রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই ভাই সজীব বেপারী এবং রাজীব বেপারীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার,(১৪ জুলাই ২০২৫) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের রিমান্ডের আদেশ দেন।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ওসি পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের কাছে জানতে চান, ‘আইনজীবী আছে কি?’ তখন তারা বলেন, ‘নেই।’ এ সময় রাজীব বেপারী আদালতকে বলেন, ‘সজীব বেপারী আমার বড় ভাই। আমি কিছু করিনি। আমি নির্দোষ।’
পরে আদালত তাদের দুইজনের পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দেয়। এর আগে গতকাল রোববার মধ্যরাতে নেত্রকোণা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
হত্যা মামলায় গ্রেপ্তার রবিন
সোহাগ হত্যা মামলায় তারেক রহমান রবিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার রবিনকে অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে গত শনিবার অস্ত্র মামলায় রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। এরপর তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের কাছে ৩৯ বছর বয়সী ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া, পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে। এখন পর্যন্ত হত্যা মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোহাগ হত্যার ঘটনা তদন্তে বিচারিক কমিশন গঠন চেয়ে রিট কার্যতালিকা থেকে বাদ
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট।
শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ সিদ্ধান্ত দেয়।
লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠন ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত রোববার রিটটি করেছিলেন। রিটটি সোমবার শুনানির জন্য আদালতের কার্যতালিকায় ১২৫ নম্বর ক্রমিকে ওঠে।
আদালতে রিটের পক্ষে আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজে শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী সংবাদমাধ্যমকে বলেন, ‘রিটে যা চাওয়া হয়েছে, তা চলমান প্রক্রিয়া। আদালত শুনে রিটটি তালিকা থেকে ডিলিট (কার্যতালিকা থেকে বাদ) করে দিয়েছেন।’
আইনজীবী ইউনুছ আলী আকন্দ সংবাদমাধ্যমকে বলেন, ‘রিট শুনে আদালত বলেন, প্রক্রিয়া তো চলমান। এরপর ডিলিট করে দেন। এখন অন্য বেঞ্চে রিটটি উপস্থাপন করা হবে।’
গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় লাল চাঁদকে। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে, ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে লাফায় কেউ কেউ।
লাল চাঁদ হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় গত বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। নিহত ব্যক্তির বোন মঞ্জুয়ারা বেগম (৪২) মামলাটি করেন। এতে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫-২০ জনকে। এ ঘটনায় সোমবার পর্যন্ত সাত আসামি গ্রেপ্তার হয়েছেন।
আসামিদের পক্ষে আদালতে দাঁড়াবে না জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে মিটফোর্ড হাসপাতালের সামনে মাথা থেঁতলে হত্যার ঘটনায় করা মামলায়, আসামিদের পক্ষে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট। পাশাপাশি অন্য আইনজীবীদেরও আসামিদের পক্ষে না দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
সোমবার ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের আহ্বায়ক মো. খোরশেদ আলম লিখিত বক্তব্য পড়ে শোনান। এই হত্যাকা-ের নিন্দা জানিয়ে খোরশেদ বলেন, ‘অনতিবিলম্বে সব আসামির দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের কোনো সদস্য সোহাগ হত্যা মামলায় আসামি পক্ষে মামলা পরিচালনা করবে না সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কোনো আইনজীবী যেন আসামিদের পক্ষে না দাঁড়ায় সেই আহবানও জানাচ্ছি।’
মিটফোর্ড হাসপাতালের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে স্পষ্টভাবে সবকিছু দেখার পরও কোনো এক অজ্ঞাত কারণে ‘সমস্ত দায়ভার বিএনপির ওপর চাপানো হচ্ছে’ বলে অভিযোগ করেন তিনি।
খোরশেদ বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অশ্লীল স্লোগান দেয়া হচ্ছে। আমরা মনে করি, ফ্যাসিবাদী শক্তির দোসর এবং অদৃশ্য শক্তি অত্যন্ত সুপরিকল্পিত ভাবে কোনোরকম তদন্ত, অনুসন্ধান ছাড়াই চাঁদাবাজির মতো এক ঘৃণ্য অপবাদ আরোপ করে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে।’
গত বুধবার ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় সোহাগকে। পুলিশ ও স্থানীয়রা বলছেন, ওই হত্যাকাণ্ডে যাদের অংশ নিতে দেখা গেছে এবং নেপথ্যে যাদের নাম আসছে, তারা সবাই পূর্ব পরিচিত। একসময় তাদের কয়েকজন সোহাগের ব্যবসার সহযোগী ছিলেন। ব্যবসা সংক্রান্ত বিরোধে এমন ভয়ংকরভাবে কাউকে হত্যা করা হতে পারে, তা পরিচিতজনদের ধারণারও বাইরে।
এ ঘটনায় তার বড় বোন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ১৯ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। এছাড়া এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠায় ও গ্রেপ্তারের পর বিএনপির তিন অঙ্গ সংগঠনের পাঁচজনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তারা হলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি; স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে ‘স্বেচ্ছাসেবক কালু’ এবং ছাত্রদলের চকবাজার শাখার সদস্য সচিব অপু দাস ও মাহমুদুল হাসান মাহিন।
ফোরামের সদস্য সচিব নিহার হোসেন ফারুকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলমসহ সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক মিলনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সোমবার, ১৪ জুলাই ২০২৫
রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই ভাই সজীব বেপারী এবং রাজীব বেপারীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার,(১৪ জুলাই ২০২৫) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের রিমান্ডের আদেশ দেন।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ওসি পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের কাছে জানতে চান, ‘আইনজীবী আছে কি?’ তখন তারা বলেন, ‘নেই।’ এ সময় রাজীব বেপারী আদালতকে বলেন, ‘সজীব বেপারী আমার বড় ভাই। আমি কিছু করিনি। আমি নির্দোষ।’
পরে আদালত তাদের দুইজনের পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দেয়। এর আগে গতকাল রোববার মধ্যরাতে নেত্রকোণা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
হত্যা মামলায় গ্রেপ্তার রবিন
সোহাগ হত্যা মামলায় তারেক রহমান রবিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার রবিনকে অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে গত শনিবার অস্ত্র মামলায় রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। এরপর তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের কাছে ৩৯ বছর বয়সী ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া, পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে। এখন পর্যন্ত হত্যা মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোহাগ হত্যার ঘটনা তদন্তে বিচারিক কমিশন গঠন চেয়ে রিট কার্যতালিকা থেকে বাদ
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট।
শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ সিদ্ধান্ত দেয়।
লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠন ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত রোববার রিটটি করেছিলেন। রিটটি সোমবার শুনানির জন্য আদালতের কার্যতালিকায় ১২৫ নম্বর ক্রমিকে ওঠে।
আদালতে রিটের পক্ষে আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজে শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী সংবাদমাধ্যমকে বলেন, ‘রিটে যা চাওয়া হয়েছে, তা চলমান প্রক্রিয়া। আদালত শুনে রিটটি তালিকা থেকে ডিলিট (কার্যতালিকা থেকে বাদ) করে দিয়েছেন।’
আইনজীবী ইউনুছ আলী আকন্দ সংবাদমাধ্যমকে বলেন, ‘রিট শুনে আদালত বলেন, প্রক্রিয়া তো চলমান। এরপর ডিলিট করে দেন। এখন অন্য বেঞ্চে রিটটি উপস্থাপন করা হবে।’
গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় লাল চাঁদকে। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে, ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে লাফায় কেউ কেউ।
লাল চাঁদ হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় গত বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। নিহত ব্যক্তির বোন মঞ্জুয়ারা বেগম (৪২) মামলাটি করেন। এতে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫-২০ জনকে। এ ঘটনায় সোমবার পর্যন্ত সাত আসামি গ্রেপ্তার হয়েছেন।
আসামিদের পক্ষে আদালতে দাঁড়াবে না জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে মিটফোর্ড হাসপাতালের সামনে মাথা থেঁতলে হত্যার ঘটনায় করা মামলায়, আসামিদের পক্ষে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট। পাশাপাশি অন্য আইনজীবীদেরও আসামিদের পক্ষে না দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
সোমবার ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের আহ্বায়ক মো. খোরশেদ আলম লিখিত বক্তব্য পড়ে শোনান। এই হত্যাকা-ের নিন্দা জানিয়ে খোরশেদ বলেন, ‘অনতিবিলম্বে সব আসামির দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের কোনো সদস্য সোহাগ হত্যা মামলায় আসামি পক্ষে মামলা পরিচালনা করবে না সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কোনো আইনজীবী যেন আসামিদের পক্ষে না দাঁড়ায় সেই আহবানও জানাচ্ছি।’
মিটফোর্ড হাসপাতালের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে স্পষ্টভাবে সবকিছু দেখার পরও কোনো এক অজ্ঞাত কারণে ‘সমস্ত দায়ভার বিএনপির ওপর চাপানো হচ্ছে’ বলে অভিযোগ করেন তিনি।
খোরশেদ বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অশ্লীল স্লোগান দেয়া হচ্ছে। আমরা মনে করি, ফ্যাসিবাদী শক্তির দোসর এবং অদৃশ্য শক্তি অত্যন্ত সুপরিকল্পিত ভাবে কোনোরকম তদন্ত, অনুসন্ধান ছাড়াই চাঁদাবাজির মতো এক ঘৃণ্য অপবাদ আরোপ করে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে।’
গত বুধবার ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় সোহাগকে। পুলিশ ও স্থানীয়রা বলছেন, ওই হত্যাকাণ্ডে যাদের অংশ নিতে দেখা গেছে এবং নেপথ্যে যাদের নাম আসছে, তারা সবাই পূর্ব পরিচিত। একসময় তাদের কয়েকজন সোহাগের ব্যবসার সহযোগী ছিলেন। ব্যবসা সংক্রান্ত বিরোধে এমন ভয়ংকরভাবে কাউকে হত্যা করা হতে পারে, তা পরিচিতজনদের ধারণারও বাইরে।
এ ঘটনায় তার বড় বোন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ১৯ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। এছাড়া এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠায় ও গ্রেপ্তারের পর বিএনপির তিন অঙ্গ সংগঠনের পাঁচজনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তারা হলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি; স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে ‘স্বেচ্ছাসেবক কালু’ এবং ছাত্রদলের চকবাজার শাখার সদস্য সচিব অপু দাস ও মাহমুদুল হাসান মাহিন।
ফোরামের সদস্য সচিব নিহার হোসেন ফারুকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলমসহ সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক মিলনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।