বর্ষার শেষভাগে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী তিন-চার দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার গভীর রাতে রাজধানীতে ভারি বৃষ্টির পর সোমবার সকাল থেকে আকাশ মেঘলা দেখা যায়। কোথাও-কোথাও হালকা বৃষ্টিও হয়, যার ফলে কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ‘ভারি বৃষ্টিপাত’ হিসেবে গণ্য হয়।
তিনি আরও বলেন, “দেশের সব জায়গাতেই আগামী তিন-চার দিন বৃষ্টির এই প্রবণতা থাকবে। হয়তো প্রতিদিন একবার বা দুইবার বৃষ্টি হতে পারে, তবে সেটা সবসময় ভারি হবে না।”
আবহাওয়া বিভাগ জানায়, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে সেটি ‘ভারি’ এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে তা ‘অতি ভারি’ বৃষ্টিপাত হিসেবে ধরা হয়।
সোমবারের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
বর্ষার শেষভাগে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী তিন-চার দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার গভীর রাতে রাজধানীতে ভারি বৃষ্টির পর সোমবার সকাল থেকে আকাশ মেঘলা দেখা যায়। কোথাও-কোথাও হালকা বৃষ্টিও হয়, যার ফলে কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ‘ভারি বৃষ্টিপাত’ হিসেবে গণ্য হয়।
তিনি আরও বলেন, “দেশের সব জায়গাতেই আগামী তিন-চার দিন বৃষ্টির এই প্রবণতা থাকবে। হয়তো প্রতিদিন একবার বা দুইবার বৃষ্টি হতে পারে, তবে সেটা সবসময় ভারি হবে না।”
আবহাওয়া বিভাগ জানায়, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে সেটি ‘ভারি’ এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে তা ‘অতি ভারি’ বৃষ্টিপাত হিসেবে ধরা হয়।
সোমবারের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।