২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে আজ বুধবার (১,৬ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে ‘জুলাই শহীদ দিবস’। এই উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে শোক দিবস।
রাষ্ট্রীয় প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দিনটিকে সম্মান জানিয়ে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, “শহীদগণের মাগফেরাতের জন্য দেশের সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে।”
২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়।
বুধবার, ১৬ জুলাই ২০২৫
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে আজ বুধবার (১,৬ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে ‘জুলাই শহীদ দিবস’। এই উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে শোক দিবস।
রাষ্ট্রীয় প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দিনটিকে সম্মান জানিয়ে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, “শহীদগণের মাগফেরাতের জন্য দেশের সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে।”
২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়।