বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের আটটি বিভাগেই বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী দুই-তিন দিন সারাদেশেই দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে।
শনিবার (২৬ জুলাই) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন,
> “নিম্নচাপটি বর্তমানে ভারতের বিহারে অবস্থান করছে। এর প্রভাবে দুই-তিন দিন বৃষ্টি বেশি হতে পারে। এরপরও কিছুটা বৃষ্টিপাত অব্যাহত থাকবে।”
উপকূলে তিন নম্বর সতর্ক সংকেত
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খন্ডে নিম্নচাপটি অবস্থান করায় উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উপকূলীয় জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা
নিম্নচাপ ও অমাবস্যার মিলিত প্রভাবে উপকূলীয় ১৫ জেলার নিম্নাঞ্চল ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ু-তাড়িত **জলোচ্ছ্বাসে প্লাবিত** হতে পারে।
প্লাবনের আশঙ্কায় থাকা জেলাগুলো হলো:
সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার—এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরাঞ্চল।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের শনিবার সকালের বুলেটিন অনুযায়ী—
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়
রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়
অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
তাপমাত্রা ও বৃষ্টিপাতের চিত্র
গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে – ৬৯ মি.মি.
রাজধানী ঢাকায় হয়েছে ১৭ মি.মি. বৃষ্টি
দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস – নীলফামারীর ডিমলায়
সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি – টাঙ্গাইল ও কিশোরগঞ্জের নিকলীতে
তাপমাত্রা কেমন থাকবে?
এই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার, ২৬ জুলাই ২০২৫
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের আটটি বিভাগেই বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী দুই-তিন দিন সারাদেশেই দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে।
শনিবার (২৬ জুলাই) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন,
> “নিম্নচাপটি বর্তমানে ভারতের বিহারে অবস্থান করছে। এর প্রভাবে দুই-তিন দিন বৃষ্টি বেশি হতে পারে। এরপরও কিছুটা বৃষ্টিপাত অব্যাহত থাকবে।”
উপকূলে তিন নম্বর সতর্ক সংকেত
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খন্ডে নিম্নচাপটি অবস্থান করায় উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উপকূলীয় জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা
নিম্নচাপ ও অমাবস্যার মিলিত প্রভাবে উপকূলীয় ১৫ জেলার নিম্নাঞ্চল ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ু-তাড়িত **জলোচ্ছ্বাসে প্লাবিত** হতে পারে।
প্লাবনের আশঙ্কায় থাকা জেলাগুলো হলো:
সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার—এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরাঞ্চল।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের শনিবার সকালের বুলেটিন অনুযায়ী—
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়
রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়
অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
তাপমাত্রা ও বৃষ্টিপাতের চিত্র
গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে – ৬৯ মি.মি.
রাজধানী ঢাকায় হয়েছে ১৭ মি.মি. বৃষ্টি
দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস – নীলফামারীর ডিমলায়
সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি – টাঙ্গাইল ও কিশোরগঞ্জের নিকলীতে
তাপমাত্রা কেমন থাকবে?
এই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।