alt

জাতীয়

কাল মানিক মিয়ায় দিনব্যাপী আয়োজন, ‘জুলাই ঘোষণাপত্র’ দেবেন প্রধান উপদেষ্টা

ছাত্র জনতাকে ঢাকায় আনতে আটজোড়া ট্রেন ভাড়া করেছে সরকার

সংবাদ অনলাইন রিপোর্ট : রোববার, ০৩ আগস্ট ২০২৫

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন ৫ আগস্ট ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। কাল মঙ্গলবার দিনব্যাপী ‘৩৬ জুলাই’ উদ্যাপনের অংশ হিসেবে বিকেল ৫টায় এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে।

রোববার,(০৩ আগস্ট ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ছত্রিশ জুলাই- গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণঅভ্যুত্থান। যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট। বহু শহীদের রক্ত এবং যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার। বাংলাদেশের বহু রাস্তায় আবেগাপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। এক বছর পর আবার ফিরে এসেছে ছত্রিশ জুলাই। এই দিনে ঘোষিত হতে যাচ্ছে জাতির আকাক্সিক্ষত ‘জুলাই ঘোষণাপত্র’।”

এ উপলক্ষে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে থাকছে দিনভর আয়োজন। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেইসবুক পোস্টে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৫ আগস্ট ‘৩৬ জুলাই উদ্যাপন’ শীর্ষক অনুষ্ঠানসূচি যুক্ত করা হয়েছে। বেলা ১১টা থেকে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর গান; ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্ট এর পলায়ন উদ্যাপন’; এরপর ফের গান; ৫টায় ঘোষণাপত্র উপস্থাপন; ৭টা ৩০ মিনিট থেকে ‘স্পেশাল ড্রোন ড্রামা’ এবং ৮টায় কনসার্ট।

অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি। আর সহযোগিতায় থাকছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

২০২৪ সালের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে তা সরকার উৎখাতের আন্দোলনে রূপ নেয়। শুরুতে এই আন্দোলনের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।

সরকার বলপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে চাইলেও তা ব্যর্থ হয়। ৩৬ দিনের সেই আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করে ভারতে চলে যান সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ‘দাবি মেনে’ শুরু হয় রাষ্ট্র সংস্কারের উদ্যোগ।

এদিকে অভ্যুত্থানকে কেন্দ্র করে একটি ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গতবছর ২৯ ডিসেম্বর ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনে তারা। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি দেয়া হয়।

প্রথমে অন্তর্বর্তী সরকার এর সঙ্গে যুক্ত না হলেও পরে সরকারের তরফ থেকেই ঘোষণাপত্র তৈরির উদ্যোগের কথা বলা হয়। সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনার পাশাপাশি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই জাতীয় সনদ তৈরির কাজ চলে; যে কমিশনের নেতৃত্বে আছেন প্রধান উপদেষ্টা।

এরই ধারাবাহিকতায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ অন্য রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার। এরপর চূড়ান্ত খসড়ার ওপর মতামত নিতে দলগুলোকে সেই খসড়া পাঠানো হয়।

২৬ দফার ওই খসড়ায় বলা হয়, ‘বাংলাদেশের জনগণ নতুন সাংবিধানিক ব্যবস্থার যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাক্সক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে এবং বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। বিশেষত, সংবিধানের প্রস্তাবনায় এর উল্লেখ থাকবে এবং তফসিলে এর ঘোষণাপত্র সংযুক্ত থাকবে।’

ওই খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে গতকাল শনিবার প্রধান

উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়।

ছাত্র জনতাকে ঢাকায় আনতে আটজোড়া ট্রেন ভাড়া করেছে সরকার

অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকায় লোকসমাগম ঘটাতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এসব ট্রেন দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতাকে ঢাকায় নিয়ে আসবে, সমাবেশ শেষে আবার ফিরিয়ে নিয়ে যাবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম রোববার রাতে জানিয়েছেন, “৫ অগাস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আনতে ট্রেন ভাড়া করা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর থেকে আমাদের চিঠি দেওয়া হয়েছে। এজন্য আমরা তাদেরকে আট জোড়া ট্রেন ভাড়া দিয়েছি। বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আমরা ট্রেন ভাড়া দিই। আমরা জামায়াতকে দিয়েছি, আজকে (রোববার) ছাত্রদল আমাদের কাছ থেকে ট্রেন ভাড়া করেছে। একইভাবে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা এসব ট্রেন ভাড়া দিয়েছি।”

রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেন, সরকারের ভাড়া করা ট্রেনগুলো সিলেট, চট্টগ্রাম, রংপুর, ভাঙ্গা, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং জয়দেবপুর থেকে যাত্রী আনা-নেওয়া করবে।

“জুলাই ঘোষণা হবে বিকেলে। এজন্য এসব ট্রেন নির্ধারিত গন্তব্য থেকে ছেড়ে ২টা থেকে আড়াইটার মধ্যে ঢাকায় আসবে। সমাবেশ শেষে আবার রাতে ৮টা, ৯টা, ১০টা সুবিধামত সময়ে ঢাকা ছেড়ে যাবে। এসব ট্রেনের সময়সূচি এমনভাবে করা হয়েছে, যেন অন্যান্য ট্রেনের যাত্রায় কোনো বিঘ্ন না হয়।”

ছবি

ডেঙ্গু: আরও ৩৪৩ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

ছবি

নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন প্রধান উপদেষ্টার

ছবি

গুলশানে চাঁদাবাজি: রিয়াদের ‘দোষ স্বীকার’,৪ জন কারাগারে

ছবি

জামায়াতের ‘শৃঙ্খলা-সততা’র প্রশংসায় প্রেস সচিব

ছবি

‘অবৈধভাবে’ গড়ে উঠেছে অসংখ্য মিনি পেট্রোল পাম্প, শঙ্কায় ডিমলাবাসী

ছবি

ফ্লাইট এক্সপার্ট কাণ্ড: গ্রেপ্তার তিনজনের জামিন আবেদন নাকচ

ছবি

সুগার মিলে ডাকাতি: লুট করা মালামালসহ পালিয়েছে ডাকাতদল

ছবি

যুদ্ধবিমান বিধ্বস্তের ১২ দিন পর খুললো মাইলস্টোন স্কুল

ছবি

এলপি গ্যাস: ১২ কেজি সিলিন্ডারে ৯৩ টাকা কমে এখন ১২৭৩

ছবি

সাত কলেজে আসন কমছে ৭৮ শতাংশ

ছবি

সপ্তাহের প্রথম কর্মদিবস: সমাবেশ, পরীক্ষা, রাজধানীতে তীব্র যানজট

ছবি

ইসিকে ‘হুঁশিয়ারি’ দিয়ে সংশোধনের সুযোগ দিলেন এনসিপির নাসির

ছবি

সমাবেশে ছাত্রদলের ৯ প্রতিশ্রুতি

ছবি

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য দিলেন খোকন চন্দ্র

ছবি

এবার বিশেষজ্ঞদের সঙ্গে বসবে জাতীয় ঐকমত্য কমিশন

ছবি

এনসিপির সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা

ছবি

সরকার পতনের বর্ষপূর্তিতে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপনসহ দিনব্যাপী আয়োজন

ছবি

‘স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারে দৃঢ় ভূমিকা চান’ প্রধান উপদেষ্টার কাছে কমিশনের অনুরোধ

ছবি

আইসিজের মতামত আইনি বাধ্যতামূলক নয়, তবে নৈতিক দায়বদ্ধতা: রিজওয়ানা

ছবি

৩০ লাখ টাকা ভাড়ায় বিশেষ ট্রেনে ঢাকায় আনা হবে ছাত্র-জনতা

ছবি

‘স্বৈরাচার’ হিসেবে সর্বোচ্চ শাস্তির দাবি; শুরু হলো প্রথম সাক্ষ্যগ্রহণ

ছবি

ঢাকায় আজ তিন সমাবেশ ও দুই পরীক্ষা: বিকল্প কোন পথে যাবেন

ছবি

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু, সরাসরি সম্প্রচার করবে ট্রাইব্যুনাল

ছবি

পরমাণু বিজ্ঞানী অধ্যাপক শমশের আলী আর নেই

ছবি

রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে হাজির, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন

ছবি

করোনাভাইরাসে আরও ২ জন শনাক্ত, চলতি বছর মোট শনাক্ত ৭২২ জন

প্রবাসীদের রেমিটেন্সে অর্থনীতির চাকা সচল হচ্ছে: রেমিটেন্সযোদ্ধাদের সম্মাননা

ছবি

আগস্টজুড়ে রাজধানীতে পুলিশের ‘চিরুনি অভিযান’

পরিচয় শনাক্তে আন্দোলনে নিহতদের মরদেহ কবর থেকে তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইন শিক্ষার্থীদের সঙ্গে সুপ্রিম কোর্টের সংলাপ অনুষ্ঠিত

ছবি

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

ছবি

সময় এসেছে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার: শিক্ষা উপদেষ্টা

ছবি

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ২০৯

মালয়েশিয়ায় শ্রমিক পাচার সিন্ডিকেটের তদন্ত বন্ধ করতে দুই দেশ সম্মত

ছবি

গুলিস্তানে মার্কেটে আগুন: দুই গোডাউন পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

ছবি

অপু বাইক কেনে এমপির বাসা থেকে ‘চাঁদা নেয়ার দিন’: পুলিশ

tab

জাতীয়

কাল মানিক মিয়ায় দিনব্যাপী আয়োজন, ‘জুলাই ঘোষণাপত্র’ দেবেন প্রধান উপদেষ্টা

ছাত্র জনতাকে ঢাকায় আনতে আটজোড়া ট্রেন ভাড়া করেছে সরকার

সংবাদ অনলাইন রিপোর্ট

রোববার, ০৩ আগস্ট ২০২৫

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন ৫ আগস্ট ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। কাল মঙ্গলবার দিনব্যাপী ‘৩৬ জুলাই’ উদ্যাপনের অংশ হিসেবে বিকেল ৫টায় এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে।

রোববার,(০৩ আগস্ট ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ছত্রিশ জুলাই- গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণঅভ্যুত্থান। যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট। বহু শহীদের রক্ত এবং যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার। বাংলাদেশের বহু রাস্তায় আবেগাপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। এক বছর পর আবার ফিরে এসেছে ছত্রিশ জুলাই। এই দিনে ঘোষিত হতে যাচ্ছে জাতির আকাক্সিক্ষত ‘জুলাই ঘোষণাপত্র’।”

এ উপলক্ষে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে থাকছে দিনভর আয়োজন। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেইসবুক পোস্টে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৫ আগস্ট ‘৩৬ জুলাই উদ্যাপন’ শীর্ষক অনুষ্ঠানসূচি যুক্ত করা হয়েছে। বেলা ১১টা থেকে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর গান; ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্ট এর পলায়ন উদ্যাপন’; এরপর ফের গান; ৫টায় ঘোষণাপত্র উপস্থাপন; ৭টা ৩০ মিনিট থেকে ‘স্পেশাল ড্রোন ড্রামা’ এবং ৮টায় কনসার্ট।

অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি। আর সহযোগিতায় থাকছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

২০২৪ সালের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে তা সরকার উৎখাতের আন্দোলনে রূপ নেয়। শুরুতে এই আন্দোলনের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।

সরকার বলপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে চাইলেও তা ব্যর্থ হয়। ৩৬ দিনের সেই আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করে ভারতে চলে যান সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ‘দাবি মেনে’ শুরু হয় রাষ্ট্র সংস্কারের উদ্যোগ।

এদিকে অভ্যুত্থানকে কেন্দ্র করে একটি ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গতবছর ২৯ ডিসেম্বর ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনে তারা। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি দেয়া হয়।

প্রথমে অন্তর্বর্তী সরকার এর সঙ্গে যুক্ত না হলেও পরে সরকারের তরফ থেকেই ঘোষণাপত্র তৈরির উদ্যোগের কথা বলা হয়। সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনার পাশাপাশি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই জাতীয় সনদ তৈরির কাজ চলে; যে কমিশনের নেতৃত্বে আছেন প্রধান উপদেষ্টা।

এরই ধারাবাহিকতায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ অন্য রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার। এরপর চূড়ান্ত খসড়ার ওপর মতামত নিতে দলগুলোকে সেই খসড়া পাঠানো হয়।

২৬ দফার ওই খসড়ায় বলা হয়, ‘বাংলাদেশের জনগণ নতুন সাংবিধানিক ব্যবস্থার যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাক্সক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে এবং বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। বিশেষত, সংবিধানের প্রস্তাবনায় এর উল্লেখ থাকবে এবং তফসিলে এর ঘোষণাপত্র সংযুক্ত থাকবে।’

ওই খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে গতকাল শনিবার প্রধান

উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়।

ছাত্র জনতাকে ঢাকায় আনতে আটজোড়া ট্রেন ভাড়া করেছে সরকার

অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকায় লোকসমাগম ঘটাতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এসব ট্রেন দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতাকে ঢাকায় নিয়ে আসবে, সমাবেশ শেষে আবার ফিরিয়ে নিয়ে যাবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম রোববার রাতে জানিয়েছেন, “৫ অগাস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আনতে ট্রেন ভাড়া করা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর থেকে আমাদের চিঠি দেওয়া হয়েছে। এজন্য আমরা তাদেরকে আট জোড়া ট্রেন ভাড়া দিয়েছি। বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আমরা ট্রেন ভাড়া দিই। আমরা জামায়াতকে দিয়েছি, আজকে (রোববার) ছাত্রদল আমাদের কাছ থেকে ট্রেন ভাড়া করেছে। একইভাবে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা এসব ট্রেন ভাড়া দিয়েছি।”

রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেন, সরকারের ভাড়া করা ট্রেনগুলো সিলেট, চট্টগ্রাম, রংপুর, ভাঙ্গা, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং জয়দেবপুর থেকে যাত্রী আনা-নেওয়া করবে।

“জুলাই ঘোষণা হবে বিকেলে। এজন্য এসব ট্রেন নির্ধারিত গন্তব্য থেকে ছেড়ে ২টা থেকে আড়াইটার মধ্যে ঢাকায় আসবে। সমাবেশ শেষে আবার রাতে ৮টা, ৯টা, ১০টা সুবিধামত সময়ে ঢাকা ছেড়ে যাবে। এসব ট্রেনের সময়সূচি এমনভাবে করা হয়েছে, যেন অন্যান্য ট্রেনের যাত্রায় কোনো বিঘ্ন না হয়।”

back to top