চলতি মাসের প্রথম সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে মানভেদে কাঁচামরিচ বিক্রি হয়েছিল কেজি ৮০ থেকে ১২০ টাকায়। গত সপ্তাহে পণ্যটির দাম কয়েকগুণ বেড়ে বিক্রি হয় ৩২০ থেকে ৪০০ টাকায়। সপ্তাহের ব্যবধানে কেজিতে দেড়শ’ টাকা কমে শুক্রবার,(১৮ জুলাই ২০২৫) কাঁচামরিচ বিক্রি হয়েছে কেজি ২৪০ থেকে ২৬০ টাকায়। রান্নায় ব্যবহৃত অতি প্রয়োজনীয় এই পণ্যটির দাম বাড়তে বলে জানান খুচরা ব্যবসায়ীরা।
রাজধানী শ্যামলী কাঁচাবাজারের সবজি বিক্রেতা মামুন সংবাদকে বলেন, ‘বেশরিভাগ সবজির কেজি ৮০ টাকা। কাঁচামরিচের দাম আরও বাড়বো।’
এ সপ্তাহে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। গত সপ্তাহে যা বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকায়। বাড়তি দামেই বিক্রি প্রায় সব সবজি। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকার মধ্যে। শতটাকার ওপর বিক্রি হচ্ছে শসা-টমেটো-গাঁজর।এসব সবিজ বিক্রি হচ্ছে কেজি ১৪০ থেকে ১৬০ টাকায়।
কিছুটা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৫০ থেকে ৬০ টাকায়। এছাড়া আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সরু, মাঝারি ও মোটা সব ধরনের চাল, গরু-খাসি-ছাগলের মাংস, ভোজ্যতেলসহ প্রায় সব নিত্যপণ্য।
চালের দাম নিয়ে কথা হয় রাজধানী কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ী মান্নন তালুক দারের সঙ্গে। তিনি সংবাদকে বলেন, ‘যেটা বাড়ছে তো বাড়ছেই ।
এই দেশে কোনো কিছুর দাম কমে? ইমপোর্টে চাল আসলে দাম কমবে। আমরা যেখন যেমন কিনি তখন তেমন বেচি।’
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
চলতি মাসের প্রথম সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে মানভেদে কাঁচামরিচ বিক্রি হয়েছিল কেজি ৮০ থেকে ১২০ টাকায়। গত সপ্তাহে পণ্যটির দাম কয়েকগুণ বেড়ে বিক্রি হয় ৩২০ থেকে ৪০০ টাকায়। সপ্তাহের ব্যবধানে কেজিতে দেড়শ’ টাকা কমে শুক্রবার,(১৮ জুলাই ২০২৫) কাঁচামরিচ বিক্রি হয়েছে কেজি ২৪০ থেকে ২৬০ টাকায়। রান্নায় ব্যবহৃত অতি প্রয়োজনীয় এই পণ্যটির দাম বাড়তে বলে জানান খুচরা ব্যবসায়ীরা।
রাজধানী শ্যামলী কাঁচাবাজারের সবজি বিক্রেতা মামুন সংবাদকে বলেন, ‘বেশরিভাগ সবজির কেজি ৮০ টাকা। কাঁচামরিচের দাম আরও বাড়বো।’
এ সপ্তাহে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। গত সপ্তাহে যা বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকায়। বাড়তি দামেই বিক্রি প্রায় সব সবজি। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকার মধ্যে। শতটাকার ওপর বিক্রি হচ্ছে শসা-টমেটো-গাঁজর।এসব সবিজ বিক্রি হচ্ছে কেজি ১৪০ থেকে ১৬০ টাকায়।
কিছুটা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৫০ থেকে ৬০ টাকায়। এছাড়া আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সরু, মাঝারি ও মোটা সব ধরনের চাল, গরু-খাসি-ছাগলের মাংস, ভোজ্যতেলসহ প্রায় সব নিত্যপণ্য।
চালের দাম নিয়ে কথা হয় রাজধানী কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ী মান্নন তালুক দারের সঙ্গে। তিনি সংবাদকে বলেন, ‘যেটা বাড়ছে তো বাড়ছেই ।
এই দেশে কোনো কিছুর দাম কমে? ইমপোর্টে চাল আসলে দাম কমবে। আমরা যেখন যেমন কিনি তখন তেমন বেচি।’