বরগুনা জেলা নির্বাচন কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভোটার তালিকা, ব্যালট বাক্স, কম্পিউটার, ফ্রিজ, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার,(১৪ জুলাই ২০২৫) সকাল ৭টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে দায়িত্বরত নাইটগার্ড অফিসের পর্দা টানাতে যান। কিছুক্ষণ পর পরিচ্ছন্নতাকর্মী একটি কক্ষ থেকে আগুন ধরার শব্দ (কটকট আওয়াজ) শুনতে পান। তিনি তাৎক্ষণিকভাবে অন্য কর্মচারীদের জানান এবং সবাই মিলে অফিসের হিসাব শাখা কক্ষে আগুন জ্বলতে দেখেন।
পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া
হলে বরগুনা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কক্ষে থাকা ভোটার তালিকা, ব্যালট বাক্স, কম্পিউটার, ফটোকপি মেশিন, একটি ফ্রিজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলপত্র পুড়ে যায়।
বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, সকাল ৭টা ২৬ মিনিটে তারা আগুন লাগার খবর পান। স্টেশন কাছাকাছি থাকায় দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন তারা। আগুন মূলত হিসাব শাখা নামের একটি কক্ষে সীমাবদ্ধ ছিল। পাশে থাকা মূল স্টোরে আগুন ছড়াতে পারেনি, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
তিনি আরও জানান, ঘটনার কারণ প্রাথমিকভাবে জানা না গেলেও এটি দুর্ঘটনা না নাশকতা তা তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এ বিষয়ে বরগুনা জেলা নির্বাচন অফিস থেকে আরও তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে।
সোমবার, ১৪ জুলাই ২০২৫
বরগুনা জেলা নির্বাচন কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভোটার তালিকা, ব্যালট বাক্স, কম্পিউটার, ফ্রিজ, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার,(১৪ জুলাই ২০২৫) সকাল ৭টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে দায়িত্বরত নাইটগার্ড অফিসের পর্দা টানাতে যান। কিছুক্ষণ পর পরিচ্ছন্নতাকর্মী একটি কক্ষ থেকে আগুন ধরার শব্দ (কটকট আওয়াজ) শুনতে পান। তিনি তাৎক্ষণিকভাবে অন্য কর্মচারীদের জানান এবং সবাই মিলে অফিসের হিসাব শাখা কক্ষে আগুন জ্বলতে দেখেন।
পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া
হলে বরগুনা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কক্ষে থাকা ভোটার তালিকা, ব্যালট বাক্স, কম্পিউটার, ফটোকপি মেশিন, একটি ফ্রিজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলপত্র পুড়ে যায়।
বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, সকাল ৭টা ২৬ মিনিটে তারা আগুন লাগার খবর পান। স্টেশন কাছাকাছি থাকায় দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন তারা। আগুন মূলত হিসাব শাখা নামের একটি কক্ষে সীমাবদ্ধ ছিল। পাশে থাকা মূল স্টোরে আগুন ছড়াতে পারেনি, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
তিনি আরও জানান, ঘটনার কারণ প্রাথমিকভাবে জানা না গেলেও এটি দুর্ঘটনা না নাশকতা তা তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এ বিষয়ে বরগুনা জেলা নির্বাচন অফিস থেকে আরও তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে।