বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে ১৫ হাজার ৪০০ কোভিড-১৯ টেস্টিং কিট দিয়েছে চীন। আজ মঙ্গলবার মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখায় এই কিট হস্তান্তর করা হয়। বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুরোধে এই সহায়তা, চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সংহতির আরেকটি উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়। টেস্টিং কিটগুলো চীনের জরুরি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কাউন্সেলর লি শাওপেং এবং স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ।
অনুষ্ঠানে অধ্যাপক হালিমুর রশীদ চীন সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনা ও জরুরি প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
চীনা দূতাবাসের কাউন্সেলর লি শাওপেং বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের দৃঢ় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক সহায়তার মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবিলার বিষয়টি তুলে ধরেন।
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে ১৫ হাজার ৪০০ কোভিড-১৯ টেস্টিং কিট দিয়েছে চীন। আজ মঙ্গলবার মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখায় এই কিট হস্তান্তর করা হয়। বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুরোধে এই সহায়তা, চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সংহতির আরেকটি উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়। টেস্টিং কিটগুলো চীনের জরুরি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কাউন্সেলর লি শাওপেং এবং স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ।
অনুষ্ঠানে অধ্যাপক হালিমুর রশীদ চীন সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনা ও জরুরি প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
চীনা দূতাবাসের কাউন্সেলর লি শাওপেং বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের দৃঢ় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক সহায়তার মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবিলার বিষয়টি তুলে ধরেন।