জুলাই-আগস্ট হত্যা মামলা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্ট পরবর্তী মামলাগুলোতে অসংখ্য ব্যক্তিকে আসামি করায় প্রত্যেকের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হচ্ছে, আর এ কারণেই চার্জশিট দিতে দেরি হচ্ছে। কোনো নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই এই সময় নেয়া হচ্ছে। শনিবার,(২৬ জুলাই ২০২৫) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের র্যাব ১১ কার্যালয়, নারায়ণগঞ্জ পুলিশ লাইনন্স এবং জালকুড়িতে অবস্থিত ৬২ বিজিবি ব্যাটালিয়ন ঘুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে র্যাবের ডিজি এ কে এম শাহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের নাগরিক যারা ভারতে আছে তাদের তো আমাদের নিতে হবে। দশ বছর হোক, বা ২০ বছর হোক আমাদের নাগরিকদের নিতে হবে। বাট যারা রোহিঙ্গা তাদের আমরা এক্সস্টপ করছি না। রোহিঙ্গাদের আমরা ফেরত পাঠাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার তাদের বলছি যদি বাংলাদেশের নাগরিক থেকে থাকে সেটার জন্য একটা নিয়ম আছে। প্রোপার চ্যানেলে পাঠানো। ইন্ডিয়া থেকে যারা আমাদের দেশে আসছে আমরা কিন্তু প্রোপার চ্যানেলে পাঠাচ্ছি। কিন্তু তারা প্রোপার চ্যানেলে না পাঠিয়ে জঙ্গলে, নদীর পাড়ে এসব জায়গায় ফেলে যাচ্ছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হিউম্যান রাইটস বায়েলেন্স হচ্ছে। এ ব্যাপারে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। আমাদের প্রতিবাদে একেবারে যে কাজ হচ্ছে না তা নয়। পুলিশের সংখ্যা আগের চেয়ে কমেছে।
দেশের অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, থানা লুট হওয়া সব অস্ত্র আমরা এখনও উদ্ধার করতে পারি নাই। অস্ত্রগুলো উদ্ধার করার চেষ্টা চালাচ্ছি। ইলেকশনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে। নির্বাচনটি যেন মিডিয়া ও জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে সেজন্য চেষ্টা করবো। ইলেকশনের আইনশৃঙ্খলা বাহিনী একটা স্টেপ, মূল স্টেক হোল্ডার হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে। ইলেকশন কমিশন, প্রশাসন তার পর হলো আইনশৃঙ্খলা বাহিনী। রাজনৈতিক দলগুলো যদি সহায়তা করে তবেই একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের কোনো বিভেদ থাকার কথা নয়। আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছি, দেশের মানুষ কীভাবে শান্তিতে থাকবে সে লক্ষ্যে আমরা কাজ করছি। অন্যদিকে, রাজনৈতিক দলগুলো জনগণের কাছ থেকে ভোট আদায়ের জন্য তাদের মতো করে চেষ্টা করবে।
জুলাই-আগস্ট হত্যা মামলা
শনিবার, ২৬ জুলাই ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্ট পরবর্তী মামলাগুলোতে অসংখ্য ব্যক্তিকে আসামি করায় প্রত্যেকের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হচ্ছে, আর এ কারণেই চার্জশিট দিতে দেরি হচ্ছে। কোনো নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই এই সময় নেয়া হচ্ছে। শনিবার,(২৬ জুলাই ২০২৫) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের র্যাব ১১ কার্যালয়, নারায়ণগঞ্জ পুলিশ লাইনন্স এবং জালকুড়িতে অবস্থিত ৬২ বিজিবি ব্যাটালিয়ন ঘুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে র্যাবের ডিজি এ কে এম শাহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের নাগরিক যারা ভারতে আছে তাদের তো আমাদের নিতে হবে। দশ বছর হোক, বা ২০ বছর হোক আমাদের নাগরিকদের নিতে হবে। বাট যারা রোহিঙ্গা তাদের আমরা এক্সস্টপ করছি না। রোহিঙ্গাদের আমরা ফেরত পাঠাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার তাদের বলছি যদি বাংলাদেশের নাগরিক থেকে থাকে সেটার জন্য একটা নিয়ম আছে। প্রোপার চ্যানেলে পাঠানো। ইন্ডিয়া থেকে যারা আমাদের দেশে আসছে আমরা কিন্তু প্রোপার চ্যানেলে পাঠাচ্ছি। কিন্তু তারা প্রোপার চ্যানেলে না পাঠিয়ে জঙ্গলে, নদীর পাড়ে এসব জায়গায় ফেলে যাচ্ছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হিউম্যান রাইটস বায়েলেন্স হচ্ছে। এ ব্যাপারে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। আমাদের প্রতিবাদে একেবারে যে কাজ হচ্ছে না তা নয়। পুলিশের সংখ্যা আগের চেয়ে কমেছে।
দেশের অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, থানা লুট হওয়া সব অস্ত্র আমরা এখনও উদ্ধার করতে পারি নাই। অস্ত্রগুলো উদ্ধার করার চেষ্টা চালাচ্ছি। ইলেকশনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে। নির্বাচনটি যেন মিডিয়া ও জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে সেজন্য চেষ্টা করবো। ইলেকশনের আইনশৃঙ্খলা বাহিনী একটা স্টেপ, মূল স্টেক হোল্ডার হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে। ইলেকশন কমিশন, প্রশাসন তার পর হলো আইনশৃঙ্খলা বাহিনী। রাজনৈতিক দলগুলো যদি সহায়তা করে তবেই একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের কোনো বিভেদ থাকার কথা নয়। আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছি, দেশের মানুষ কীভাবে শান্তিতে থাকবে সে লক্ষ্যে আমরা কাজ করছি। অন্যদিকে, রাজনৈতিক দলগুলো জনগণের কাছ থেকে ভোট আদায়ের জন্য তাদের মতো করে চেষ্টা করবে।