সংবাদ অনলাইন রিপোর্ট

সোমবার, ০৪ আগস্ট ২০২৫

নির্বাচনের প্রস্তুতি দেখতে সেপ্টেম্বরে আসছে ইইউ প্রতিনিধিদল

image

নির্বাচনের প্রস্তুতি দেখতে সেপ্টেম্বরে আসছে ইইউ প্রতিনিধিদল

সোমবার, ০৪ আগস্ট ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং নির্বাচনি পরিবেশ পর্যালোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি অগ্রবর্তী পর্যবেক্ষক দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানিয়েছেন।

সোমবার,(৪ আগস্ট ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নির্বাচন কমিশনকে ইইউ প্রতিনিধি দলের সফরের বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেন, ‘ইইউ পর্যবেক্ষণ টিম মিড সেপ্টেম্বরে দেশে আসবে। প্রি-ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশনের জন্য তারা আসবেন। ইসির নির্বাচনি প্রস্তুতি কী আছে তা দেখার জন্য আসবেন।’ সাত সদস্যের এই প্রতিনিধি দলে তিনজন বিদেশি এবং চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন বলে জানান তিনি।

নির্বাচন কমিশনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করেন সচিব আখতার আহমেদ। তিনি জানান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দেওয়া নির্বাচনের সময়সীমাকে সামনে রেখেই কমিশন কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।

প্রস্তুতির অংশ হিসেবে, বিগত নির্বাচনগুলোতে অনিয়মের অভিযোগে অভিযুক্ত নির্বাচন কমিশনের প্রায় ২০০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া চলতি আগস্ট মাসের মধ্যেই সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ চূড়ান্ত করা হবে এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তিনি উল্লেখ করেন।

সচিব আরও জানান, ভোটার তালিকার সংশোধিত আইন অনুযায়ী নির্বাচনের আগে একটি নতুন কাট-অফ ডেট নির্ধারণ করে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ বছর মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, কয়েকদিনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘আমাদের নিয়ত আছে, বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন দেওয়ার।’

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ শেষে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমভাগে, অর্থাৎ রোজার আগে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। তবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল নির্দিষ্ট সময়সীমা ও তফসিল ঘোষণার দাবি জানিয়ে আসছে।

নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘তফসিল তো আর সরকার করবে না; তফসিল নির্বাচন কমিশন করবে। আমরা কয়েকটা দিন অপেক্ষা করলে সব ক্লিয়ার হয়ে যাবে।’

‘জাতীয়’ : আরও খবর

» ‘সঞ্জীবন প্রকল্পে’ উৎপাদনমুখী সামাজিক বিনিয়োগ আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে মাইলফলক: আনসার প্রধান

» সিইসির আগামীকালের ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি

» প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

» বেগম রোকেয়া দিবস

» কিছু ব্যবসায়ী ও আমলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বাধা: জ্বালানি উপদেষ্টা

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩৯৮ জন

» খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

» কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান