alt

জাতীয়

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা

দেশের বিভিন্ন স্থানে এনসিপি ও বৈছাআ’র প্রতিবাদ

সংবাদ রিপোর্ট : বুধবার, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পথসভায় হামলা এবং কেন্দ্রীয় নেতাদের অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এনসিপির পথসভায় হামলার প্রতিবাদে কুমিল্লা, নারায়ণগঞ্জ, নাটোর, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে।

কুমিল্লা : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পথসভায় হামলা এবং কেন্দ্রীয় নেতাদের অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে কুমিল্লায় মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার(১৬-০৭-২০২৫) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় তারা প্রায় ৪৫ মিনিট ধরে এ অবরোধ কর্মসূচি পালন করে।

অবরোধে অংশ নেয় এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের অনুসারী সাধারণ শিক্ষার্থীরা। তারা ‘বাঁশের লাঠি তৈরি করো, গোপালগঞ্জ স্বাধীন করো’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘গোপালগঞ্জের গোলাপী, আর কতকাল জ্বালাবি’ এমন নানা স্লোগানে বিক্ষোভ জানায়।

পরে কেন্দ্রীয় নির্দেশনা পেয়ে বিকেল পৌনে ৬টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।

এদিকে এ অবরোধের ফলে মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীসাধারণকে চরম ভোগান্তির শিকার হতে হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার সমন্বয়ক সাকিব হোসাইন বলেন, “প্রশাসনের ভেতরে এখনও আওয়ামী স্বৈরাচারের দোসররা সক্রিয় রয়েছে। তাদের মদদেই আজ নাহিদ, হাসনাত, সারজিসদের ওপর হামলা হয়েছে। অনতিবিলম্বে হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে।”

কুমিল্লা মহানগরের সমন্বয়ক আবু রায়হান বলেন, “বাংলার ছাত্র সমাজ এখনও জেগে আছে। গোপালগঞ্জের বর্বরোচিত হামলার প্রতিবাদে ছাত্র সমাজ আবারও কুমিল্লার রাজপথে নেমেছে। আওয়ামী দালালদের প্রতিহত না করা পর্যন্ত ছাত্রসমাজ রাজপথেই থাকবে।”

সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. সেলিম বলেন, “শিক্ষার্থীরা হঠাৎ এসে মহাসড়কে অবরোধ সৃষ্টি করেছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই তারা স্বেচ্ছায় সরে যায়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

ফরিদপুর : জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) নেতৃবৃন্দের ওপর গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা।

বুধবার বিকেলে যশোর- খুলনা-ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে টায়ার জালিয়ে সড়ক অবরোধ করে রেখেছিলেন । এ সময় দুই দিকে শত শত দর পাল্লার যানবাহন আটকা পড়ে। ঘটনাস্থলে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, লোকাল থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা স্থল এসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এছাড়াও গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে ফরিদপুরের এনসিপির নেতাকর্মীরা শহরের জনতা ব্যাংক মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে হামলার নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়।

নারায়ণগঞ্জ : একই ইস্যুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার বিকেল ৫টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা তারা বাঁশ ফেলে ব্যস্ততম এই মহাসড়কটি অবরোধ করে রাখেন। এতে উভয়পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ সময় এনসিপি নেতারা গোপালগঞ্জে হামলার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন।

এনসিপি নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালানো হয়েছে। আমাদের নেতারা এখনও সেখানেই অবরুদ্ধ রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে আমরা অবস্থান নিয়েছি। আমাদের জুলাই অভ্যুত্থানের নেতৃত্বের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। প্রশাসন যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় এবং ফ্যাসিস্টদের বিষয়ে নির্লিপ্ত থাকে, তাহলে ছাত্র-জনতা কাউকে ছাড় দেবে না। গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে কিছু না, এটি কোনো বর্গা দেয়া জমিও নয় একটি মুক্ত ভূ-খ-। একে অবশ্যই ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

জেলার যুগ্ম সমন্বয়কারী ও কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু বলেন, ‘গোপালগঞ্জ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি বাংলাদেশের অংশ। সেখানে এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার দায় প্রশাসন ও অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। বর্তমান অবস্থান শুধু গোপালগঞ্জ নয়, সারাদেশেই বারবার একই চিত্র দেখা যাচ্ছে। এটি অবশ্যই বন্ধ করতে হবে। গোপালগঞ্জে প্রশাসন কীভাবে এমন পরিস্থিতি হতে দিল, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে এত কিছুর পরেও আমরা আমাদের পদযাত্রা সফলভাবে সম্পন্ন করেছি এবং সারাদেশব্যাপী এই পথযাত্রা চলমান থাকবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির যথাযথ তদন্ত জরুরি। কেন এমন পরিস্থিতি তৈরি হলো, তার জবাবদিহিতায় প্রশাসনকে আনা উচিত। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) শওকত আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান, সদস্য সচিব জাবেদ আলমসহ অন্যান্য নেতাকর্মীরা।

নাটোর : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জনসভায় দলটির নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে নাটোরে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এনসিপি।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পৌনে ৭টা পর্যন্ত নাটোর শহরের হরিশপুর বাইপাস এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় এবং যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। ফলে বাইপাস সড়কের দুই পাশে প্রচুর যানবাহন আটকে পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

বিক্ষোভকারীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগ এনে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

এলাকায় দায়িত্বরত পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় ৪৫ মিনিট পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্রাপুরে ‘গ্যাসের’ আগুন: দুই ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় অস্ত্রের মুখে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ

জুলাই শহীদদের স্মরণে ৮৬৪ স্থানে হবে ফলক: উপদেষ্টা

দেবিদ্বারে ঘুমের মধ্যে নারীর মাথায় আঘাত করে খুন

মাদ্রাসাছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

ছবি

ভর বর্ষায়ও জল পেল না কংশ নদী, হাওরপাড়ের জনজীবন ব্যাহত

ছবি

শহীদ ওয়াসিম স্মরণে পেকুয়ায় আলোচনা ও দোয়া

ছবি

ভেঙে ফেলা বাড়ির সঙ্গে সত্যজিৎ রায়ের পরিবারের কোনো সম্পর্ক নেই

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২১ জন, মৃত্যু ২

জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ ও সংস্কারের ক্রয়পদ্ধতি নিয়ে টিআইবির উদ্বেগ

কাঠগড়ায় দাঁড়িয়ে আসামির আত্মহত্যার চেষ্টা

ছবি

আবু সাঈদ বীর, রংপুরে স্মরণ সভায় আইন উপদেষ্টা

মাথা থেঁতলে হত্যার পেছনে ‘ব্যবসায়িক দ্বন্দ্ব ও ব্যক্তিগত আক্রোশ’ : ডিএমপি কমিশনার

গোপালগঞ্জে হামলা: নিন্দা ও প্রতিবাদ, অবরোধ

ছবি

শামিন মাহফুজ আবারও গ্রেপ্তার, এবার অভিযোগ ‘পাকিস্তানি জঙ্গি যোগ’

ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো ‘নৌকা’ প্রতীক

গোপালগঞ্জে সংঘর্ষে অন্তত চারজন নিহত

ছবি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, ভাঙচুর

ছবি

সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম আট দিনের রিমান্ডে

ছবি

‘জুলাই শহীদ দিবস’ আজ, রাষ্ট্রীয়ভাবে শোক পালন বাংলাদেশে

ছবি

ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

ছবি

শেখ মঈনউদ্দিন এবার রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্বে

ছবি

২০ বছরের পুরনো যানবাহন সরাতে শিগগিরই অভিযান: বিআরটিএ চেয়ারম্যান

ছবি

দুদকের নতুন সচিব খালেদ রহীম

ছবি

‘নৌকা’ মার্কা কাদের জন্য রেখে দিলেন, প্রশ্ন আসিফ মাহমুদের

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

৯৬ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

বাংলা একাডেমি সংস্কার কমিটি থেকে সরে দাঁড়ালেন ব্রাত্য রাইসু

গুলিস্তানে দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে চালকের সহকারী নিহত

আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা

ছবি

সব ঘটনা সাম্প্রদায়িক নয়’—সংখ্যালঘু সহিংসতা নিয়ে পুলিশের ব্যাখ্যা

ভাঙ্গুড়ায় তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

ছবি

শ্রীমঙ্গলে ডিনস্টন সিমেট্রি যেন এক টুকরা স্কটল্যান্ড

বিএসবির বাশারকে আদালত চত্বরে ঘুষি, লাথি, ডিম নিক্ষেপ

দুই বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

tab

জাতীয়

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা

দেশের বিভিন্ন স্থানে এনসিপি ও বৈছাআ’র প্রতিবাদ

সংবাদ রিপোর্ট

বুধবার, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পথসভায় হামলা এবং কেন্দ্রীয় নেতাদের অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এনসিপির পথসভায় হামলার প্রতিবাদে কুমিল্লা, নারায়ণগঞ্জ, নাটোর, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে।

কুমিল্লা : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পথসভায় হামলা এবং কেন্দ্রীয় নেতাদের অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে কুমিল্লায় মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার(১৬-০৭-২০২৫) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় তারা প্রায় ৪৫ মিনিট ধরে এ অবরোধ কর্মসূচি পালন করে।

অবরোধে অংশ নেয় এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের অনুসারী সাধারণ শিক্ষার্থীরা। তারা ‘বাঁশের লাঠি তৈরি করো, গোপালগঞ্জ স্বাধীন করো’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘গোপালগঞ্জের গোলাপী, আর কতকাল জ্বালাবি’ এমন নানা স্লোগানে বিক্ষোভ জানায়।

পরে কেন্দ্রীয় নির্দেশনা পেয়ে বিকেল পৌনে ৬টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।

এদিকে এ অবরোধের ফলে মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীসাধারণকে চরম ভোগান্তির শিকার হতে হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার সমন্বয়ক সাকিব হোসাইন বলেন, “প্রশাসনের ভেতরে এখনও আওয়ামী স্বৈরাচারের দোসররা সক্রিয় রয়েছে। তাদের মদদেই আজ নাহিদ, হাসনাত, সারজিসদের ওপর হামলা হয়েছে। অনতিবিলম্বে হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে।”

কুমিল্লা মহানগরের সমন্বয়ক আবু রায়হান বলেন, “বাংলার ছাত্র সমাজ এখনও জেগে আছে। গোপালগঞ্জের বর্বরোচিত হামলার প্রতিবাদে ছাত্র সমাজ আবারও কুমিল্লার রাজপথে নেমেছে। আওয়ামী দালালদের প্রতিহত না করা পর্যন্ত ছাত্রসমাজ রাজপথেই থাকবে।”

সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. সেলিম বলেন, “শিক্ষার্থীরা হঠাৎ এসে মহাসড়কে অবরোধ সৃষ্টি করেছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই তারা স্বেচ্ছায় সরে যায়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

ফরিদপুর : জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) নেতৃবৃন্দের ওপর গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা।

বুধবার বিকেলে যশোর- খুলনা-ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে টায়ার জালিয়ে সড়ক অবরোধ করে রেখেছিলেন । এ সময় দুই দিকে শত শত দর পাল্লার যানবাহন আটকা পড়ে। ঘটনাস্থলে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, লোকাল থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা স্থল এসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এছাড়াও গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে ফরিদপুরের এনসিপির নেতাকর্মীরা শহরের জনতা ব্যাংক মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে হামলার নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়।

নারায়ণগঞ্জ : একই ইস্যুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার বিকেল ৫টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা তারা বাঁশ ফেলে ব্যস্ততম এই মহাসড়কটি অবরোধ করে রাখেন। এতে উভয়পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ সময় এনসিপি নেতারা গোপালগঞ্জে হামলার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন।

এনসিপি নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালানো হয়েছে। আমাদের নেতারা এখনও সেখানেই অবরুদ্ধ রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে আমরা অবস্থান নিয়েছি। আমাদের জুলাই অভ্যুত্থানের নেতৃত্বের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। প্রশাসন যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় এবং ফ্যাসিস্টদের বিষয়ে নির্লিপ্ত থাকে, তাহলে ছাত্র-জনতা কাউকে ছাড় দেবে না। গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে কিছু না, এটি কোনো বর্গা দেয়া জমিও নয় একটি মুক্ত ভূ-খ-। একে অবশ্যই ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

জেলার যুগ্ম সমন্বয়কারী ও কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু বলেন, ‘গোপালগঞ্জ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি বাংলাদেশের অংশ। সেখানে এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার দায় প্রশাসন ও অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। বর্তমান অবস্থান শুধু গোপালগঞ্জ নয়, সারাদেশেই বারবার একই চিত্র দেখা যাচ্ছে। এটি অবশ্যই বন্ধ করতে হবে। গোপালগঞ্জে প্রশাসন কীভাবে এমন পরিস্থিতি হতে দিল, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে এত কিছুর পরেও আমরা আমাদের পদযাত্রা সফলভাবে সম্পন্ন করেছি এবং সারাদেশব্যাপী এই পথযাত্রা চলমান থাকবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির যথাযথ তদন্ত জরুরি। কেন এমন পরিস্থিতি তৈরি হলো, তার জবাবদিহিতায় প্রশাসনকে আনা উচিত। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) শওকত আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান, সদস্য সচিব জাবেদ আলমসহ অন্যান্য নেতাকর্মীরা।

নাটোর : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জনসভায় দলটির নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে নাটোরে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এনসিপি।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পৌনে ৭টা পর্যন্ত নাটোর শহরের হরিশপুর বাইপাস এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় এবং যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। ফলে বাইপাস সড়কের দুই পাশে প্রচুর যানবাহন আটকে পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

বিক্ষোভকারীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগ এনে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

এলাকায় দায়িত্বরত পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় ৪৫ মিনিট পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

back to top