৭৭৩টি আসনে এবার মোট ভর্তি ৪ হাজার , ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০
প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট চার হাজার ৭৭৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই বিশ্ববিদ্যারয় প্রতিষ্ঠার আগে গত বছর রাজধানীর সাত সরকারি কলেজে ২১ হাজার ৫৬৩টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই হিসাবে এবার ১৬ হাজার ৭৯০টি আসন কমছে; যা প্রায় ৭৮ শতাংশ।
সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর সরকারি সাত কলেজে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে অনার্স প্রথম বর্ষে ভর্তি আবেদন রোববার,(০৩ আগস্ট ২০২৫) শুরু হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর ১২ আগস্ট আবেদন বাতিল ও তথ্য, ছবি সংশোধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
ডিসিইউর সঙ্গে সম্পৃক্ত দুইজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদকে জানিয়েছেন, এবার ঢাকা কলেজে অনার্স প্রথম বর্ষে মোট আসন ৭৭৫টি, ইডেন কলেজে আসন ৮৭৬টি, তিতুমীর কলেজে আসন ৮২০টি, বাঙলা কলেজে আসন ৭১১টি, বদরুন্নেসা কলেজে মোট আসন ৫৭৬টি, সোহ্রাওয়াদী কলেজে আসন ৫২০টি এবং কবি নজরুল কলেজে মোট ৪৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি নেয়া হবে। সবমিলিয়ে ডিসিইউর অধীনে সাত কলেজে মোট আসন দাঁড়াচ্ছে চার হাজার ৭৭৩টি।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম ও আসন সংখ্যা কমাসহ সার্বিক প্রস্তুতি তুলে ধরতে আজ শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সাত কলেজের মধ্যে ইডেন ও বদরুন্নেসায় শুধু ছাত্রী এবং ঢাকা কলেজে শুধু ছাত্র ভর্তির নেয়া হবে। বাকি চার কলেজে ছাত্রী-ছাত্র উভয়েই ভর্তি হতে পারবে। ইতোমধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে প্রাথমিক আবেদন করেছে, তাদের পুনরায় আবেদন করতে হবে না; আগের আবেদনই ডিসিইউ আবেদন হিসেবে গণ্য হবে।
ভর্তি কমিটির সূত্রে জানা গেছে, ঢাবির অধীনে শুরু হওয়া সাত কলেজের প্রায় ৩৮ হাজার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর আবেদন জমা রয়েছে। তাদের আবেদন প্রক্রিয়া ঢাবির সিস্টেমেই শেষ করা হবে। এরপর নতুন বিশ্ববিদ্যালয়ের ভর্তির বাকি কার্যক্রম শেষ করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টেকনিক্যাল টিম।
ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আগামী ২২ আগস্ট (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। এমসিকিউ পদ্ধতির ১০০ নম্বরের পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান- তিন বিষয়ে ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে। আর পাস নম্বর ৪০। বাংলা বা ইংরেজি বিষয়ে ভর্তি হতে ইচ্ছুকদের ওই বিষয়েই অন্তত ১০ নম্বর পেতে হবে।
বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আগামী ২৩ আগস্ট (শনিবার) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুসৃত পাঠ্যসূচি অনুযায়ী হবে এবং প্রত্যেক প্রার্থীকে পদার্থ ও রসায়নসহ মোট চারটি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি বিষয়ের জন্য মোট নম্বর ২৫। আর ১০০টি প্রশ্নের জন্য মোট নম্বর হবে ১০০। পাশ নম্বর ন্যূনতম ৪০ শতাংশ। বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষাও ওই একইদিন বিকেল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম তৈরি হবে মোট ১২০ নম্বরের ওপর- অর্থাৎ এসএসসির ১০ নম্বর, এইচএসসি ১০ নম্বর এবং পরীক্ষার ১০০ নম্বর যোগ করে। কলেজ ও বিষয় পছন্দক্রম অনলাইনে দিতে হবে এবং আগামী ২০ অক্টোবর বিষয় বরাদ্দ চূড়ান্ত করা হবে। ভর্তির শেষ তারিখ ২৫ অক্টোবর এবং ক্লাস শুরু হবে ৩০ অক্টোবর।
এদিকে কোটায় ভর্তি-ইচ্ছুদের (মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন-দলিত, ক্রীড়াবিদ, ওয়ার্ড এবং হিজড়া) অবশ্যই ভর্তি পরীক্ষায় পাস নম্বর পেতে হবে। আর সাত দিনের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে কোটার প্রমাণপত্র জমা দিতে হবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন ফি ধরা হয়েছে ৮০০ টাকা। সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা কিংবা ডেবিট-ক্রেডিট কার্ড ও বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে পরিশোধ করা যাবে। আধা ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে রাখতে হবে।
রাজধানীর সরকারি সাত কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহ্রাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজ কলেজ।
সেশনজট নিরসন ও উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ কমাতে ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারিতে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাবির অধিভুক্ত করা হয়।
কিন্তু ঢাবি অধিভুক্তির পর সেশনজটসহ হয়রানি আরও বেড়েছে বলে শিক্ষার্থীদের অভিযোগ। সেজন্য সাত কলেজ নিয়ে আলাদা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার জন্য প্রায়ই ‘সড়ক অবরোধ’ করাসহ নানা কর্মসূচি পালন করে আসছিল
শিক্ষার্থীরা। গতবছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির অধিভুক্তি থেকে বেরিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু করেন।
ওই সময় শিক্ষার্থীরা বলেন, অধিভুক্তির কারণে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক পরিচয়হীনতায় ভুগতে হয় তাদের। নিজেদের পরিচয় দিতে গিয়ে নানা সমস্যায় পড়ার কথা তুলে ধরে শিক্ষার্থীরা। সেজন্য শিক্ষার্থীরা ঢাবি থেকে বেরিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে আনার দাবি জানিয়ে আসছিলো।
সেই ধারাবাহিকতায় চলতি বছর ওই সাত কলেজ পরিচালনায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠা করেছে অন্তর্বর্তী সরকার।
৭৭৩টি আসনে এবার মোট ভর্তি ৪ হাজার , ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০
রোববার, ০৩ আগস্ট ২০২৫
প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট চার হাজার ৭৭৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই বিশ্ববিদ্যারয় প্রতিষ্ঠার আগে গত বছর রাজধানীর সাত সরকারি কলেজে ২১ হাজার ৫৬৩টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই হিসাবে এবার ১৬ হাজার ৭৯০টি আসন কমছে; যা প্রায় ৭৮ শতাংশ।
সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর সরকারি সাত কলেজে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে অনার্স প্রথম বর্ষে ভর্তি আবেদন রোববার,(০৩ আগস্ট ২০২৫) শুরু হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর ১২ আগস্ট আবেদন বাতিল ও তথ্য, ছবি সংশোধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
ডিসিইউর সঙ্গে সম্পৃক্ত দুইজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদকে জানিয়েছেন, এবার ঢাকা কলেজে অনার্স প্রথম বর্ষে মোট আসন ৭৭৫টি, ইডেন কলেজে আসন ৮৭৬টি, তিতুমীর কলেজে আসন ৮২০টি, বাঙলা কলেজে আসন ৭১১টি, বদরুন্নেসা কলেজে মোট আসন ৫৭৬টি, সোহ্রাওয়াদী কলেজে আসন ৫২০টি এবং কবি নজরুল কলেজে মোট ৪৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি নেয়া হবে। সবমিলিয়ে ডিসিইউর অধীনে সাত কলেজে মোট আসন দাঁড়াচ্ছে চার হাজার ৭৭৩টি।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম ও আসন সংখ্যা কমাসহ সার্বিক প্রস্তুতি তুলে ধরতে আজ শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সাত কলেজের মধ্যে ইডেন ও বদরুন্নেসায় শুধু ছাত্রী এবং ঢাকা কলেজে শুধু ছাত্র ভর্তির নেয়া হবে। বাকি চার কলেজে ছাত্রী-ছাত্র উভয়েই ভর্তি হতে পারবে। ইতোমধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে প্রাথমিক আবেদন করেছে, তাদের পুনরায় আবেদন করতে হবে না; আগের আবেদনই ডিসিইউ আবেদন হিসেবে গণ্য হবে।
ভর্তি কমিটির সূত্রে জানা গেছে, ঢাবির অধীনে শুরু হওয়া সাত কলেজের প্রায় ৩৮ হাজার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর আবেদন জমা রয়েছে। তাদের আবেদন প্রক্রিয়া ঢাবির সিস্টেমেই শেষ করা হবে। এরপর নতুন বিশ্ববিদ্যালয়ের ভর্তির বাকি কার্যক্রম শেষ করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টেকনিক্যাল টিম।
ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আগামী ২২ আগস্ট (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। এমসিকিউ পদ্ধতির ১০০ নম্বরের পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান- তিন বিষয়ে ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে। আর পাস নম্বর ৪০। বাংলা বা ইংরেজি বিষয়ে ভর্তি হতে ইচ্ছুকদের ওই বিষয়েই অন্তত ১০ নম্বর পেতে হবে।
বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আগামী ২৩ আগস্ট (শনিবার) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুসৃত পাঠ্যসূচি অনুযায়ী হবে এবং প্রত্যেক প্রার্থীকে পদার্থ ও রসায়নসহ মোট চারটি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি বিষয়ের জন্য মোট নম্বর ২৫। আর ১০০টি প্রশ্নের জন্য মোট নম্বর হবে ১০০। পাশ নম্বর ন্যূনতম ৪০ শতাংশ। বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষাও ওই একইদিন বিকেল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম তৈরি হবে মোট ১২০ নম্বরের ওপর- অর্থাৎ এসএসসির ১০ নম্বর, এইচএসসি ১০ নম্বর এবং পরীক্ষার ১০০ নম্বর যোগ করে। কলেজ ও বিষয় পছন্দক্রম অনলাইনে দিতে হবে এবং আগামী ২০ অক্টোবর বিষয় বরাদ্দ চূড়ান্ত করা হবে। ভর্তির শেষ তারিখ ২৫ অক্টোবর এবং ক্লাস শুরু হবে ৩০ অক্টোবর।
এদিকে কোটায় ভর্তি-ইচ্ছুদের (মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন-দলিত, ক্রীড়াবিদ, ওয়ার্ড এবং হিজড়া) অবশ্যই ভর্তি পরীক্ষায় পাস নম্বর পেতে হবে। আর সাত দিনের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে কোটার প্রমাণপত্র জমা দিতে হবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন ফি ধরা হয়েছে ৮০০ টাকা। সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা কিংবা ডেবিট-ক্রেডিট কার্ড ও বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে পরিশোধ করা যাবে। আধা ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে রাখতে হবে।
রাজধানীর সরকারি সাত কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহ্রাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজ কলেজ।
সেশনজট নিরসন ও উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ কমাতে ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারিতে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাবির অধিভুক্ত করা হয়।
কিন্তু ঢাবি অধিভুক্তির পর সেশনজটসহ হয়রানি আরও বেড়েছে বলে শিক্ষার্থীদের অভিযোগ। সেজন্য সাত কলেজ নিয়ে আলাদা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার জন্য প্রায়ই ‘সড়ক অবরোধ’ করাসহ নানা কর্মসূচি পালন করে আসছিল
শিক্ষার্থীরা। গতবছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির অধিভুক্তি থেকে বেরিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু করেন।
ওই সময় শিক্ষার্থীরা বলেন, অধিভুক্তির কারণে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক পরিচয়হীনতায় ভুগতে হয় তাদের। নিজেদের পরিচয় দিতে গিয়ে নানা সমস্যায় পড়ার কথা তুলে ধরে শিক্ষার্থীরা। সেজন্য শিক্ষার্থীরা ঢাবি থেকে বেরিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে আনার দাবি জানিয়ে আসছিলো।
সেই ধারাবাহিকতায় চলতি বছর ওই সাত কলেজ পরিচালনায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠা করেছে অন্তর্বর্তী সরকার।