রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য অর্থসহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে একটি পোস্ট দেয়া হয়। এরপরই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। এর কিছুক্ষণ পর পেইজ থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়।
মঙ্গলবার,( ২২ জুলাই ২০২৫) দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে পোস্টটি সরিয়ে নেয়া হয়। তবে কী কারণে পোস্টটি সরিয়ে নেয়া হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
মঙ্গলবার বেলা দুইটার কিছু পর প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে পোস্টটি করা হয়। তাতে লেখা ছিল, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান, তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন। হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, চলতি হিসাব নম্বর-০১০৭৩৩০০৪০৯৩, সোনালী ব্যাংক লি., প্রধান উপদেষ্টার কার্যালয় করপোরেট শাখা।’
একই সময়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পোস্টটি শেয়ার করেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
এ ঘটনার পর ফেইসবুকে সমালোচনা শুরু হয়। খাদিজাতুল কোবরা নামের একজন ফেইসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আমি এতদিনে বুঝতে পেরেছি, বন্যার সময় টাকা তুলব না বলাতে মানুষ কেন জিনিসটা মানতে পারে নাই। আমাদের প্রধান উপদেষ্টা টাকা চাচ্ছে বাচ্চাদের চিকিৎসার জন্য! মাশা আল্লাহ! আলহামদুলিল্লাহ! আমার আসলেই আর কিছু বলার নাই।’ আরেকজন ব্যবহারকারী ফেইসবুকে লিখেছেন, ‘মানে একদিন না যাইতেই সরকারের ক্রাউড ফান্ডিংয়ে যাওয়া উচিত- এই বুদ্ধিটা কোন উজবুক সরকারকে দিলো?’
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য অর্থসহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে একটি পোস্ট দেয়া হয়। এরপরই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। এর কিছুক্ষণ পর পেইজ থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়।
মঙ্গলবার,( ২২ জুলাই ২০২৫) দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে পোস্টটি সরিয়ে নেয়া হয়। তবে কী কারণে পোস্টটি সরিয়ে নেয়া হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
মঙ্গলবার বেলা দুইটার কিছু পর প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে পোস্টটি করা হয়। তাতে লেখা ছিল, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান, তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন। হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, চলতি হিসাব নম্বর-০১০৭৩৩০০৪০৯৩, সোনালী ব্যাংক লি., প্রধান উপদেষ্টার কার্যালয় করপোরেট শাখা।’
একই সময়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পোস্টটি শেয়ার করেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
এ ঘটনার পর ফেইসবুকে সমালোচনা শুরু হয়। খাদিজাতুল কোবরা নামের একজন ফেইসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আমি এতদিনে বুঝতে পেরেছি, বন্যার সময় টাকা তুলব না বলাতে মানুষ কেন জিনিসটা মানতে পারে নাই। আমাদের প্রধান উপদেষ্টা টাকা চাচ্ছে বাচ্চাদের চিকিৎসার জন্য! মাশা আল্লাহ! আলহামদুলিল্লাহ! আমার আসলেই আর কিছু বলার নাই।’ আরেকজন ব্যবহারকারী ফেইসবুকে লিখেছেন, ‘মানে একদিন না যাইতেই সরকারের ক্রাউড ফান্ডিংয়ে যাওয়া উচিত- এই বুদ্ধিটা কোন উজবুক সরকারকে দিলো?’