রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ওই ছাত্রের নাম সাহীল ফারাবী আয়ান (১৪)। গতকাল রোববার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আয়ানের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল।
আয়ানের বাবা মোহাম্মদ আলী মাসুদ মিরপুরে পরিবার নিয়ে বসবাস করেন।
গত ২১ জুলাই সকালে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তখন ভবনের বিভিন্ন কক্ষে পাঠদান চলছিল। বিস্ফোরণ ও আগুনে শিক্ষার্থীসহ বহু মানুষ হতাহত হন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই ওই স্কুলের শিক্ষার্থী।
তবে স্বাস্থ্য অধিদপ্তর রোববার সকাল ১০টা পর্যন্ত ৩৪ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছিল। পাশাপাশি, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতের সংখ্যা ৪৮ জন বলে জানানো হয়।
দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে বিমানবাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
---
সোমবার, ২৮ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ওই ছাত্রের নাম সাহীল ফারাবী আয়ান (১৪)। গতকাল রোববার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আয়ানের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল।
আয়ানের বাবা মোহাম্মদ আলী মাসুদ মিরপুরে পরিবার নিয়ে বসবাস করেন।
গত ২১ জুলাই সকালে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তখন ভবনের বিভিন্ন কক্ষে পাঠদান চলছিল। বিস্ফোরণ ও আগুনে শিক্ষার্থীসহ বহু মানুষ হতাহত হন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই ওই স্কুলের শিক্ষার্থী।
তবে স্বাস্থ্য অধিদপ্তর রোববার সকাল ১০টা পর্যন্ত ৩৪ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছিল। পাশাপাশি, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতের সংখ্যা ৪৮ জন বলে জানানো হয়।
দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে বিমানবাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
---