশনার।
রোববার, ১৩ জুলাই ২০২৫
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নৌকা প্রতীক নির্বাচন কমিশনের তফসিল থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছে জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের গড়া নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে শাপলা প্রতীক তফসিলভুক্ত করে তাদের বরাদ্দ দেয়ার আবেদন জানিয়েছে নিবন্ধনপ্রত্যাশী দলটি। ইসির প্রতীকের তফসিল থেকে নৌকা বাদ দিতে ‘আইনি ভিত্তি’ প্রধান নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরা হয়েছে বলে জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। প্রবাসী ভোটারদের ভোটগ্রহণ পদ্ধতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। সেইসঙ্গে এখনই ‘শাপলা’ প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও জানান তিনি।
এসব বিষয় নিয়ে আলোচনা করতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে রোববার,(১৩ জুলাই ২০২৫) সাক্ষাৎ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যর একটি প্রতিনিধিদল। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন। বৈঠকে বর্তমান নির্বাচন কমিশনকে পুনর্গঠনেরও দাবি করা হয় এনসিপির পক্ষ থেকে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া বিধিমালা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহালের পর দাঁড়িপাল্লা প্রতীক তফসিলে যুক্ত হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নৌকা প্রতীক বহাল রয়েছে। কিন্তু এনসিপি ও নাগরিক ঐক্যের দাবি করা শাপলা প্রতীক তফসিলে নেই।
সরকার আওয়ামী লীগের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করার পর দলটির নিবন্ধন স্থগিত করে ইসি। এনসিপির দাবি, আদালতের নির্দেশনা বা সরকারের নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত নৌকা প্রতীক তালিকায় রাখা যাবে না। প্রতীক তালিকায় নৌকা রাখা ও শাপলা না রাখায় ইসির সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি।
বৈঠক শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুসা বলেন, ‘যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, তাই নিবন্ধন স্থগিত থাকা দলের প্রতীক তফসিলে থাকতে পারে না। তাই গত তফসিল সংশোধনের জন্য যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি, সেখান থেকে নৌকা প্রতীকটি বাদ দেয়ার আইনি ভিত্তি আমরা ইসির কাছে তুলে ধরেছি। সিইসি বলেছেন, তারা বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবেন।’ ২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। তারা কলম ও মোবাইল প্রতীকও প্রস্তাব করে। তার আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৭ এপ্রিল একই প্রতীক চায়। এ ছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। শাপলা নিয়ে এই কাড়াকাড়ির মধ্যেই প্রতীকটি তফসিলে অন্তর্ভুক্তই করেনি ইসি।
বর্তমান নির্বাচন কমিশনকে পুনর্গঠনের দাবি তুলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। আগের আইন বদলাতে হবে। ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী যারা ভালো কাজ করেছেন তাদের রাখা যেতে পারে। তবে অনেকেই ব্যক্তিগতভাবে একটি দলের মুখপাত্রের মতো আচরণ করছেন।’
শাপলা ইসির প্রতীক তালিকায় রাখতে কোনো বাধা নেই উল্লেখ করে এনসিপি নেতারা তাদের যুক্তি তুলে ধরেন। ‘শাপলা ছাড়া কোনো বিকল্প নেই’ মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই। যদি বাধা দেয়া হয়, রাজনৈতিকভাবে আমরা লড়ব।’
দলটির যুগ্ম সদস্য সচিব মুসা যুক্তি দিয়ে বলেন, ‘জাতীয় প্রতীক হচ্ছে ভাসমান শাপলা, ধানের শীষ, তারকা ও পাটপাতা। এর মধ্যে ধানের শীষ বিএনপির, তারকা ও সোনালি আঁশ অন্য দলের। জাতীয় ফল কাঁঠালও একটি দলের প্রতীক। জাতীয় প্রতীক আসলে শাপলা নয়, বরং চারটি উপাদানের সমন্বিত চিহ্ন। রং ও ব্যাসার্ধ বিধিতে নির্ধারিত।’ আইন মন্ত্রণালয়ে খসড়া পাঠানোর পরও তফসিলে সংশোধনের দাবি জানান মুসা। নির্বাচন কমিশনের তফসিলে নৌকা প্রতীক বাদ দেয়ার বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ‘আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকা- নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এই প্রতীকগুলো ইসির সংরক্ষিত। এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেয়ার সুযোগ নেই।’ আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে বলে জানান তিনি।
এনসিপির শাপলা প্রতীক প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘যে কোনো দল যে কোনো প্রতীক চাইতে পারে। তবে যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এই প্রতীক নেই, সেহেতু শাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না।’ এনসিপি দল হিসেবে নিবন্ধন পাওয়ার পরে এসব পর্যালোচনা করে দেখা হবে বলে জানান এই নির্বাচন কমিশনার।