ঢাকার মতো জনবহুল এলাকায় যান্ত্রিক ত্রুটিযুক্ত উড়োজাহাজের চলাচল নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
মঙ্গলবার এ রিটটি দায়ের করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করা হয় এবং তাৎক্ষণিক শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে বলে জানা গেছে।
রিট আবেদনকারী আইনজীবী বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বা প্রশিক্ষণধর্মী যুদ্ধবিমান চলাচল কতটা ঝুঁকিপূর্ণ। জননিরাপত্তার স্বার্থে এই চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রয়োজন।”
রিট আবেদনের কারণ সোমবারের মর্মান্তিক বিমান দুর্ঘটনা। ওইদিন দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৭ জন এবং আহত হয়েছেন ৭৮ জন, যাদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন।
আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল চীনের তৈরি এফটি-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমান। এটি কুর্মিটোলা বিমানঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমাতে বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত সেটি দিয়াবাড়ির জনবহুল এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুলের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়।
এ ঘটনায় দেশের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনী ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে আইএসপিআরের পক্ষ থেকে।
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
ঢাকার মতো জনবহুল এলাকায় যান্ত্রিক ত্রুটিযুক্ত উড়োজাহাজের চলাচল নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
মঙ্গলবার এ রিটটি দায়ের করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করা হয় এবং তাৎক্ষণিক শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে বলে জানা গেছে।
রিট আবেদনকারী আইনজীবী বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বা প্রশিক্ষণধর্মী যুদ্ধবিমান চলাচল কতটা ঝুঁকিপূর্ণ। জননিরাপত্তার স্বার্থে এই চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রয়োজন।”
রিট আবেদনের কারণ সোমবারের মর্মান্তিক বিমান দুর্ঘটনা। ওইদিন দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৭ জন এবং আহত হয়েছেন ৭৮ জন, যাদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন।
আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল চীনের তৈরি এফটি-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমান। এটি কুর্মিটোলা বিমানঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমাতে বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত সেটি দিয়াবাড়ির জনবহুল এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুলের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়।
এ ঘটনায় দেশের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনী ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে আইএসপিআরের পক্ষ থেকে।