alt

জাতীয়

নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার পরিকল্পনা হচ্ছে, অভিযোগ বিএনপির

সংবাদ অনলাইন রিপোর্ট : সোমবার, ১৪ জুলাই ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি -সংবাদ

মিটফোর্ড হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ এনেছে বিএনপি। দলটি মনে করছে এই ঘটনাকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার পরিকল্পনা চলছে।

সোমবার,(১৪ জুলাই ২০২৫) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এবং নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে মিটফোর্ড হত্যাকাণ্ড ঘটিয়ে রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা হচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে।’ দেশে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডে নাম জড়িয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্র হননের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তার। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, বিএনপি মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য একটি ‘তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই কমিটি মিটফোর্ড এলাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যার অন্তর্নিহিত কারণ অনুসন্ধান করে তা জনসমক্ষে প্রকাশ করবে। দেশে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডে বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘যারা তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারা গণতন্ত্রের শত্রু।’ লন্ডন বৈঠকের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণার পর অনেকের মাথা বিগড়ে গেছে এবং ভোট ঠেকাতে চক্রান্তকারীরা দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, কারও পাতা ফাঁদে পা না দিতে।

গত ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে এলোপাতাড়ি পাথর দিয়ে আঘাত ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম পরদিন কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। একই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলাও দায়ের করে। নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে এবং দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, ‘মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট এবং জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত ও অনিশ্চিত করতে চান এবং প্রকারান্তরে ফ্যাসিবাদ উত্থানের পথ সৃষ্টি করতে চান, তাদের চিহ্নিত করা ও প্রতিহত করার প্রত্যয়ও একইসঙ্গে উচ্চারণ করতে চাই।’ তিনি দৃঢ়ভাবে বলেন, ‘অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না এবং ব্যক্তির অপরাধের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।’ তিনি আরও উল্লেখ করেন, বিকৃত রুচির কিছু গোষ্ঠী তাদের অশ্লীল-কদর্য মানসিকতা কোমলমতি শিশু-কিশোরদের কণ্ঠে প্রতিধ্বনিত করিয়ে আগামী প্রজন্মের মূল্যবোধ ধ্বংস করছে।

বিএনপি মহাসচিব জানান, শত বাধা অতিক্রম করে জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশের মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফেরত দেয়াই তাদের একমাত্র অগ্রাধিকার। তিনি সুপরিকল্পিতভাবে দেশের বৃহত্তম ও জনপ্রিয় দলের বিরুদ্ধে কুৎসা রটনা এবং দলের শীর্ষ নেতার বিরুদ্ধে প্রকাশ্যে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রকারীদের মুখোশ আজ উন্মোচিত।’ তিনি এই অপরাজনীতি প্রতিহত করার ক্ষেত্রে সরকারের উদাসীনতার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ

করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি অবনতির ভয়াবহ পরিণাম সম্পর্কে দায়িত্বশীল সব রাজনৈতিক দল সচেতন হবেন। রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এ জাতীয় কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের পথ বাধাগ্রস্ত হলে তার দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।’

ফ্যাসিবাদের অনুপ্রবেশের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে। গুটিকয়েক রাজনৈতিক ষড়যন্ত্রকারীর অপচেষ্টায় বাংলাদেশ ব্যর্থ হতে পারে না।’

সূত্রাপুরে ‘গ্যাসের’ আগুন: দুই ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় অস্ত্রের মুখে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ

জুলাই শহীদদের স্মরণে ৮৬৪ স্থানে হবে ফলক: উপদেষ্টা

দেবিদ্বারে ঘুমের মধ্যে নারীর মাথায় আঘাত করে খুন

মাদ্রাসাছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

ছবি

ভর বর্ষায়ও জল পেল না কংশ নদী, হাওরপাড়ের জনজীবন ব্যাহত

ছবি

শহীদ ওয়াসিম স্মরণে পেকুয়ায় আলোচনা ও দোয়া

দেশের বিভিন্ন স্থানে এনসিপি ও বৈছাআ’র প্রতিবাদ

ছবি

ভেঙে ফেলা বাড়ির সঙ্গে সত্যজিৎ রায়ের পরিবারের কোনো সম্পর্ক নেই

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২১ জন, মৃত্যু ২

জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ ও সংস্কারের ক্রয়পদ্ধতি নিয়ে টিআইবির উদ্বেগ

কাঠগড়ায় দাঁড়িয়ে আসামির আত্মহত্যার চেষ্টা

ছবি

আবু সাঈদ বীর, রংপুরে স্মরণ সভায় আইন উপদেষ্টা

মাথা থেঁতলে হত্যার পেছনে ‘ব্যবসায়িক দ্বন্দ্ব ও ব্যক্তিগত আক্রোশ’ : ডিএমপি কমিশনার

গোপালগঞ্জে হামলা: নিন্দা ও প্রতিবাদ, অবরোধ

ছবি

শামিন মাহফুজ আবারও গ্রেপ্তার, এবার অভিযোগ ‘পাকিস্তানি জঙ্গি যোগ’

ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো ‘নৌকা’ প্রতীক

গোপালগঞ্জে সংঘর্ষে অন্তত চারজন নিহত

ছবি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, ভাঙচুর

ছবি

সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম আট দিনের রিমান্ডে

ছবি

‘জুলাই শহীদ দিবস’ আজ, রাষ্ট্রীয়ভাবে শোক পালন বাংলাদেশে

ছবি

ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

ছবি

শেখ মঈনউদ্দিন এবার রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্বে

ছবি

২০ বছরের পুরনো যানবাহন সরাতে শিগগিরই অভিযান: বিআরটিএ চেয়ারম্যান

ছবি

দুদকের নতুন সচিব খালেদ রহীম

ছবি

‘নৌকা’ মার্কা কাদের জন্য রেখে দিলেন, প্রশ্ন আসিফ মাহমুদের

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

৯৬ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

বাংলা একাডেমি সংস্কার কমিটি থেকে সরে দাঁড়ালেন ব্রাত্য রাইসু

গুলিস্তানে দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে চালকের সহকারী নিহত

আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা

ছবি

সব ঘটনা সাম্প্রদায়িক নয়’—সংখ্যালঘু সহিংসতা নিয়ে পুলিশের ব্যাখ্যা

ভাঙ্গুড়ায় তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

ছবি

শ্রীমঙ্গলে ডিনস্টন সিমেট্রি যেন এক টুকরা স্কটল্যান্ড

বিএসবির বাশারকে আদালত চত্বরে ঘুষি, লাথি, ডিম নিক্ষেপ

tab

জাতীয়

নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার পরিকল্পনা হচ্ছে, অভিযোগ বিএনপির

সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি -সংবাদ

সোমবার, ১৪ জুলাই ২০২৫

মিটফোর্ড হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ এনেছে বিএনপি। দলটি মনে করছে এই ঘটনাকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার পরিকল্পনা চলছে।

সোমবার,(১৪ জুলাই ২০২৫) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এবং নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে মিটফোর্ড হত্যাকাণ্ড ঘটিয়ে রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা হচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে।’ দেশে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডে নাম জড়িয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্র হননের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তার। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, বিএনপি মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য একটি ‘তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই কমিটি মিটফোর্ড এলাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যার অন্তর্নিহিত কারণ অনুসন্ধান করে তা জনসমক্ষে প্রকাশ করবে। দেশে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডে বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘যারা তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারা গণতন্ত্রের শত্রু।’ লন্ডন বৈঠকের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণার পর অনেকের মাথা বিগড়ে গেছে এবং ভোট ঠেকাতে চক্রান্তকারীরা দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, কারও পাতা ফাঁদে পা না দিতে।

গত ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে এলোপাতাড়ি পাথর দিয়ে আঘাত ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম পরদিন কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। একই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলাও দায়ের করে। নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে এবং দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, ‘মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট এবং জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত ও অনিশ্চিত করতে চান এবং প্রকারান্তরে ফ্যাসিবাদ উত্থানের পথ সৃষ্টি করতে চান, তাদের চিহ্নিত করা ও প্রতিহত করার প্রত্যয়ও একইসঙ্গে উচ্চারণ করতে চাই।’ তিনি দৃঢ়ভাবে বলেন, ‘অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না এবং ব্যক্তির অপরাধের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।’ তিনি আরও উল্লেখ করেন, বিকৃত রুচির কিছু গোষ্ঠী তাদের অশ্লীল-কদর্য মানসিকতা কোমলমতি শিশু-কিশোরদের কণ্ঠে প্রতিধ্বনিত করিয়ে আগামী প্রজন্মের মূল্যবোধ ধ্বংস করছে।

বিএনপি মহাসচিব জানান, শত বাধা অতিক্রম করে জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশের মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফেরত দেয়াই তাদের একমাত্র অগ্রাধিকার। তিনি সুপরিকল্পিতভাবে দেশের বৃহত্তম ও জনপ্রিয় দলের বিরুদ্ধে কুৎসা রটনা এবং দলের শীর্ষ নেতার বিরুদ্ধে প্রকাশ্যে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রকারীদের মুখোশ আজ উন্মোচিত।’ তিনি এই অপরাজনীতি প্রতিহত করার ক্ষেত্রে সরকারের উদাসীনতার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ

করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি অবনতির ভয়াবহ পরিণাম সম্পর্কে দায়িত্বশীল সব রাজনৈতিক দল সচেতন হবেন। রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এ জাতীয় কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের পথ বাধাগ্রস্ত হলে তার দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।’

ফ্যাসিবাদের অনুপ্রবেশের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে। গুটিকয়েক রাজনৈতিক ষড়যন্ত্রকারীর অপচেষ্টায় বাংলাদেশ ব্যর্থ হতে পারে না।’

back to top