alt

জাতীয়

চাঁদার মামলায় ‘বৈষম্যবিরোধী’ নেতাসহ চারজন ৭ দিনের রিমান্ডে

এত কম বয়স, কেন কোটি কোটি টাকা দরকার: গুলশানে গ্রেপ্তারদের শুনানিতে রাষ্ট্রপক্ষ

সংবাদ অনলাইন রিপোর্ট : সোমবার, ২৮ জুলাই ২০২৫

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ চারজনকে ৭ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ -সংবাদ

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের রাজধানীর গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ চারজনকে ৭ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। রোববার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান। রিমান্ডে যাওয়ারা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক

আব্দুর রাজ্জাক রিয়াদ এবং সংগঠনের ঢাকা মহানগর শাখার বহিষ্কৃত আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। এর মধ্যে শেষের তিনজনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গুলশান থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানান, এদিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোখলেছুর রহমান। গত শনিবার সন্ধ্যার পর গুলশান ২ নম্বরে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসার সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের করা গুলশান থানার মামলায় ছয়জনকে আসামি করা হয়। গ্রেপ্তারদের বাইরে এক আসামি হলেন কাজী গৌরব অপু, যিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অপর আসামি শিশু।

মামলার বিবরণ অনুযায়ী, ১৭ জুলাই সকাল ১০টায় আসামি বৈষম্যবিরোধী নেতা রিয়াদ ও অপু গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এমপি শাম্মী আহম্মেদের বাসায় যান। তখন তারা হুমকি-ধমকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যায়িত করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন তারা। একপর্যায়ে সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে নিজের কাছে থাকা নগদ ৫ লাখ টাকা ও ভাইয়ের কাছে থেকে নিয়ে আরও ৫ লাখ টাকা দেন।

এরপর ১৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রিয়াদ ও অপু বাদীর বাসায় প্রবেশ করে তার ফ্ল্যাটের দরজায় সজোরে ধাক্কা মারেন। বিষয়টি গুলশান থানা পুলিশকে মোবাইল ফোনে জানানো হলে আসামিরা চলে যায়। ২৬ জুলাই বিকেল সাড়ে ৫টায় আবার রিয়াদের নেতৃত্বে অন্য আসামিরা বাদীর বাসার সামনে এসে তাকে খুঁজতে থাকেন। বাসার দারোয়ান মোবাইল ফোনের মাধ্যমে তাকে বিষয়টি জানান। তখন আসামিদের দাবি করা বাকি ৪০ লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দিবেন বলে হুমকি দিতে থাকেন। পরবর্তীতে পুলিশকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করে। এ সময় অন্য আসামি অপু পালিয়ে যান।

এদিকে, এই রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এই চারজনকে ‘কুলাঙ্গার’ আখ্যায়িত করে বলেছেন, এদের রাজনীতি করার ‘অধিকার নেই’। তিনি বলেন, ‘ওদের এত কম বয়স, কেন ওদের কোটি কোটি টাকা দরকার?’

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ মামলার রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে কোনো ‘গডফাদার’ জড়িত আছে কিনা তা যাচাইয়ের জন্য রিমান্ড প্রয়োজন। এদিন ৪টা ৫ মিনিটের দিকে পাঁচ আসামিকে একটি প্রাইভেটকারে করে সিএমএম আদালতে হাজির করা হয়। তাদের সরাসরি সিএমএম আদালতের চারতলায় জিয়াদুর রহমানের আদালতে তোলা হয়। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। তারা তাদের সাজা দাবি করেন।

কাঠগড়ায় রাখার সময় আসামিরা আইনজীবীদের সঙ্গে কথা বলেন। এ সময় ইব্রাহিম তার আইনজীবীকে বলেন, ‘আমরা চাঁদা চাইনি। সেখানে আওয়ামী লীগের দোসর আছে, এ কথা জানিয়ে পুলিশকে ফোন দিই। তারা বলে ফোর্স পাঠাচ্ছে, কিন্তু পাঠায়নি।’ সিয়াম বলেন, ‘আমরা ওই বাসায় যাইনি। নিচে দাঁড়িয়ে ছিলাম।’ ৪টা ১৭ মিনিটের দিকে বিচারক এজলাসে ওঠেন। তখন আদালতে কিছুটা বিশৃঙ্খলা হয় ও হৈ চৈ শোনা যায়।

পরে শুনানি করতে উঠে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন বলেন, ‘৫ আগস্টের পর থেকে এই চক্রসহ বহু লোক ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরাসহ অভিজাত এলাকায় কে, কোন এলাকায় অবস্থান নিচ্ছে তার খবর নিত। পরে ওই বাসায় গিয়ে চাঁদা দাবি করতো। তারা নিজেরা চাঁদাবাজি করে তারেক রহমানকে নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করতেন। ‘ওই বাসা সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের। তিনি বাসায় নেই। তার স্বামী ওই বাসায় থাকেন। তাদের কাছে চাঁদা দাবি করেন। বিষয়টা এমন না যে বাকি দিনগুলো তারা চাঁদাবাজি করেননি। কত কোটি টাকা চাঁদা নিয়েছে রিমান্ডে নিলে জানা যাবে।’

তিনি বলেন, ‘তারেক রহমানকে চাঁদাবাজ সাব্যস্ত করে তারা হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। সর্বোচ্চ রিমান্ডের প্রার্থনা করছি। এরা কুলাঙ্গার। এদের রাজনীতি করার অধিকার নেই। ওদের এত কম বয়স, কেন ওদের কোটি কোটি টাকা দরকার।’ এ সময় বাদীপক্ষের কয়েকজন আইনজীবী বলেন, আগে এদের খাওয়ার টাকা ছিল না। এখন কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরে। তারা আশা করেন, চাঁদাবাজদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না।

আসামিদের পক্ষে আইনজীবী আব্দুল কাদের ভূঁইয়া রিমান্ড আবেদন বাতিল চেয়ে তাদের জামিন আবেদন করেন। তিনি বলেন, ‘চাঁদাবাজ, অন্যায়ের পক্ষে কেউ থাকতে পারে না। আমার একটাই বক্তব্য ওই বাসায় যাওয়ার আগে ওনারা (আসামিরা) থানায় ফোন দিয়েছিলেন। যদি পুলিশকে ফোন দিয়ে থাকে তাহলে বিষয়টা ভিন্ন। ‘আমরা চাঁদাবাজমুক্ত একটি সুন্দর পরিবেশ, আমাদের সন্তানের জন্য চাই।’ শুনানি শেষে আদালত চারজনের সাত দিনের রিমান্ডের আদেশ দেয়। এদিকে ওই শিশুকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শওকত আলী।

ছবি

নতুন রাজনৈতিক ব্যবস্থায় জাতীয় ঐকমত্যের প্রত্যাশা

ছবি

আবু সাঈদ হত্যা মামলা: অভিযোগ গঠনের অবশিষ্ট শুনানি বুধবার

ছবি

জুলাইয়ের মধ্যে ‘যেভাবেই হোক’ সনদ চূড়ান্ত করতে চায় কমিশন: আলী রীয়াজ

ছবি

জাতীয় সরকার গঠন এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনের রাষ্ট্রদূত

ছবি

রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলা: পুলিশ ও প্রশাসনের অবস্থান জানালো প্রেস উইং

ছবি

জুলাই সনদের খসড়া প্রকাশ: দুই বছরের মধ্যে বাস্তবায়নের অঙ্গীকার

জন্মশতবর্ষের আয়োজনে মঈদুল হাসান, তাজউদ্দীন আহমদ দেশের স্বাধীনতার প্রধান পুরুষ

শুরু কুয়েটের ক্লাস, প্রাণ ফিরেছে ক্যাম্পাসে

জাতিসংঘের মানবধিকার কার্যালয় ‘ইহুদি-নাসারাদের সংগঠন’: দাবি হেফাজতের

ঢাকার আকাশ প্রতিরক্ষায় বিমানঘাঁটি অপরিহার্য: বিমানবাহিনী

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: অভিযোগ গঠনের শুনানি ৭ আগস্ট

ছবি

গরুর রগ কাটার প্রতিবাদে মালিকের হাত ভেঙে দিলো প্রতিপক্ষ

বিয়াম ফাউন্ডেশনে বিস্ফোরণ: ১২ লাখ টাকা চুক্তিতে পেট্রোল ঢেলে আগুন, বলছে পিবিআই

ছবি

ধর্ম নিয়ে ‘কটূক্তির’ জেরে বাড়ি ভাঙচুর, এলাকায় উত্তেজনা, সেনা ও পুলিশ মোতায়েন

চাঁদাবাজদের ‘কথিত’ তালিকা নিয়ে রাজশাহীতে ছায়াযুদ্ধ

ছবি

মঙ্গলবার বিশ্ব বাঘ দিবস: সুন্দরবনের সমৃদ্ধি, বাঘের সংখ্যা বৃদ্ধি

সাবেক উপাচার্যসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

ছবি

জুলাইকে ‘মানি মেকিং মেশিনে’ পরিণত করা হয়েছে: উমামা

ভোটের ‘প্রস্তুতি শুরু’ দেড় লাখ পুলিশ পাবে বিশেষ প্রশিক্ষণ

সাংবিধানিক কমিটি: বিএনপির বিরোধিতার কারণ বুঝতে পারছে না জামায়াত

বিএনপির ওয়াক আউট: জাতীয় ঐকমত্য কীভাবে হবে, প্রশ্ন সালাহউদ্দিনের

ডেঙ্গু: আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯৪

ছবি

মাইলস্টোন ট্র্যাজেডি: আরও এক শিশুর মৃত্যু

‘জুলাই সনদ’: দলগুলোকে মতামত দিতে বুধবার দুপুর পর্যন্ত সময়

ছবি

‘প্রয়োজনে’ আহতদের ভারতে চিকিৎসা সেবা, ঢাকায় কার্যক্রম শেষে ফিরে গেল ভারতীয় দল

ছবি

গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে, দায় এড়াতে পারে না কিছু সংস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেঙ্গু: প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে

ছবি

দাপটে চলছে তিস্তায় ‘অবৈধ’ পাথর উত্তোলন

ছবি

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহত মাহতাবের সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধার্ঘ্য

ভুল ট্রেনে ওঠা নারীকে ‘দলবদ্ধ ধর্ষণ’, তিন আসামির ‘স্বীকারোক্তি’

গবাদি পশুর চিকিৎসাসেবা ভেঙে পড়েছে পীরগঞ্জে

‘শর্ত পূরণে ব্যর্থ’ হওয়ায় আরও ৮০ জনকে ফিরিয়ে দিলো মালয়েশিয়া

কখনও এত দীর্ঘ সময় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকেনি কুয়েটে

ছবি

‘বিমানের শব্দ শুনলেই কলিজা কাঁপছে, দিয়াবাড়ি শাখায় আর পড়বো না’

‘জুলাই নিহতদের’ ফ্ল্যাট: প্রকল্প ফেরত, ব্যয়ের যৌক্তিকতা নিয়ে একনেকে প্রশ্ন

ছবি

এই প্রথম তারা পুলিশের হাতে ধরা খেলো, এদের শিকড় অনেক গভীরে: উমামা ফাতেমা

tab

জাতীয়

চাঁদার মামলায় ‘বৈষম্যবিরোধী’ নেতাসহ চারজন ৭ দিনের রিমান্ডে

এত কম বয়স, কেন কোটি কোটি টাকা দরকার: গুলশানে গ্রেপ্তারদের শুনানিতে রাষ্ট্রপক্ষ

সংবাদ অনলাইন রিপোর্ট

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ চারজনকে ৭ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ -সংবাদ

সোমবার, ২৮ জুলাই ২০২৫

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের রাজধানীর গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ চারজনকে ৭ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। রোববার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান। রিমান্ডে যাওয়ারা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক

আব্দুর রাজ্জাক রিয়াদ এবং সংগঠনের ঢাকা মহানগর শাখার বহিষ্কৃত আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। এর মধ্যে শেষের তিনজনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গুলশান থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানান, এদিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোখলেছুর রহমান। গত শনিবার সন্ধ্যার পর গুলশান ২ নম্বরে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসার সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের করা গুলশান থানার মামলায় ছয়জনকে আসামি করা হয়। গ্রেপ্তারদের বাইরে এক আসামি হলেন কাজী গৌরব অপু, যিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অপর আসামি শিশু।

মামলার বিবরণ অনুযায়ী, ১৭ জুলাই সকাল ১০টায় আসামি বৈষম্যবিরোধী নেতা রিয়াদ ও অপু গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এমপি শাম্মী আহম্মেদের বাসায় যান। তখন তারা হুমকি-ধমকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যায়িত করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন তারা। একপর্যায়ে সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে নিজের কাছে থাকা নগদ ৫ লাখ টাকা ও ভাইয়ের কাছে থেকে নিয়ে আরও ৫ লাখ টাকা দেন।

এরপর ১৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রিয়াদ ও অপু বাদীর বাসায় প্রবেশ করে তার ফ্ল্যাটের দরজায় সজোরে ধাক্কা মারেন। বিষয়টি গুলশান থানা পুলিশকে মোবাইল ফোনে জানানো হলে আসামিরা চলে যায়। ২৬ জুলাই বিকেল সাড়ে ৫টায় আবার রিয়াদের নেতৃত্বে অন্য আসামিরা বাদীর বাসার সামনে এসে তাকে খুঁজতে থাকেন। বাসার দারোয়ান মোবাইল ফোনের মাধ্যমে তাকে বিষয়টি জানান। তখন আসামিদের দাবি করা বাকি ৪০ লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দিবেন বলে হুমকি দিতে থাকেন। পরবর্তীতে পুলিশকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করে। এ সময় অন্য আসামি অপু পালিয়ে যান।

এদিকে, এই রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এই চারজনকে ‘কুলাঙ্গার’ আখ্যায়িত করে বলেছেন, এদের রাজনীতি করার ‘অধিকার নেই’। তিনি বলেন, ‘ওদের এত কম বয়স, কেন ওদের কোটি কোটি টাকা দরকার?’

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ মামলার রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে কোনো ‘গডফাদার’ জড়িত আছে কিনা তা যাচাইয়ের জন্য রিমান্ড প্রয়োজন। এদিন ৪টা ৫ মিনিটের দিকে পাঁচ আসামিকে একটি প্রাইভেটকারে করে সিএমএম আদালতে হাজির করা হয়। তাদের সরাসরি সিএমএম আদালতের চারতলায় জিয়াদুর রহমানের আদালতে তোলা হয়। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। তারা তাদের সাজা দাবি করেন।

কাঠগড়ায় রাখার সময় আসামিরা আইনজীবীদের সঙ্গে কথা বলেন। এ সময় ইব্রাহিম তার আইনজীবীকে বলেন, ‘আমরা চাঁদা চাইনি। সেখানে আওয়ামী লীগের দোসর আছে, এ কথা জানিয়ে পুলিশকে ফোন দিই। তারা বলে ফোর্স পাঠাচ্ছে, কিন্তু পাঠায়নি।’ সিয়াম বলেন, ‘আমরা ওই বাসায় যাইনি। নিচে দাঁড়িয়ে ছিলাম।’ ৪টা ১৭ মিনিটের দিকে বিচারক এজলাসে ওঠেন। তখন আদালতে কিছুটা বিশৃঙ্খলা হয় ও হৈ চৈ শোনা যায়।

পরে শুনানি করতে উঠে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন বলেন, ‘৫ আগস্টের পর থেকে এই চক্রসহ বহু লোক ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরাসহ অভিজাত এলাকায় কে, কোন এলাকায় অবস্থান নিচ্ছে তার খবর নিত। পরে ওই বাসায় গিয়ে চাঁদা দাবি করতো। তারা নিজেরা চাঁদাবাজি করে তারেক রহমানকে নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করতেন। ‘ওই বাসা সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের। তিনি বাসায় নেই। তার স্বামী ওই বাসায় থাকেন। তাদের কাছে চাঁদা দাবি করেন। বিষয়টা এমন না যে বাকি দিনগুলো তারা চাঁদাবাজি করেননি। কত কোটি টাকা চাঁদা নিয়েছে রিমান্ডে নিলে জানা যাবে।’

তিনি বলেন, ‘তারেক রহমানকে চাঁদাবাজ সাব্যস্ত করে তারা হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। সর্বোচ্চ রিমান্ডের প্রার্থনা করছি। এরা কুলাঙ্গার। এদের রাজনীতি করার অধিকার নেই। ওদের এত কম বয়স, কেন ওদের কোটি কোটি টাকা দরকার।’ এ সময় বাদীপক্ষের কয়েকজন আইনজীবী বলেন, আগে এদের খাওয়ার টাকা ছিল না। এখন কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরে। তারা আশা করেন, চাঁদাবাজদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না।

আসামিদের পক্ষে আইনজীবী আব্দুল কাদের ভূঁইয়া রিমান্ড আবেদন বাতিল চেয়ে তাদের জামিন আবেদন করেন। তিনি বলেন, ‘চাঁদাবাজ, অন্যায়ের পক্ষে কেউ থাকতে পারে না। আমার একটাই বক্তব্য ওই বাসায় যাওয়ার আগে ওনারা (আসামিরা) থানায় ফোন দিয়েছিলেন। যদি পুলিশকে ফোন দিয়ে থাকে তাহলে বিষয়টা ভিন্ন। ‘আমরা চাঁদাবাজমুক্ত একটি সুন্দর পরিবেশ, আমাদের সন্তানের জন্য চাই।’ শুনানি শেষে আদালত চারজনের সাত দিনের রিমান্ডের আদেশ দেয়। এদিকে ওই শিশুকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শওকত আলী।

back to top