অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের রোডম্যাপ এবং প্রস্তাবিত নির্বাচন পদ্ধতি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন বিএনপির নেতারা।
নির্বাচন পদ্ধতি ও
গণতন্ত্রের ভবিষ্যৎ
নিয়ে উদ্বেগ
ষড়যন্ত্রের বিরুদ্ধে
ঐক্যের ডাক ও
সরকারকে হুঁশিয়ারি
তারা জাতীয় নির্বাচনের আগে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রবর্তন বা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনকে ‘অসৎ উদ্দেশ্য’ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথ বিলম্বিত করার ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। দলটির সিনিয়র নেতারা ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তাদের অভিযোগ, ঐক্য বিনষ্ট হওয়ার কিছু আলামত ইতোমধ্যে দৃশ্যমান হচ্ছে। চলতি মাসের মধ্যে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা না হলে অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশন দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শুক্রবার,(১৮ জুলাই ২০২৫) রাজধানীতে পৃথক কর্মসূচিতে দলটির সিনিয়র নেতারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবেই দেখছেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনসহ আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিও মেনে নেবেন না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিএনপি নেতারা।
ঢাকার মিরপুরে জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মৌন মিছিলের আগে এক সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবেই মনে করে, যার একমাত্র সাংবিধানিক দায়িত্ব তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন উপহার দেয়া।’ তিনি বলেন, ‘যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টির মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চায়, অথবা অনিশ্চিত করতে চায়, তারাই বক্তব্য দিচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে।’ সালাহউদ্দিনের মতে, এই সরকারের বা নির্বাচন কমিশনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের কোনো ম্যান্ডেট নেই।
জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘গণতন্ত্রের লড়াই জাতীয় নির্বাচনের জন্য। স্থানীয় সরকারের নির্বাচনের জন্য গণতন্ত্রের লড়াই হয় না।’ তিনি বলেন, ‘পিআর পদ্ধতি বাংলাদেশে ৫৪ বছর কেন, ১৫৪ বছরেও কোনো প্র্যাকটিস হয় নাই। আজকে কেন এই সমস্ত কথা বলে বিবাদ-দ্বন্দ্ব সৃষ্টি করছেন?’ তার মতে, যারা এসব কথা বলছেন তারা গণতন্ত্রকে প্রলম্বিত করতে চান।
জাহিদ হোসেন গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, ‘ঐক্য বিনষ্ট করলে কী হয় সেটি সত্যিকার অর্থে কিছু আলামত পাওয়া যাচ্ছে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘জুলাই আন্দোলনে সবাই এক কাতারে থাকলেও প্রধান উপদেষ্টা যখন বলেন শুধু ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে, তখন থেকেই বিভক্তি শুরু হয়, কারণ আন্দোলনে থাকা রাজনীতিবিদ ও পেশাজীবীরা নিজেদের ছোট মনে করেছেন।’
জাহিদ আরও বলেন, ‘আমাদের ভেতরে যারা আজকে গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, সেই ষড়যন্ত্রকারীরাও ঘাপটি মেরে আছে। তাদের চরিত্র উন্মোচন করা আমাদের দায়িত্ব।’ তিনি সবাইকে ধৈর্য ধরার এবং ষড়যন্ত্রকারীদের উস্কানিতে পা না দেয়ার আহ্বান জানান। জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মরণে
ঢাকা দক্ষিণ বিএনপির মৌন মিছিলপূর্ব সমাবেশে সরকারের ভূমিকার সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পল্টনে আয়োজিত ওই অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, ‘সরকারকে বলি, বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করবেন না। নির্বাচন না দিলে ভাববো, আপনারা দেশকে অশান্ত করার চেষ্টা করছেন।’ তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয়, তবে তাদের মাইনাস করে কাউকে ক্ষমতায় যেতে দেয়া হবে না।’
জাহিদ হোসেন দেশের বিভিন্ন স্থানে ‘মবক্রেসি’ বা ‘মবজাস্টিস’ এর ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘সেনাবাহিনী মাঠে থাকার পরও গোপালগঞ্জের ভায়োলেন্সের ঘটনা মোকাবিলায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী নিদারুণভাবে ব্যর্থ হয়েছে।’ দেশের অন্য সবখানে শান্তিপূর্ণ কর্মসূচি হলেও শুধু গোপালগঞ্জে কেন এমন ঘটনা ঘটছে, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন তিনি।
প্রতিটি কর্মসূচিই ছিল গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিকে কেন্দ্র করে। মিরপুরের পল্লবী থেকে একটি মৌন মিছিল বের হয় এবং জাতীয় প্রেসক্লাবের সমাবেশের পরেও একটি মৌন মিছিল কদম ফোয়ারা চত্বর প্রদক্ষিণ করে।
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের রোডম্যাপ এবং প্রস্তাবিত নির্বাচন পদ্ধতি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন বিএনপির নেতারা।
নির্বাচন পদ্ধতি ও
গণতন্ত্রের ভবিষ্যৎ
নিয়ে উদ্বেগ
ষড়যন্ত্রের বিরুদ্ধে
ঐক্যের ডাক ও
সরকারকে হুঁশিয়ারি
তারা জাতীয় নির্বাচনের আগে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রবর্তন বা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনকে ‘অসৎ উদ্দেশ্য’ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথ বিলম্বিত করার ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। দলটির সিনিয়র নেতারা ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তাদের অভিযোগ, ঐক্য বিনষ্ট হওয়ার কিছু আলামত ইতোমধ্যে দৃশ্যমান হচ্ছে। চলতি মাসের মধ্যে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা না হলে অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশন দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শুক্রবার,(১৮ জুলাই ২০২৫) রাজধানীতে পৃথক কর্মসূচিতে দলটির সিনিয়র নেতারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবেই দেখছেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনসহ আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিও মেনে নেবেন না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিএনপি নেতারা।
ঢাকার মিরপুরে জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মৌন মিছিলের আগে এক সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবেই মনে করে, যার একমাত্র সাংবিধানিক দায়িত্ব তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন উপহার দেয়া।’ তিনি বলেন, ‘যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টির মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চায়, অথবা অনিশ্চিত করতে চায়, তারাই বক্তব্য দিচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে।’ সালাহউদ্দিনের মতে, এই সরকারের বা নির্বাচন কমিশনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের কোনো ম্যান্ডেট নেই।
জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘গণতন্ত্রের লড়াই জাতীয় নির্বাচনের জন্য। স্থানীয় সরকারের নির্বাচনের জন্য গণতন্ত্রের লড়াই হয় না।’ তিনি বলেন, ‘পিআর পদ্ধতি বাংলাদেশে ৫৪ বছর কেন, ১৫৪ বছরেও কোনো প্র্যাকটিস হয় নাই। আজকে কেন এই সমস্ত কথা বলে বিবাদ-দ্বন্দ্ব সৃষ্টি করছেন?’ তার মতে, যারা এসব কথা বলছেন তারা গণতন্ত্রকে প্রলম্বিত করতে চান।
জাহিদ হোসেন গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, ‘ঐক্য বিনষ্ট করলে কী হয় সেটি সত্যিকার অর্থে কিছু আলামত পাওয়া যাচ্ছে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘জুলাই আন্দোলনে সবাই এক কাতারে থাকলেও প্রধান উপদেষ্টা যখন বলেন শুধু ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে, তখন থেকেই বিভক্তি শুরু হয়, কারণ আন্দোলনে থাকা রাজনীতিবিদ ও পেশাজীবীরা নিজেদের ছোট মনে করেছেন।’
জাহিদ আরও বলেন, ‘আমাদের ভেতরে যারা আজকে গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, সেই ষড়যন্ত্রকারীরাও ঘাপটি মেরে আছে। তাদের চরিত্র উন্মোচন করা আমাদের দায়িত্ব।’ তিনি সবাইকে ধৈর্য ধরার এবং ষড়যন্ত্রকারীদের উস্কানিতে পা না দেয়ার আহ্বান জানান। জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মরণে
ঢাকা দক্ষিণ বিএনপির মৌন মিছিলপূর্ব সমাবেশে সরকারের ভূমিকার সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পল্টনে আয়োজিত ওই অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, ‘সরকারকে বলি, বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করবেন না। নির্বাচন না দিলে ভাববো, আপনারা দেশকে অশান্ত করার চেষ্টা করছেন।’ তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয়, তবে তাদের মাইনাস করে কাউকে ক্ষমতায় যেতে দেয়া হবে না।’
জাহিদ হোসেন দেশের বিভিন্ন স্থানে ‘মবক্রেসি’ বা ‘মবজাস্টিস’ এর ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘সেনাবাহিনী মাঠে থাকার পরও গোপালগঞ্জের ভায়োলেন্সের ঘটনা মোকাবিলায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী নিদারুণভাবে ব্যর্থ হয়েছে।’ দেশের অন্য সবখানে শান্তিপূর্ণ কর্মসূচি হলেও শুধু গোপালগঞ্জে কেন এমন ঘটনা ঘটছে, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন তিনি।
প্রতিটি কর্মসূচিই ছিল গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিকে কেন্দ্র করে। মিরপুরের পল্লবী থেকে একটি মৌন মিছিল বের হয় এবং জাতীয় প্রেসক্লাবের সমাবেশের পরেও একটি মৌন মিছিল কদম ফোয়ারা চত্বর প্রদক্ষিণ করে।