চলতি আগস্ট মাসে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার প্রকাশিত দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী ভারী বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি সমতল সামগ্রিকভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, অগাস্টে বঙ্গোপসাগরে একটি বা দুটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপে রূপ নিতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ৫ থেকে ৬ দিন বজ্রসহ বৃষ্টি হওয়ার পূর্বাভাসও রয়েছে।
এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে, আগামী তিন দিনের জন্য ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কারণে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
চলতি আগস্ট মাসে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার প্রকাশিত দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী ভারী বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি সমতল সামগ্রিকভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, অগাস্টে বঙ্গোপসাগরে একটি বা দুটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপে রূপ নিতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ৫ থেকে ৬ দিন বজ্রসহ বৃষ্টি হওয়ার পূর্বাভাসও রয়েছে।
এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে, আগামী তিন দিনের জন্য ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কারণে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।