alt

জাতীয়

‘বৈষম্যবিরোধী’ নেতার চাঁদাবাজি: পীরগঞ্জের সাবেক এমপির কাছ থেকে চেক লিখে নেন রিয়াদ

সোয়া ২ কোটির চেক উদ্ধার, মামলা প্রক্রিয়াধীন, ১১টি চেকে ৫ কোটি টাকা লিখে নেয়ার অভিযোগ

সংবাদ অনলাইন রিপোর্ট : বুধবার, ৩০ জুলাই ২০২৫

রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করেছে পুলিশ। চেকগুলো কলাবাগান থানায় জমা দেয়া হয়েছে। এ ঘটনায় নতুন করে মামলা হবে বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছে, মব সৃষ্টির ভয় দেখিয়ে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের কাছ থেকে ১১টি চেকে ৫ কোটি টাকা লিখিয়ে নেয়া হয়। যার মধ্যে ৪টি উদ্ধার করা হয়েছে। অ্যাকাউন্টে টাকা না থাকায় তুলতে পারেননি বর্তমানে রিমান্ডে থাকা রিয়াদসহ ৫ সমন্বয়ক।

এ বিষয়ে বুধবার,(৩০ জুলাই ২০২৫) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর নাখালপাড়ায় রিয়াদের ভাড়া বাসা থেকে চারটি চেক উদ্ধার করা হয়। চেকে মোট টাকা ২ কোটি ২৫ লাখ। এ ঘটনায় কলাবাগান থানায় আলাদা একটি মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।

এক প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, ভুক্তভোগী আগেই যদি পুলিশকে জানাতেন, তাহলে এ অপরাধ ঠেকানো যেত। পুলিশ বিষয়গুলো খতিয়ে দেখছে, কী কারণে তারা চাঁদা দিয়েছিলেন। তাদের কোনো দুর্বলতা ছিল কিনা। গুলশানে চাঁদাবাজির সঙ্গে আর কেউ জড়িত কিনা, জানতে চাইলে তালেবুর রহমান বলেন, কারও দলীয় পরিচয় মুখ্য বিষয় নয়। তদন্ত চলছে। আর কেউ জড়িত আছে কিনা, তা তদন্তে জানা যাবে।

এদিকে গুলশানে চাঁদা নেয়ার ঘটনায় হাতেনাতে গ্রেপ্তারের পর তদন্তে আরেক সাবেক সংসদ সদস্যের কাছ চেক লিখিয়ে নেয়ার বিষয়টি প্রকাশ্যে আসলে গুরুত্বসহকারে তদন্ত শুরু করে

পুলিশ। পুলিশ সূত্র জানায়, যে ৪টি চেক উদ্ধার করা হয়েছে সেগুলো জনতা ব্যাংকের। দুটি চেকে এক কোটি করে দুই কোটি, একটি চেকে ১৫ লাখ ও আরেকটিতে ১০ লাখ টাকার পরিমাণ লেখা আছে। তবে চেকে কোনো তারিখ উল্লেখ নেই।

জানা গেছে, গত ২৬ জুন বিকেল ৫টার দিকে গ্রীন রোডে সাবেক সংসদ সদস্যের ব্যবসা প্রতিষ্ঠান নিট জোন প্রাইভেট কোম্পানি লিমিটেড নামে প্রতিষ্ঠানে সমন্বয়ক পরিচয়ে রিয়াদের নেতৃত্বে ৬ জন প্রবেশ করে। সেই সময়ে নিজ প্রতিষ্ঠানের অফিসে অবস্থান করছিলেন রংপুরের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। পরবর্তীতে নগদ টাকা আদায়ের চেষ্টা করে। কিন্তু কোনো টাকা না পেয়ে আজাদের ব্যাংক অ্যাকাউন্টের চেক বইয়ের ১১টি পাতায় ৫ কোটি টাকা লিখিয়ে নিয়ে চলে যায়। লিখিয়ে নেয়া চেকগুলো জনতা ব্যাংকের একটির অ্যাকাউন্টের।

ঘটনার সময়ের ভীতিকর পরিস্থিতি তুলে ধরে সাবেক সংসদ সদস্যের প্রতিষ্ঠানের ম্যানেজার ও শ্যালক সাইফুল ইসলাম বলেন, রিয়াদের নেতৃত্বে সমন্বয়করা অফিসে প্রবেশ করেন। কিন্তু সাবেক সংসদ সদস্য আজাদ টাকা দিতে অস্বীকৃতি জানান। এই সময়ে তারা বলেন, আমরা আপনার অফিসে ৬ জন এসেছি কিন্তু নিচে ২০০ জন আছে। আপনি কি চান আপনার গালে কেউ থাপ্পড় মারুক কিংবা জুতা দিয়ে বাড়ি মারুক? এটা না চাইলে টাকা দেন। এভাবে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে তারা টাকা দাবি করতে থাকে। এ সময় আবুল কালাম আজাদ বলেন, আমার কাছে এক টাকাও নেই। তখন তারা তার টেবিলের ড্রয়ার সার্চ করে। সেখানে ব্যাংকের চেক বই পায়। এরপর সেই চেকে জোর করে ৫ কোটি টাকা লিখিয়ে নিয়ে চলে যায়।

তালেবুর রহমান জানান, চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার আবদুর রাজ্জাক আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ঘটনায় জড়িত থাকায় তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে গঠিত এই সংগঠনটি ছাত্র রাজনীতিতে নতুন হলেও সম্প্রতি আলোচনায় উঠে আসে।

গত ২৬ জুলাই রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদসহ ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় ৬ জনকে আসামি করে মামলা করেন শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর। গ্রেপ্তার মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অন্য ৪ জনকে ৭ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। রিমান্ড মঞ্জুর হওয়া ৪ জন হলেন ইব্রাহীম হোসেন মুন্না, মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও রিয়াদ।

মামলায় অভিযোগ করা হয়েছে, ১৭ জুলাই সকাল ১০টায় আসামি বৈষম্যবিরোধী নেতা রিয়াদ ও অপু গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এমপি শাম্মী আহম্মেদের বাসায় যান। তখন তারা হুমকি-ধমকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যায়িত করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন তারা।

এক পর্যায়ে সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে নিজের কাছে থাকা নগদ ৫ লাখ টাকা ও ভাইয়ের কাছে থেকে নিয়ে আরও ৫ লাখ টাকা দেন। এর পর ১৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রিয়াদ ও অপু বাদীর বাসায় প্রবেশ করে তার ফ্ল্যাটের দরজায় সজোরে ধাক্কা মারেন। বিষয়টি গুলশান থানা পুলিশকে মোবাইল ফোনে অবহিত করলে আসামিরা চলে যায়। ২৬ জুলাই বিকেল সাড়ে ৫টায় আবার রিয়াদের নেতৃত্বে অন্য আসামিরা বাদীর বাসার সামনে এসে তাকে খুঁজতে থাকেন। বাসার দারোয়ান মোবাইল ফোনের মাধ্যমে তাকে বিষয়টি জানান। তখন আসামিদের দাবি করা বাকি ৪০ লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দিবেন বলে হুমকি দিতে থাকেন। পরবর্তীতে পুলিশকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করে।

ছবি

ভোটের সময়সূচি ঘিরে আলোচনা, প্রস্তুতি চলছে নির্বাচনের: আসিফ নজরুল

ছবি

বহুমাত্রিক দারিদ্র্যে শিশুদের অবস্থা প্রাপ্তবয়স্কদের চেয়ে গুরুতর

ছবি

জুলাই সনদ: আজই নিষ্পত্তি চায় ঐকমত্য কমিশন

ছবি

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ছবি

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট

ছবি

দুর্নীতি মামলা: শেখ হাসিনার পরিবারের ৭ সদস্যের বিচার শুরু

ছবি

গাজীপুরে একটি আসন বাড়ছে, বাগেরহাটে কমছে একটি: নির্বাচন কমিশন

আ’লীগ আমলের তিন সংসদ নির্বাচন পর্যালোচনায় গঠিত কমিটিকে কমিশনে রূপান্তর

ছবি

বিমান শারজাহ থেকে ফিরলো ৬ ঘণ্টা দেরিতে

ছবি

ইসলামী ব্যাংকের ‘অর্থ আত্মসাৎ’: নাবিল গ্রুপের আমিনুলের বিরুদ্ধে মামলা

ছবি

স্বাদে-গন্ধে তুলনাহীন শ্রীমঙ্গলের সুমিষ্ট আনারস, সংরক্ষণের ব্যবস্থা জরুরি

ছবি

আসিফের মৃত্যু: সেনা-পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে মামলার তদন্তে পিবিআই

ছবি

খালেদা জিয়া সুস্থ, নির্বাচনে অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু

‘মারধর-নির্যাতন’, অনুপস্থিত: ঊর্ধ্বতন ৫ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ছবি

মুরাদনগরে বিএনপি-আসিফ ও এনসিপি সংঘর্ষ, আহত ৩০

ছবি

রাজধানীতে মাসে গড়ে ২০ হত্যা ও ৫ ডাকাতি: ডিএমপি

ছবি

সংসদীয় ৩৯ আসনের সীমানায় পরিবর্তন, দাবি-আপত্তি ১০ আগস্টের মধ্যে

ছবি

বাংলাদেশের জন্য যথেষ্ট পরিমাণ শুল্ক কমাবে যুক্তরাষ্ট্র, আশা সরকারের

ছবি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

ছবি

৫ আগস্ট ঘিরে শঙ্কা! স্বরাষ্ট্র কর্মকর্তাদের বিপরীতমুখী বক্তব্য

ছবি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত মোবারকও আপিলে খালাস

ছবি

জুলাই সনদ ইস্যুতে সিদ্ধান্ত বৃহস্পতিবার, জানালেন আলী রীয়াজ

ছবি

পুঁজিবাজারে আজীবন ‘অবাঞ্ছিত’ সালমান, শায়ান ও শিবলী

ছবি

জেলা জজ ও সচিবদের মর্যাদা নির্ধারণ নিয়ে রিভিউয়ের রায় অপেক্ষায়

ছবি

রাষ্ট্রের মূলনীতি থেকে নারী প্রতিনিধিত্ব : ঐকমত্যে পৌঁছাতে দ্বিতীয় দফার বৈঠকে কমিশন

ছবি

আবু সাঈদ হত্যা: অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ৬ অগাস্ট

ছবি

গুলশানে চাঁদাবাজির ঘটনায় আটক রাজ্জাকের বাসা থেকে ২ কোটি টাকার চেক উদ্ধার: ডিএমপি

ছবি

‘পলাতক’ যুগ্ম সচিব ধনঞ্জয় চাকরিচ্যুত, ফেইসবুকে নিজেকে বললেন ‘ভাগ্যবান’

ছবি

১০টির বেশি সিম থাকলে এসএমএস-বিজ্ঞপ্তি দিয়ে ধাপে ধাপে বন্ধ করবে বিটিআরসি

ছবি

রংপুরে হিন্দুদের ঘরবাড়িতে হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার: পুলিশ

ছবি

তিন নির্বাচন পর্যালোচনায় গঠিত কমিটিকে ‘কমিশনে’ রূপান্তর

ছবি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

ছবি

যুদ্ধাপরাধ: মৃত্যুদণ্ড পাওয়া মোবারক আপিলে খালাস

ছবি

নতুন রাজনৈতিক ব্যবস্থায় জাতীয় ঐকমত্যের প্রত্যাশা

ছবি

আবু সাঈদ হত্যা মামলা: অভিযোগ গঠনের অবশিষ্ট শুনানি বুধবার

ছবি

জুলাইয়ের মধ্যে ‘যেভাবেই হোক’ সনদ চূড়ান্ত করতে চায় কমিশন: আলী রীয়াজ

tab

জাতীয়

‘বৈষম্যবিরোধী’ নেতার চাঁদাবাজি: পীরগঞ্জের সাবেক এমপির কাছ থেকে চেক লিখে নেন রিয়াদ

সোয়া ২ কোটির চেক উদ্ধার, মামলা প্রক্রিয়াধীন, ১১টি চেকে ৫ কোটি টাকা লিখে নেয়ার অভিযোগ

সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার, ৩০ জুলাই ২০২৫

রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করেছে পুলিশ। চেকগুলো কলাবাগান থানায় জমা দেয়া হয়েছে। এ ঘটনায় নতুন করে মামলা হবে বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছে, মব সৃষ্টির ভয় দেখিয়ে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের কাছ থেকে ১১টি চেকে ৫ কোটি টাকা লিখিয়ে নেয়া হয়। যার মধ্যে ৪টি উদ্ধার করা হয়েছে। অ্যাকাউন্টে টাকা না থাকায় তুলতে পারেননি বর্তমানে রিমান্ডে থাকা রিয়াদসহ ৫ সমন্বয়ক।

এ বিষয়ে বুধবার,(৩০ জুলাই ২০২৫) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর নাখালপাড়ায় রিয়াদের ভাড়া বাসা থেকে চারটি চেক উদ্ধার করা হয়। চেকে মোট টাকা ২ কোটি ২৫ লাখ। এ ঘটনায় কলাবাগান থানায় আলাদা একটি মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।

এক প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, ভুক্তভোগী আগেই যদি পুলিশকে জানাতেন, তাহলে এ অপরাধ ঠেকানো যেত। পুলিশ বিষয়গুলো খতিয়ে দেখছে, কী কারণে তারা চাঁদা দিয়েছিলেন। তাদের কোনো দুর্বলতা ছিল কিনা। গুলশানে চাঁদাবাজির সঙ্গে আর কেউ জড়িত কিনা, জানতে চাইলে তালেবুর রহমান বলেন, কারও দলীয় পরিচয় মুখ্য বিষয় নয়। তদন্ত চলছে। আর কেউ জড়িত আছে কিনা, তা তদন্তে জানা যাবে।

এদিকে গুলশানে চাঁদা নেয়ার ঘটনায় হাতেনাতে গ্রেপ্তারের পর তদন্তে আরেক সাবেক সংসদ সদস্যের কাছ চেক লিখিয়ে নেয়ার বিষয়টি প্রকাশ্যে আসলে গুরুত্বসহকারে তদন্ত শুরু করে

পুলিশ। পুলিশ সূত্র জানায়, যে ৪টি চেক উদ্ধার করা হয়েছে সেগুলো জনতা ব্যাংকের। দুটি চেকে এক কোটি করে দুই কোটি, একটি চেকে ১৫ লাখ ও আরেকটিতে ১০ লাখ টাকার পরিমাণ লেখা আছে। তবে চেকে কোনো তারিখ উল্লেখ নেই।

জানা গেছে, গত ২৬ জুন বিকেল ৫টার দিকে গ্রীন রোডে সাবেক সংসদ সদস্যের ব্যবসা প্রতিষ্ঠান নিট জোন প্রাইভেট কোম্পানি লিমিটেড নামে প্রতিষ্ঠানে সমন্বয়ক পরিচয়ে রিয়াদের নেতৃত্বে ৬ জন প্রবেশ করে। সেই সময়ে নিজ প্রতিষ্ঠানের অফিসে অবস্থান করছিলেন রংপুরের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। পরবর্তীতে নগদ টাকা আদায়ের চেষ্টা করে। কিন্তু কোনো টাকা না পেয়ে আজাদের ব্যাংক অ্যাকাউন্টের চেক বইয়ের ১১টি পাতায় ৫ কোটি টাকা লিখিয়ে নিয়ে চলে যায়। লিখিয়ে নেয়া চেকগুলো জনতা ব্যাংকের একটির অ্যাকাউন্টের।

ঘটনার সময়ের ভীতিকর পরিস্থিতি তুলে ধরে সাবেক সংসদ সদস্যের প্রতিষ্ঠানের ম্যানেজার ও শ্যালক সাইফুল ইসলাম বলেন, রিয়াদের নেতৃত্বে সমন্বয়করা অফিসে প্রবেশ করেন। কিন্তু সাবেক সংসদ সদস্য আজাদ টাকা দিতে অস্বীকৃতি জানান। এই সময়ে তারা বলেন, আমরা আপনার অফিসে ৬ জন এসেছি কিন্তু নিচে ২০০ জন আছে। আপনি কি চান আপনার গালে কেউ থাপ্পড় মারুক কিংবা জুতা দিয়ে বাড়ি মারুক? এটা না চাইলে টাকা দেন। এভাবে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে তারা টাকা দাবি করতে থাকে। এ সময় আবুল কালাম আজাদ বলেন, আমার কাছে এক টাকাও নেই। তখন তারা তার টেবিলের ড্রয়ার সার্চ করে। সেখানে ব্যাংকের চেক বই পায়। এরপর সেই চেকে জোর করে ৫ কোটি টাকা লিখিয়ে নিয়ে চলে যায়।

তালেবুর রহমান জানান, চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার আবদুর রাজ্জাক আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ঘটনায় জড়িত থাকায় তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে গঠিত এই সংগঠনটি ছাত্র রাজনীতিতে নতুন হলেও সম্প্রতি আলোচনায় উঠে আসে।

গত ২৬ জুলাই রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদসহ ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় ৬ জনকে আসামি করে মামলা করেন শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর। গ্রেপ্তার মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অন্য ৪ জনকে ৭ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। রিমান্ড মঞ্জুর হওয়া ৪ জন হলেন ইব্রাহীম হোসেন মুন্না, মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও রিয়াদ।

মামলায় অভিযোগ করা হয়েছে, ১৭ জুলাই সকাল ১০টায় আসামি বৈষম্যবিরোধী নেতা রিয়াদ ও অপু গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এমপি শাম্মী আহম্মেদের বাসায় যান। তখন তারা হুমকি-ধমকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যায়িত করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন তারা।

এক পর্যায়ে সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে নিজের কাছে থাকা নগদ ৫ লাখ টাকা ও ভাইয়ের কাছে থেকে নিয়ে আরও ৫ লাখ টাকা দেন। এর পর ১৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রিয়াদ ও অপু বাদীর বাসায় প্রবেশ করে তার ফ্ল্যাটের দরজায় সজোরে ধাক্কা মারেন। বিষয়টি গুলশান থানা পুলিশকে মোবাইল ফোনে অবহিত করলে আসামিরা চলে যায়। ২৬ জুলাই বিকেল সাড়ে ৫টায় আবার রিয়াদের নেতৃত্বে অন্য আসামিরা বাদীর বাসার সামনে এসে তাকে খুঁজতে থাকেন। বাসার দারোয়ান মোবাইল ফোনের মাধ্যমে তাকে বিষয়টি জানান। তখন আসামিদের দাবি করা বাকি ৪০ লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দিবেন বলে হুমকি দিতে থাকেন। পরবর্তীতে পুলিশকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করে।

back to top