পৃথক দুটি হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে আট দিনের রিমান্ডে দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
আজ বুধবার সকালে এ আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানার রাসেল হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। অপর একটি হত্যা মামলা—রিটন উদ্দিন হত্যায় তাঁকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
জাহাঙ্গীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন এ সময় রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একই সঙ্গে এই দুটি হত্যা মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদনও আদালত মঞ্জুর করেছে।
বুধবার সকাল ৮টার দিকে কারাগার থেকে জাহাঙ্গীর আলম ও কাজী মনিরুল হককে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল ১০টার পর তাঁদের আদালতকক্ষে হাজির করা হয় এবং শুনানি শেষে পুনরায় কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর, গত বছরের ১ অক্টোবর জাহাঙ্গীর আলম এবং চলতি বছরের ২১ এপ্রিল কাজী মনিরুল হক গ্রেপ্তার হন।
বুধবার, ১৬ জুলাই ২০২৫
পৃথক দুটি হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে আট দিনের রিমান্ডে দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
আজ বুধবার সকালে এ আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানার রাসেল হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। অপর একটি হত্যা মামলা—রিটন উদ্দিন হত্যায় তাঁকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
জাহাঙ্গীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন এ সময় রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একই সঙ্গে এই দুটি হত্যা মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদনও আদালত মঞ্জুর করেছে।
বুধবার সকাল ৮টার দিকে কারাগার থেকে জাহাঙ্গীর আলম ও কাজী মনিরুল হককে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল ১০টার পর তাঁদের আদালতকক্ষে হাজির করা হয় এবং শুনানি শেষে পুনরায় কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর, গত বছরের ১ অক্টোবর জাহাঙ্গীর আলম এবং চলতি বছরের ২১ এপ্রিল কাজী মনিরুল হক গ্রেপ্তার হন।