সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪ জন। এ নিয়ে এডিস মশাবাহিত রোগটিতে চলতি বছরের এখন পর্যন্ত ৬১ জনের প্রাণ গেল, আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়ালো ১৬ হাজার ৩৯৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবার,(১৮ জুলাই ২০২৫) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২৯ জন, ঢাকা বিভাগে ৩১ জন, বরিশাল বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন ভর্তি হয়েছেন।
এ বছর জুন মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। তার আগে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন মারা যায়। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। আর ১৮ জুলাই পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের।
মাসিক হিসাবে চলতি জুলাইয়ের ১৮ দিনেই সর্বোচ্চ ৬ হাজার ৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এর আগে জুন মাসে ৫ হাজার ৯৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২১৭ জন।
তার মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৩০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮৮৭ জন। দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪ জন। এ নিয়ে এডিস মশাবাহিত রোগটিতে চলতি বছরের এখন পর্যন্ত ৬১ জনের প্রাণ গেল, আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়ালো ১৬ হাজার ৩৯৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবার,(১৮ জুলাই ২০২৫) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২৯ জন, ঢাকা বিভাগে ৩১ জন, বরিশাল বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন ভর্তি হয়েছেন।
এ বছর জুন মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। তার আগে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন মারা যায়। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। আর ১৮ জুলাই পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের।
মাসিক হিসাবে চলতি জুলাইয়ের ১৮ দিনেই সর্বোচ্চ ৬ হাজার ৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এর আগে জুন মাসে ৫ হাজার ৯৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২১৭ জন।
তার মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৩০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮৮৭ জন। দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।