ঢাকায় অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ।
বলা হয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো হবে।
এদিন বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
এর আগে সকাল ১১টায় থাকবে শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা, দুপুর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন উদযাপন’, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘স্পেশাল ড্রোন শো’ এবং রাত ৮টায় পরিবেশনায় থাকবে ব্যান্ডদল আর্টসেল।
জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জনসমাগমের কারণে সংসদের সামনের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
যান চলাচলে যেসব ডাইভারশন থাকবে:
আড়ং ক্রসিং (পশ্চিম প্রান্ত):
উত্তর দিক থেকে মিরপুর রোড হয়ে বা মোহাম্মদপুর-আসাদগেইট হয়ে আসা যানবাহন খেজুরবাগান/ফার্মগেট অভিমুখে না গিয়ে ধানমন্ডি ২৭ এর পূর্ব প্রান্ত হয়ে মিরপুর রোডে চলবে।
সায়েন্স ল্যাব দিক থেকে আসা যানবাহনও ডান দিকে না ঘুরে উত্তরে গিয়ে গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে চলবে।
খেজুর বাগান ক্রসিং (পূর্ব প্রান্ত):
এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ইন্দিরা রোড দিয়ে আসা যানবাহন মানিক মিয়ায় না গিয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে লেক রোড, গণভবন ক্রসিং, তারপর মিরপুর রোড হয়ে ধানমন্ডির দিকে যাবে।
এছাড়া ফার্মগেট এক্সিট র্যাম্প না ব্যবহার করে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
ফার্মগেট ক্রসিং:
ফার্মগেট থেকে খেজুর বাগান, মানিক মিয়া বা মিরপুর অভিমুখে না গিয়ে বিজয় সরণি গিয়ে বামে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং বা লেক রোড হয়ে চলাচল করতে বলা হয়েছে।
গণভবন ক্রসিং:
উত্তর দিক থেকে আসা যানবাহনকে সোজা না গিয়ে বামে লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ঘুরে ফার্মগেট যেতে বলা হয়েছে।
মোহাম্মদপুর থেকে আসাদগেইট হয়ে খেজুর বাগান/ফার্মগেটগামী যানবাহন আসাদগেইটে ডানে না গিয়ে বামে ঘুরে গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে যাবে।
আগারগাঁও:
মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে চলাচলকারী যানবাহনকে সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক (আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত) ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানে নিজস্ব বা ভাড়া করা যানবাহনে আগত দর্শনার্থীদের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে বলা হয়েছে।
২০২৪ সালের মাঝামাঝি কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন পরিণত হয় সরকারের পতনের আন্দোলনে।
৩৬ দিনের টানা আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান।
৫ আগস্ট সরকার পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়।
অভ্যুত্থনের পক্ষের দাবি মেনে শুরু হয় রাষ্ট্র সংস্কারের উদ্যোগ।
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
ঢাকায় অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ।
বলা হয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো হবে।
এদিন বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
এর আগে সকাল ১১টায় থাকবে শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা, দুপুর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন উদযাপন’, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘স্পেশাল ড্রোন শো’ এবং রাত ৮টায় পরিবেশনায় থাকবে ব্যান্ডদল আর্টসেল।
জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জনসমাগমের কারণে সংসদের সামনের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
যান চলাচলে যেসব ডাইভারশন থাকবে:
আড়ং ক্রসিং (পশ্চিম প্রান্ত):
উত্তর দিক থেকে মিরপুর রোড হয়ে বা মোহাম্মদপুর-আসাদগেইট হয়ে আসা যানবাহন খেজুরবাগান/ফার্মগেট অভিমুখে না গিয়ে ধানমন্ডি ২৭ এর পূর্ব প্রান্ত হয়ে মিরপুর রোডে চলবে।
সায়েন্স ল্যাব দিক থেকে আসা যানবাহনও ডান দিকে না ঘুরে উত্তরে গিয়ে গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে চলবে।
খেজুর বাগান ক্রসিং (পূর্ব প্রান্ত):
এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ইন্দিরা রোড দিয়ে আসা যানবাহন মানিক মিয়ায় না গিয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে লেক রোড, গণভবন ক্রসিং, তারপর মিরপুর রোড হয়ে ধানমন্ডির দিকে যাবে।
এছাড়া ফার্মগেট এক্সিট র্যাম্প না ব্যবহার করে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
ফার্মগেট ক্রসিং:
ফার্মগেট থেকে খেজুর বাগান, মানিক মিয়া বা মিরপুর অভিমুখে না গিয়ে বিজয় সরণি গিয়ে বামে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং বা লেক রোড হয়ে চলাচল করতে বলা হয়েছে।
গণভবন ক্রসিং:
উত্তর দিক থেকে আসা যানবাহনকে সোজা না গিয়ে বামে লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ঘুরে ফার্মগেট যেতে বলা হয়েছে।
মোহাম্মদপুর থেকে আসাদগেইট হয়ে খেজুর বাগান/ফার্মগেটগামী যানবাহন আসাদগেইটে ডানে না গিয়ে বামে ঘুরে গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে যাবে।
আগারগাঁও:
মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে চলাচলকারী যানবাহনকে সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক (আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত) ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানে নিজস্ব বা ভাড়া করা যানবাহনে আগত দর্শনার্থীদের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে বলা হয়েছে।
২০২৪ সালের মাঝামাঝি কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন পরিণত হয় সরকারের পতনের আন্দোলনে।
৩৬ দিনের টানা আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান।
৫ আগস্ট সরকার পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়।
অভ্যুত্থনের পক্ষের দাবি মেনে শুরু হয় রাষ্ট্র সংস্কারের উদ্যোগ।