চলতি বছরের জুন মাসে দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ২৫১টি ঘটনায় অধিকাংশ ভুক্তভোগীই ১৮ বছরের নিচে। যার মধ্যে যৌন নিপীড়ন ও প্রাণঘাতী সহিংসতা শীর্ষে রয়েছে। আর জুন মাসেও সহিংসতার সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম।
ডেটাভিত্তিক কনটেন্ট সাইট ডেটাফুল গতকাল (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে ডেটাফুল।
ডেটাফুল বলছে, জুনে সহিংসতার সংখ্যা মে মাসের তুলনায় ৬৬টি কম ঘটেছে। তবে মে মাসের মতো জুনেও সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছে ১৮ বছরের কম বয়সী নারী ও কন্যাশিশুরা। ‘ভাওট্র্যাকার ডটকম’ নামের ওয়েবসাইটে এসব তথ্য সংরক্ষিত হচ্ছে, যা যৌথভাবে পরিচালনা করছে ডেটাফুল, সংবাদ, সুপ্রভাত বাংলাদেশ ও উৎস।
বয়সভিত্তিক ভুক্তভোগীদের সংখ্যা
১২ বছরের নিচে ৩৫ জন, ১২-১৫ বছরের মধ্যে ৩৮ জন, ১৬-১৮ বছরের মধ্যে ১৭ জন, ১৯-২৫ বছরের মধ্যে ২৯ জন, ২৬-৩৫ বছরের মধ্যে ৩৫ জন এবং ৩৬ বছরের বেশি ৩৮ জন।
অভিযুক্তদের বয়স ও আইনি ব্যবস্থা
জুনে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতায় জড়িত ছিলেন মোট ২৫১ জন। এদের মধ্যে ১১৩ জনের বয়স জানা গেছে, যার মধ্যে ৭৫ জনের বয়স ১৮-৩৫ বছরের মধ্যে। গ্রেফতার করা হয়েছে মোট ১৪৬ জনকে।
আইনগত পদক্ষেপের অগ্রগতি
২৫১টি ঘটনার মধ্যে মামলা হয়েছে ১২০টি ঘটনার। এরমধ্যে তদন্ত চলমান ৬৪টি, আইনি প্রক্রিয়াধীন ৪৫টি এবং মামলা হয়নি ১০টি, আইনি অগ্রগতির তথ্য নেই ১২টির।
সহিংসতা বেশি যেসব জেলায়
ডেটাফুল জানিয়েছে, জুন মাসেও সহিংসতার সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম। এ ছাড়া বগুড়া, লক্ষ্মীপুর (৮টি), গাজীপুর, মৌলভীবাজার, রাজশাহী (৭টি করে), যশোর ও নারায়ণগঞ্জ (৬টি করে) উল্লেখযোগ্য।
৫টি করে সহিংসতা ঘটেছে বরিশাল, কক্সবাজার, গাইবান্ধা, খুলনা, কুষ্টিয়া, রাজবাড়ী ও সুনামগঞ্জে। ৪টি করে ঘটনা হয়েছে হবিগঞ্জ, কুড়িগ্রাম, পিরোজপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে।
ধর্ষণকেন্দ্রিক সহিংসতা
জুন মাসে ধর্ষণ এবং দলবদ্ধ ধর্ষণসহ ধর্ষণকেন্দ্রিক সহিংসতার ঘটনা ঘটেছে ৭৬টি, যার বেশিরভাগ ঢাকায়। এর বাইরে চট্টগ্রাম, কুমিল্লা,
নারায়ণগঞ্জ, রাজশাহী, সুনামগঞ্জ ও সিলেট উল্লেখযোগ্যভাবে এই তালিকায় রয়েছে। ১২ জেলায় দুটি করে এবং আরও ২০ জেলায় একটি করে ধর্ষণের ঘটনা ঘটেছে।
আর জুনে ৮টি যৌন হয়রানির ঘটনা রেকর্ড হয়েছে।
শারীরিক সহিংসতা
জুনে শারীরিক সহিংসতার ঘটনা ঘটেছে ২০টি, যা ১৬টি জেলায় ছড়িয়ে আছে। বগুড়ায় সবচেয়ে বেশি তিনটি, ঢাকা ও বরিশালে দুটি করে এবং চট্টগ্রাম, ফেনী, খুলনা, কুষ্টিয়া, ঝালকাঠি, নওগাঁ, নোয়াখালীসহ অন্যান্য জেলায় একটি করে ঘটনা রেকর্ড হয়েছে।
এছাড়া, এই জুনে দেশের বিভিন্ন জায়গায় মোট ৩২ জন নারী আত্মহত্যা করেছেন। এর মধ্যে চারটি ঘটনা ঘটেছে ঢাকায়। এরপর পটুয়াখালীতে তিনটি।
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
চলতি বছরের জুন মাসে দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ২৫১টি ঘটনায় অধিকাংশ ভুক্তভোগীই ১৮ বছরের নিচে। যার মধ্যে যৌন নিপীড়ন ও প্রাণঘাতী সহিংসতা শীর্ষে রয়েছে। আর জুন মাসেও সহিংসতার সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম।
ডেটাভিত্তিক কনটেন্ট সাইট ডেটাফুল গতকাল (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে ডেটাফুল।
ডেটাফুল বলছে, জুনে সহিংসতার সংখ্যা মে মাসের তুলনায় ৬৬টি কম ঘটেছে। তবে মে মাসের মতো জুনেও সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছে ১৮ বছরের কম বয়সী নারী ও কন্যাশিশুরা। ‘ভাওট্র্যাকার ডটকম’ নামের ওয়েবসাইটে এসব তথ্য সংরক্ষিত হচ্ছে, যা যৌথভাবে পরিচালনা করছে ডেটাফুল, সংবাদ, সুপ্রভাত বাংলাদেশ ও উৎস।
বয়সভিত্তিক ভুক্তভোগীদের সংখ্যা
১২ বছরের নিচে ৩৫ জন, ১২-১৫ বছরের মধ্যে ৩৮ জন, ১৬-১৮ বছরের মধ্যে ১৭ জন, ১৯-২৫ বছরের মধ্যে ২৯ জন, ২৬-৩৫ বছরের মধ্যে ৩৫ জন এবং ৩৬ বছরের বেশি ৩৮ জন।
অভিযুক্তদের বয়স ও আইনি ব্যবস্থা
জুনে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতায় জড়িত ছিলেন মোট ২৫১ জন। এদের মধ্যে ১১৩ জনের বয়স জানা গেছে, যার মধ্যে ৭৫ জনের বয়স ১৮-৩৫ বছরের মধ্যে। গ্রেফতার করা হয়েছে মোট ১৪৬ জনকে।
আইনগত পদক্ষেপের অগ্রগতি
২৫১টি ঘটনার মধ্যে মামলা হয়েছে ১২০টি ঘটনার। এরমধ্যে তদন্ত চলমান ৬৪টি, আইনি প্রক্রিয়াধীন ৪৫টি এবং মামলা হয়নি ১০টি, আইনি অগ্রগতির তথ্য নেই ১২টির।
সহিংসতা বেশি যেসব জেলায়
ডেটাফুল জানিয়েছে, জুন মাসেও সহিংসতার সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম। এ ছাড়া বগুড়া, লক্ষ্মীপুর (৮টি), গাজীপুর, মৌলভীবাজার, রাজশাহী (৭টি করে), যশোর ও নারায়ণগঞ্জ (৬টি করে) উল্লেখযোগ্য।
৫টি করে সহিংসতা ঘটেছে বরিশাল, কক্সবাজার, গাইবান্ধা, খুলনা, কুষ্টিয়া, রাজবাড়ী ও সুনামগঞ্জে। ৪টি করে ঘটনা হয়েছে হবিগঞ্জ, কুড়িগ্রাম, পিরোজপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে।
ধর্ষণকেন্দ্রিক সহিংসতা
জুন মাসে ধর্ষণ এবং দলবদ্ধ ধর্ষণসহ ধর্ষণকেন্দ্রিক সহিংসতার ঘটনা ঘটেছে ৭৬টি, যার বেশিরভাগ ঢাকায়। এর বাইরে চট্টগ্রাম, কুমিল্লা,
নারায়ণগঞ্জ, রাজশাহী, সুনামগঞ্জ ও সিলেট উল্লেখযোগ্যভাবে এই তালিকায় রয়েছে। ১২ জেলায় দুটি করে এবং আরও ২০ জেলায় একটি করে ধর্ষণের ঘটনা ঘটেছে।
আর জুনে ৮টি যৌন হয়রানির ঘটনা রেকর্ড হয়েছে।
শারীরিক সহিংসতা
জুনে শারীরিক সহিংসতার ঘটনা ঘটেছে ২০টি, যা ১৬টি জেলায় ছড়িয়ে আছে। বগুড়ায় সবচেয়ে বেশি তিনটি, ঢাকা ও বরিশালে দুটি করে এবং চট্টগ্রাম, ফেনী, খুলনা, কুষ্টিয়া, ঝালকাঠি, নওগাঁ, নোয়াখালীসহ অন্যান্য জেলায় একটি করে ঘটনা রেকর্ড হয়েছে।
এছাড়া, এই জুনে দেশের বিভিন্ন জায়গায় মোট ৩২ জন নারী আত্মহত্যা করেছেন। এর মধ্যে চারটি ঘটনা ঘটেছে ঢাকায়। এরপর পটুয়াখালীতে তিনটি।