ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হলো উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি, বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক বদিউর রহমানকে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন সাংস্কৃতিক, রাজনৈতিক ও প্রগতিশীল অঙ্গনের প্রতিনিধিরা।
এরপর দুপুরে তার মরদেহ বরিশালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানে উদীচী জেলা কার্যালয় ও বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। পরে বরিশালে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হবে।
বুধবার গভীর রাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে মারা যান ৭৮ বছর বয়সী বদিউর রহমান। তার মৃত্যুতে উদীচীসহ সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এতে শ্রদ্ধা জানায় উদীচী কেন্দ্রীয় সংসদ, ছায়ানট, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, খেলাঘর আসর, চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ প্রগতিশীল সংগঠনগুলো। শ্রদ্ধা জানান সিপিবি সভাপতি শাহ আলম, অধ্যাপক এম এম আকাশ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকসহ অনেকে।
এ সময় উদীচীর শিল্পীরা পরিবেশন করেন সংগঠন সংগীত ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’। শেষে গাওয়া হয় ‘কমিউনিস্ট ইন্টারন্যাশনাল’।
১৯৪৭ সালে বরিশালে জন্ম নেওয়া বদিউর রহমান ১৯৭১ সালে শিক্ষকতা ছেড়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। পরবর্তীতে তিনি ছিলেন দীর্ঘদিন উদীচীর সহ-সভাপতি এবং ২০২২ ও ২০২৫ সালের জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন।
তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে— সাহিত্য স্বরূপ, ছন্দ অলঙ্কার রসতত্ত্ব, রবীন্দ্রজীবনের আশি বছর, সাহিত্য-সংজ্ঞা অভিধান, বাংলার চারণ মুকুন্দ দাস ইত্যাদি। এছাড়া তিনি অনুবাদ করেন এরিস্টটলের পোয়েটিকস, হোরেসের আর্স পোয়েটিকা, দ্য প্রিন্স, দ্য প্রফেট সহ আরও অনেক গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম।
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হলো উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি, বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক বদিউর রহমানকে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন সাংস্কৃতিক, রাজনৈতিক ও প্রগতিশীল অঙ্গনের প্রতিনিধিরা।
এরপর দুপুরে তার মরদেহ বরিশালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানে উদীচী জেলা কার্যালয় ও বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। পরে বরিশালে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হবে।
বুধবার গভীর রাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে মারা যান ৭৮ বছর বয়সী বদিউর রহমান। তার মৃত্যুতে উদীচীসহ সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এতে শ্রদ্ধা জানায় উদীচী কেন্দ্রীয় সংসদ, ছায়ানট, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, খেলাঘর আসর, চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ প্রগতিশীল সংগঠনগুলো। শ্রদ্ধা জানান সিপিবি সভাপতি শাহ আলম, অধ্যাপক এম এম আকাশ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকসহ অনেকে।
এ সময় উদীচীর শিল্পীরা পরিবেশন করেন সংগঠন সংগীত ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’। শেষে গাওয়া হয় ‘কমিউনিস্ট ইন্টারন্যাশনাল’।
১৯৪৭ সালে বরিশালে জন্ম নেওয়া বদিউর রহমান ১৯৭১ সালে শিক্ষকতা ছেড়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। পরবর্তীতে তিনি ছিলেন দীর্ঘদিন উদীচীর সহ-সভাপতি এবং ২০২২ ও ২০২৫ সালের জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন।
তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে— সাহিত্য স্বরূপ, ছন্দ অলঙ্কার রসতত্ত্ব, রবীন্দ্রজীবনের আশি বছর, সাহিত্য-সংজ্ঞা অভিধান, বাংলার চারণ মুকুন্দ দাস ইত্যাদি। এছাড়া তিনি অনুবাদ করেন এরিস্টটলের পোয়েটিকস, হোরেসের আর্স পোয়েটিকা, দ্য প্রিন্স, দ্য প্রফেট সহ আরও অনেক গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম।