রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের কিছু আগে ২১তলা ভবনটির ৮ম তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন ১১টা ৪৭ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর এখন পর্যন্ত জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা আনোয়ার বিন সাত্তার বলেন, ভবনের ২১ তলায় আগুন লাখার খবর তারা পান রাত ১০ টা ৪০ মিনিটে। ১১ মিনিটের মধ্যে তাদের কর্মীরা গিয়ে ১০টা ৫১ মিনিটে কাজ শুরু করে। সেনা কল্যাণ সংস্থার সুউচ্চ বাণিজ্যিক ভবনটিতে বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের অফিস রয়েছে।
জানা গেছে, ২১ তলা এ ভবনের ৮ম তলায় প্রাইম গ্রুপের প্রাইম টেক্সটাইলের অফিসে লেগেছিল আগুন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর রাত সাড়ে ১১টায় ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক সালেহ উদ্দিন জানান, তাদের কর্মীরা ওই অফিসে ঢুকে প্রিন্টার ও এর পাশে থাকা কাগজে আগুন দেখতে পান। ভবনটিতে দভেন্টিলেশন ব্যবস্থা না থাকায়’ পুরো ভবনে ধোঁয়ার কুন্ডলি ছড়িয়ে পড়ে। রাত ১১টা ৪৭ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’
তিনি বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ ভবন হওয়ায় তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার শাখার চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নির্ণয় করা সম্ভব হয়নি। একটি তদন্ত কমিটি গঠন করা হবে, যারা দেখবেন কী কারণে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে।’
সেনা কল্যাণ ভবনের বিভিন্ন তলায় ভাড়া নিয়ে বাংলাদেশ ব্যাংকের একাধিক দপ্তর রয়েছে। এরমধ্যে ৮ম তলার উত্তর পাশে ডিপোজিট ইন্স্যুরেন্স বিভাগ। এর দক্ষিণ পাশে প্রাইম গ্রুপের অফিস থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওই ভবনের ৭ তলায় থাকা বেসিক ব্যাংকের কর্মী আব্দুর রহিম বলেন, ‘অফিসে কাজ করার সময় আগুনের খবর শুনি। ভবনের ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। ৮ তলায় গিয়ে দেখি প্রাইম গ্রুপে আগুন লেগেছে। সহকর্মী রোকন মাহমুদ ফায়ার সার্ভিসে ফোন দিয়ে আগুন লাগার কথা জানান।’ পরে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি ব্রিফিংয়ে জানান ফায়ার সার্ভিসের উপ পরিচালক সালেহ উদ্দিন।
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের কিছু আগে ২১তলা ভবনটির ৮ম তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন ১১টা ৪৭ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর এখন পর্যন্ত জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা আনোয়ার বিন সাত্তার বলেন, ভবনের ২১ তলায় আগুন লাখার খবর তারা পান রাত ১০ টা ৪০ মিনিটে। ১১ মিনিটের মধ্যে তাদের কর্মীরা গিয়ে ১০টা ৫১ মিনিটে কাজ শুরু করে। সেনা কল্যাণ সংস্থার সুউচ্চ বাণিজ্যিক ভবনটিতে বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের অফিস রয়েছে।
জানা গেছে, ২১ তলা এ ভবনের ৮ম তলায় প্রাইম গ্রুপের প্রাইম টেক্সটাইলের অফিসে লেগেছিল আগুন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর রাত সাড়ে ১১টায় ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক সালেহ উদ্দিন জানান, তাদের কর্মীরা ওই অফিসে ঢুকে প্রিন্টার ও এর পাশে থাকা কাগজে আগুন দেখতে পান। ভবনটিতে দভেন্টিলেশন ব্যবস্থা না থাকায়’ পুরো ভবনে ধোঁয়ার কুন্ডলি ছড়িয়ে পড়ে। রাত ১১টা ৪৭ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’
তিনি বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ ভবন হওয়ায় তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার শাখার চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নির্ণয় করা সম্ভব হয়নি। একটি তদন্ত কমিটি গঠন করা হবে, যারা দেখবেন কী কারণে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে।’
সেনা কল্যাণ ভবনের বিভিন্ন তলায় ভাড়া নিয়ে বাংলাদেশ ব্যাংকের একাধিক দপ্তর রয়েছে। এরমধ্যে ৮ম তলার উত্তর পাশে ডিপোজিট ইন্স্যুরেন্স বিভাগ। এর দক্ষিণ পাশে প্রাইম গ্রুপের অফিস থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওই ভবনের ৭ তলায় থাকা বেসিক ব্যাংকের কর্মী আব্দুর রহিম বলেন, ‘অফিসে কাজ করার সময় আগুনের খবর শুনি। ভবনের ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। ৮ তলায় গিয়ে দেখি প্রাইম গ্রুপে আগুন লেগেছে। সহকর্মী রোকন মাহমুদ ফায়ার সার্ভিসে ফোন দিয়ে আগুন লাগার কথা জানান।’ পরে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি ব্রিফিংয়ে জানান ফায়ার সার্ভিসের উপ পরিচালক সালেহ উদ্দিন।