সংবাদ অনলাইন রিপোর্ট

সোমবার, ০৪ আগস্ট ২০২৫

মার্কিন শুল্ক: চুক্তিতে ‘ভূ-রাজনৈতিক সমঝোতা’ থাকলে ‘হুমকি’ দেখছে সিপিবি

image

মার্কিন শুল্ক: চুক্তিতে ‘ভূ-রাজনৈতিক সমঝোতা’ থাকলে ‘হুমকি’ দেখছে সিপিবি

সোমবার, ০৪ আগস্ট ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক সমঝোতা জোরদার’ হলে দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বাধীনতা ও কূটনৈতিক ভারসাম্য ‘মারাত্মক’ হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল রোববার জোটের বাম গণতান্ত্রিক জোটের সভায় তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সিপিবির সাধারণ সম্পাদক প্রিন্স বলেন, “বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এই তথাকথিত ‘ছাড়’ এর বিপরীতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম ও এলএনজি কিনতে হবে, ২৫টি বোয়িং বিমান কিনতে হবে, ১১০টি মার্কিন পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে হচ্ছে এবং বাংলাদেশের গভীর সমুদ্রের খনিজ সম্পদের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ তৈরি হচ্ছে। যা নিয়ে জনমনে আশংকা তৈরি হয়েছে।”

‘পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক সীমিত করে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক সমঝোতা জোরদার করা হচ্ছে বলেও শোনা যাচ্ছে। এতে করে দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বাধীনতা এবং কূটনৈতিক ভারসাম্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। এসব বিষয় পরিষ্কার করার দায়িত্ব সরকারের।’

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর

রশিদ ফিরোজ বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নে পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাসহ একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের সংগ্রাম জোরদার করতে হবে।

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তির খবরে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। বলা হচ্ছে, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি দেশবাসী মেনে নেবে না। জনগণের সামনে চুক্তির খসড়া প্রকাশ এবং জনগণের সম্মতি ছাড়া কোনো চুক্তি না করার আহ্বান জানাই। অবিলম্বে চুক্তি প্রকাশ করে জনগণের সংশয় সরকারকেই দূর করতে হবে।’

সারাদেশে সভা সমাবেশ, নিহতদের স্মরণ, আহতদের সঙ্গে দেখা করাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের জন্য আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

প্রিন্সের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকম-লীর সদস্য আব্দুস সাত্তার, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, সাধারণ সম্পাদক বাবুল মোল্ল্যা, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সম্পাদকম-লীর সদস্য নিখিল দাস ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকম-লীর সদস্য মোশাররফ হোসেন নান্নু বক্তব্য দেন।

‘জাতীয়’ : আরও খবর

» ‘সঞ্জীবন প্রকল্পে’ উৎপাদনমুখী সামাজিক বিনিয়োগ আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে মাইলফলক: আনসার প্রধান

» সিইসির আগামীকালের ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি

» প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

» বেগম রোকেয়া দিবস

» কিছু ব্যবসায়ী ও আমলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বাধা: জ্বালানি উপদেষ্টা

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩৯৮ জন

» খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

» কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান