২০২৩-২৪ অর্থবছরে আর্থিক অনুদানের জন্য মনোনীত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রী বিভিন্ন তথ্যগত ভুলের কারণে অর্থ পাননি। তাদের এ অনুদান পাওয়ার জন্য দ্রুত তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে। আগামী ৭ আগস্টের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে। অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৪৬২ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী অনুদান পাননি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ১০১, শিক্ষক-কর্মচারী ২৫০ জনের চূড়ান্ত তালিকা গত ১৭ জুন ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
ছাত্রছাত্রী ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর ২ হাজার ৪৫০, ৯ম থেকে ১০ম শ্রেণীর ১ হাজার ৫৯৭ জন, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ১ হাজার ৪২৮ এবং স্নাতক ও তদূর্ধ্ব পর্যায়ে ১ হাজার ২৭৪ জনসহ ৭ হাজার ১০০ জন শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান এ তালিকায় রয়েছে। ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ থেকে ২০ জুলাই পাঠানো তথ্যানুযায়ী এ বিভাগ কর্তৃক মনোনীত ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বরসহ বিভিন্ন তথ্যগত ভুল থাকার কারণে তাদের আবেদনপত্রে প্রদত্ত ব্যাংক হিসাব নম্বরে অনুদানের অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি।
এছাড়া শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রী ক্যাটাগরিতে ৬ হাজার ৯৯৯ জন উপকারভোগীর মধ্যে ৪৬২ জনের কণঈ রহভড়ৎসধঃরড়হ আপডেট না থাকার কারণে তাদের আবেদনের সময় প্রদত্ত মুঠোফোন নম্বরে অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি। তালিকাভুক্ত যেসব উপকারভোগী (শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী ক্যাটাগরিতে) তাদের আবেদনপত্রে প্রদত্ত নগদ নম্বরে আর্থিক অনুদানের টাকা প্রাপ্ত হননি, তাদের (নগদ) মুঠোফোন নম্বরের KYC information আগামী ৭ আগস্টের মধ্যে আবশ্যিকভাবে হালনাগাদ (আপডেট) করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
তালিকাভুক্ত যেসব উপকারভোগী
তাদের আবেদনপত্রে প্রদত্ত ব্যাংক হিসাব নম্বরে আর্থিক অনুদানের টাকা প্রাপ্ত হননি, উক্ত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবের শিরোনাম, ব্যাংক ও শাখার নাম, রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংক হিসাবে লেনদেনের সঠিক তথ্য প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরে এবং ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডির সভাপতির প্রতি স্বাক্ষরে আগামী ৭ আগস্টের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠাতে হবে। ই-মেইল যোগে (moebudgetsection@gmail.com) এ বিভাগে তথ্য পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
শনিবার, ০২ আগস্ট ২০২৫
২০২৩-২৪ অর্থবছরে আর্থিক অনুদানের জন্য মনোনীত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রী বিভিন্ন তথ্যগত ভুলের কারণে অর্থ পাননি। তাদের এ অনুদান পাওয়ার জন্য দ্রুত তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে। আগামী ৭ আগস্টের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে। অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৪৬২ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী অনুদান পাননি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ১০১, শিক্ষক-কর্মচারী ২৫০ জনের চূড়ান্ত তালিকা গত ১৭ জুন ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
ছাত্রছাত্রী ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর ২ হাজার ৪৫০, ৯ম থেকে ১০ম শ্রেণীর ১ হাজার ৫৯৭ জন, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ১ হাজার ৪২৮ এবং স্নাতক ও তদূর্ধ্ব পর্যায়ে ১ হাজার ২৭৪ জনসহ ৭ হাজার ১০০ জন শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান এ তালিকায় রয়েছে। ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ থেকে ২০ জুলাই পাঠানো তথ্যানুযায়ী এ বিভাগ কর্তৃক মনোনীত ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বরসহ বিভিন্ন তথ্যগত ভুল থাকার কারণে তাদের আবেদনপত্রে প্রদত্ত ব্যাংক হিসাব নম্বরে অনুদানের অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি।
এছাড়া শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রী ক্যাটাগরিতে ৬ হাজার ৯৯৯ জন উপকারভোগীর মধ্যে ৪৬২ জনের কণঈ রহভড়ৎসধঃরড়হ আপডেট না থাকার কারণে তাদের আবেদনের সময় প্রদত্ত মুঠোফোন নম্বরে অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি। তালিকাভুক্ত যেসব উপকারভোগী (শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী ক্যাটাগরিতে) তাদের আবেদনপত্রে প্রদত্ত নগদ নম্বরে আর্থিক অনুদানের টাকা প্রাপ্ত হননি, তাদের (নগদ) মুঠোফোন নম্বরের KYC information আগামী ৭ আগস্টের মধ্যে আবশ্যিকভাবে হালনাগাদ (আপডেট) করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
তালিকাভুক্ত যেসব উপকারভোগী
তাদের আবেদনপত্রে প্রদত্ত ব্যাংক হিসাব নম্বরে আর্থিক অনুদানের টাকা প্রাপ্ত হননি, উক্ত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবের শিরোনাম, ব্যাংক ও শাখার নাম, রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংক হিসাবে লেনদেনের সঠিক তথ্য প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরে এবং ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডির সভাপতির প্রতি স্বাক্ষরে আগামী ৭ আগস্টের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠাতে হবে। ই-মেইল যোগে (moebudgetsection@gmail.com) এ বিভাগে তথ্য পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।