মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের দাবিতে চলা শিক্ষার্থীদের বিক্ষোভে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় বের হতে পেরেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পতাকাবিহীন সরকারি গাড়িতে করে মেট্রোরেল ডিপোর ভেতরের রাস্তা দিয়ে তারা বেরিয়ে যান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ আরও তিনজনও তাদের সঙ্গে ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম বলেন, “উপদেষ্টারা শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস দেন। সব দাবি মেনে নেওয়ার পরও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হলে উপদেষ্টারা বের হয়ে যেতে পারেন।”
এর আগে বিকালে একবার পুলিশি পাহারায় বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন উপদেষ্টারা।
সোমবার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২৮ জন নিহত ও ৬৮ জন আহত হওয়ার ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে ক্ষতিপূরণসহ ছয় দাবিতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।
বেলা পৌনে ১০টায় আসিফ নজরুল ঘটনাস্থলে এলে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এরপর শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি বেলা সাড়ে ১২টায় জানান, “ছয় দফা দাবি যৌক্তিক এবং সরকার সেগুলো পূরণ করবে। যাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
তবে তার বক্তব্যের পরও শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে— ‘আমার ভাই মরল কেন, জবাব চাই’, ‘লাশ নিয়ে রাজনীতি চলবে না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’।
দুপুরে শিক্ষার্থীরা মূল ফটক আটকে দিলে পুলিশের একটি গাড়ি ভাঙচুর হয়। তখন স্কুল চত্বরে অতিরিক্ত পুলিশ, এপিবিএন, ডিএমপি ও এটিইউ মোতায়েন করা হয়।
পরে শিক্ষার্থীরা স্কুলের কাচ ভাঙচুর করলে উপদেষ্টারা নিচতলার সম্মেলন কক্ষ থেকে উপরের একটি তলায় গিয়ে অবস্থান নেন। বেলা সাড়ে ৩টার দিকে তারা পুলিশের পাহারায় গাড়িতে উঠেও বাইরে বের হতে পারেননি।
সন্ধ্যার দিকে পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলে উপদেষ্টারা গাড়িতে করে চলে যান।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ
আহতদের নির্ভুল তালিকা প্রকাশ
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সেনা সদস্যদের নিঃশর্ত ক্ষমা
নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ
ঝুঁকিপূর্ণ ও পুরনো উড়োজাহাজ বাতিল করে আধুনিক উড়োজাহাজ আনা
প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র মানবিক ও নিরাপদ করা
সোমবার দুপুরে ঢাকার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হলে ভয়াবহ অগ্নিকাণ্ড ও প্রাণহানি ঘটে। ওই ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হয়।
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের দাবিতে চলা শিক্ষার্থীদের বিক্ষোভে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় বের হতে পেরেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পতাকাবিহীন সরকারি গাড়িতে করে মেট্রোরেল ডিপোর ভেতরের রাস্তা দিয়ে তারা বেরিয়ে যান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ আরও তিনজনও তাদের সঙ্গে ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম বলেন, “উপদেষ্টারা শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস দেন। সব দাবি মেনে নেওয়ার পরও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হলে উপদেষ্টারা বের হয়ে যেতে পারেন।”
এর আগে বিকালে একবার পুলিশি পাহারায় বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন উপদেষ্টারা।
সোমবার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২৮ জন নিহত ও ৬৮ জন আহত হওয়ার ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে ক্ষতিপূরণসহ ছয় দাবিতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।
বেলা পৌনে ১০টায় আসিফ নজরুল ঘটনাস্থলে এলে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এরপর শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি বেলা সাড়ে ১২টায় জানান, “ছয় দফা দাবি যৌক্তিক এবং সরকার সেগুলো পূরণ করবে। যাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
তবে তার বক্তব্যের পরও শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে— ‘আমার ভাই মরল কেন, জবাব চাই’, ‘লাশ নিয়ে রাজনীতি চলবে না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’।
দুপুরে শিক্ষার্থীরা মূল ফটক আটকে দিলে পুলিশের একটি গাড়ি ভাঙচুর হয়। তখন স্কুল চত্বরে অতিরিক্ত পুলিশ, এপিবিএন, ডিএমপি ও এটিইউ মোতায়েন করা হয়।
পরে শিক্ষার্থীরা স্কুলের কাচ ভাঙচুর করলে উপদেষ্টারা নিচতলার সম্মেলন কক্ষ থেকে উপরের একটি তলায় গিয়ে অবস্থান নেন। বেলা সাড়ে ৩টার দিকে তারা পুলিশের পাহারায় গাড়িতে উঠেও বাইরে বের হতে পারেননি।
সন্ধ্যার দিকে পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলে উপদেষ্টারা গাড়িতে করে চলে যান।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ
আহতদের নির্ভুল তালিকা প্রকাশ
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সেনা সদস্যদের নিঃশর্ত ক্ষমা
নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ
ঝুঁকিপূর্ণ ও পুরনো উড়োজাহাজ বাতিল করে আধুনিক উড়োজাহাজ আনা
প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র মানবিক ও নিরাপদ করা
সোমবার দুপুরে ঢাকার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হলে ভয়াবহ অগ্নিকাণ্ড ও প্রাণহানি ঘটে। ওই ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হয়।