সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়ায় জনতার ঢল

image
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে বৃষ্টি উপেক্ষা করে জাতীয় পতাকা নিয়ে সাধারণের উল্লাস -সংবাদ

বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়ায় জনতার ঢল

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঙ্গলবার,(০৫ আগস্ট ২০২৫) সকাল থেকেই শুরু হয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের অ্যাভিনিউর আশপাশসহ এলাকাজুড়ে মানুষের ঢল নামতে শুরু করে। তবে বৃষ্টির বাগড়ায় অনুষ্ঠানে কিছুটা ‘ছন্দপতন’ ঘটে। আগত ছাত্র-জনতাও পড়েন বিড়ম্বনায়। তারপরও সব উপেক্ষা করেই জুলাইয়ের পুনর্জাগরণে যোগ দেন হাজারো জনতা।

সরেজমিনে দেখা যায়, পুরো এলাকায় স্লোগানে স্লোগানে তারা মঞ্চের দিকে এগিয়ে আসছেন। অনেকে কাঁধে জাতীয় পতাকা উড়িয়েছেন। কেউ আবার জুলাই সনদের ব্যাজ ধারণ করেছেন। যখনই একটু বৃষ্টি শুরু হচ্ছে, তখন অনেকে গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, কেউবা আবার ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে স্লোগানে অংশ নিচ্ছেন। অনেকে কাঁধে জাতীয় পতাকা উড়িয়ে কিংবা গায়ে জুলাই সনদের ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই ভিজছেন বৃষ্টিতে।

আরও দেখা গেছে, একদিকে মঞ্চে চলছে সঙ্গীত, বাজছে প্রতিবাদী গান জুলাই পুনর্জাগরণে বেজে উঠেছে প্রত্যয়ের সুর। তবে অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু শুধু মঞ্চ নয়, বরং এর বাইরেই জেগে উঠেছে এক অন্যরকম দৃশ্য। দলে দলে সাধারণ মানুষ আসে মানিক মিয়া অ্যাভিনিউয়ের অনুষ্ঠানস্থলে। কারও হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, কারও কাঁধে ফিলিপাইনের পতাকা।

উত্তরা থেকে আসা আবুল হোসেন নামে এক তরুণ বলেন, বৃষ্টি আমাদের থামাতে পারবে না। গত বছর জুলাইয়ে আমরা যে লড়াই শুরু করেছিলাম, এই লড়াই বৃষ্টি নয়, বুলেট ঝরলেও চলবে। ব্যাংক কর্মকর্তা সুজাউদ্দৌলা বলেন, জুলাই জাগরণ আমাদের আত্মার লড়াই। এ লড়াইয়ের মঞ্চ ছেড়ে যাব না, যতক্ষণ না সনদ বাস্তবায়ন হয়।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই অনুষ্ঠানে স্লোগান ছিল, ‘পালায়ছে রে, পালায়ছে, খুনি হাসিনা পালায়ছে’, ‘এ মাত্র খবর এল, খুনি হাসিনা পালিয়ে গেল’, ‘কথায় কথায় বাংলা ছাড়া, বাংলা কি তোর বাপ দাদার’-সহ নানা স্লোগ্লান।

সাইমুম শিল্পীগোষ্ঠীর উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে গান পরিবেশন করেন কলরব শিল্পীগোষ্ঠী, শিল্পী নাহিদ, শিল্পী তাসফি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। এরপর বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করে। বিশেষ ড্রোন ড্রামা হয় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত।

প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে শেখ হাসিনার ‘পলায়ন ক্ষণ’ উদ্যাপন:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের এক বছর উপলক্ষে ‘ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ’ পালন করেছে ছাত্র-জনতা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদ্যাপন’ অনুষ্ঠানে প্রতীকী গ্যাস বেলুনের ‘হেলিকপ্টার’ ওড়ানোর মাধ্যমে তারা অনুষ্ঠান পালন করে। জুলাই-আগস্ট অভ্যুত্থানে গত বছরের আজকের এই দিনে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেলা ২টা ২৫ মিনিটে এই ক্ষণ উদযাপন করা হয়। ‘৩৬ জুলাই উদ্?যাপন’ অনুষ্ঠানটির আয়োজক সংস্কৃতি মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি।

উদ্যাপনে মাতে মানিক মিয়া অ্যাভিনিউ

জুলাই অভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় উদ্যাপন উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয়েছে মানুষের মিলনমেলায়। সাংস্কৃতিক পরিবেশনাসহ বাহারি সব আয়োজনে উদ্যাপন চলছে সাড়ম্বরে। সাধারণ মানুষ বলছেন, মানুষের খুশি উদ্যাপন নিজ চোখে দেখতেই সমবেত হয়েছেন তারা। ধানমন্ডি থেকে আসা হোসনে আরা বেগম বলেন, আজ আমাদের বিজয়ের দিন। গত বছরের এই দিনে শেখ হাসিনা পালিয়ে গেছেন। আমরা আজ বর্ষপূর্তি উদ্যাপন করছি। বৃষ্টিতে ভিজছি, তারপরও আনন্দ করছি।

‘জাতীয়’ : আরও খবর

» ‘সঞ্জীবন প্রকল্পে’ উৎপাদনমুখী সামাজিক বিনিয়োগ আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে মাইলফলক: আনসার প্রধান

» সিইসির আগামীকালের ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি

» প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

» বেগম রোকেয়া দিবস

» কিছু ব্যবসায়ী ও আমলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বাধা: জ্বালানি উপদেষ্টা

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩৯৮ জন

» খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

» কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান