মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনার জেরে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শত শত শিক্ষার্থী সচিবালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।
শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। ফলে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, ভেতরে আটকা পড়ে অনেক যানবাহন।
এদিন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী জোনায়েদ আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পরও আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি। রাত তিনটার দিকে কেন এমন সিদ্ধান্ত? সকালে ঘুম থেকে উঠে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়ে শুনি, পরীক্ষা স্থগিত। এভাবে চলতে পারে না। এমন অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আর দেখতে চাই না। তাই পদত্যাগের দাবিতে আমরা এসেছি।”
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে “ভুয়া ভুয়া”, “আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে”—ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিক্ষোভের মুখে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে সতর্ক অবস্থানে নেয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ জানায়, শুধু মাইলস্টোনের দুর্ঘটনা নয়, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের দাবিও রয়েছে তাঁদের। অনেকেই ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসে।
গতকাল সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হন। এরপর অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার (আজ) রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।
তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার স্থগিতাদেশ আসে রাত প্রায় তিনটার দিকে। প্রথমে ফেইসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এই ঘোষণা দেন, পরে তা নিশ্চিত করে প্রেস সচিব ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনার জেরে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শত শত শিক্ষার্থী সচিবালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।
শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। ফলে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, ভেতরে আটকা পড়ে অনেক যানবাহন।
এদিন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী জোনায়েদ আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পরও আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি। রাত তিনটার দিকে কেন এমন সিদ্ধান্ত? সকালে ঘুম থেকে উঠে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়ে শুনি, পরীক্ষা স্থগিত। এভাবে চলতে পারে না। এমন অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আর দেখতে চাই না। তাই পদত্যাগের দাবিতে আমরা এসেছি।”
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে “ভুয়া ভুয়া”, “আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে”—ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিক্ষোভের মুখে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে সতর্ক অবস্থানে নেয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ জানায়, শুধু মাইলস্টোনের দুর্ঘটনা নয়, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের দাবিও রয়েছে তাঁদের। অনেকেই ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসে।
গতকাল সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হন। এরপর অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার (আজ) রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।
তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার স্থগিতাদেশ আসে রাত প্রায় তিনটার দিকে। প্রথমে ফেইসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এই ঘোষণা দেন, পরে তা নিশ্চিত করে প্রেস সচিব ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।