জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করতে ‘চিন্তায় মৌলিক পরিবর্তন’ আনার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাতে দেওয়া ভাষণে তিনি বলেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে হলে সম্পদ ব্যবহারে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে।
বঙ্গোপসাগরের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের পানিভিত্তিক অংশকে সমান গুরুত্ব দিয়ে কাজে লাগাতে হবে। মৎস্য ও গ্যাস সম্পদ আহরণ, বাণিজ্য সম্প্রসারণ এবং বৈশ্বিক সংযোগের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব বলে উল্লেখ করেন তিনি।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রিজার্ভ বৃদ্ধি
প্রধান উপদেষ্টা জানান, রেমিট্যান্স ও রপ্তানি প্রবৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফিরেছে। গত অর্থবছরে রেকর্ড ৩ হাজার ৩৩ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে, রপ্তানি আয় বেড়েছে প্রায় ৯ শতাংশ। এর ফলে টাকার মান ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে।
তিনি বলেন, ভয়াবহ বন্যা ও ভঙ্গুর অর্থনীতির কারণে খাদ্য মূল্যস্ফীতি ১৪ শতাংশে উঠলেও তা অর্ধেকে নেমে এসেছে। জুনে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশে, যা ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন।
বিদেশি বিনিয়োগ বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি জানান, এ বছরের প্রথম তিন মাসে সাড়ে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ এসেছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি। অক্টোবর থেকে ছয় মাসে এই বিনিয়োগ দাঁড়িয়েছে সাড়ে ১৬ হাজার কোটি টাকা।
কর্মসংস্থান ও বিনিয়োগ
কর্মসংস্থান সৃষ্টিকে সরকারের অন্যতম বড় লক্ষ্য হিসেবে উল্লেখ করে তিনি জানান, হংকংভিত্তিক হানডা গ্রুপ আড়াইশ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে ২৫ হাজার কর্মসংস্থান তৈরি করবে। এ উদ্যোগ আরও চীনা বিনিয়োগ আকৃষ্ট করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পাচার হওয়া অর্থ ফেরানো ও অবকাঠামো উন্নয়ন
গত ১৬ বছরে পাচার হওয়া অর্থ ফেরাতে সরকার বিদেশি আইনি প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে। ইতোমধ্যে কিছু সম্পদ জব্দ হয়েছে এবং শিগগির আরও ফল পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে নৌবাহিনী পরিচালিত ড্রাই ডক লিমিটেডকে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম দুই সপ্তাহে প্রতিদিন গড়ে ২২৫টি বেশি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে।
প্রবাসী ও ভিসা সংক্রান্ত উদ্যোগ
প্রবাসীদের জন্য ভিসা জটিলতা নিরসনে কাজ চলছে। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসা চালু করেছে, মালয়েশিয়া চালু করেছে মাল্টিপল এন্ট্রি ভিসা। আগামী পাঁচ বছরে জাপানে ১ লাখ তরুণ পাঠানোর প্রস্তুতি চলছে, পাশাপাশি ইতালি, দক্ষিণ কোরিয়া, সার্বিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।
সৌদি আরব, জর্ডান, ওমানসহ বিভিন্ন দেশে অনিয়মিত প্রবাসীদের নিয়মিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের ভেতরে ও বাইরে নাগরিক সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
হজ ব্যবস্থাপনায় উন্নয়ন
চলতি বছর প্রায় ৮৭ হাজার বাংলাদেশি নির্বিঘ্নে হজ পালন করতে পেরেছেন, ব্যয়ও কমেছে। ‘লাব্বাইক’ অ্যাপ চালুর মাধ্যমে হাজীদের অবস্থান পরিবার-পরিজন সহজেই জানতে পেরেছেন।
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করতে ‘চিন্তায় মৌলিক পরিবর্তন’ আনার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাতে দেওয়া ভাষণে তিনি বলেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে হলে সম্পদ ব্যবহারে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে।
বঙ্গোপসাগরের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের পানিভিত্তিক অংশকে সমান গুরুত্ব দিয়ে কাজে লাগাতে হবে। মৎস্য ও গ্যাস সম্পদ আহরণ, বাণিজ্য সম্প্রসারণ এবং বৈশ্বিক সংযোগের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব বলে উল্লেখ করেন তিনি।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রিজার্ভ বৃদ্ধি
প্রধান উপদেষ্টা জানান, রেমিট্যান্স ও রপ্তানি প্রবৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফিরেছে। গত অর্থবছরে রেকর্ড ৩ হাজার ৩৩ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে, রপ্তানি আয় বেড়েছে প্রায় ৯ শতাংশ। এর ফলে টাকার মান ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে।
তিনি বলেন, ভয়াবহ বন্যা ও ভঙ্গুর অর্থনীতির কারণে খাদ্য মূল্যস্ফীতি ১৪ শতাংশে উঠলেও তা অর্ধেকে নেমে এসেছে। জুনে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশে, যা ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন।
বিদেশি বিনিয়োগ বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি জানান, এ বছরের প্রথম তিন মাসে সাড়ে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ এসেছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি। অক্টোবর থেকে ছয় মাসে এই বিনিয়োগ দাঁড়িয়েছে সাড়ে ১৬ হাজার কোটি টাকা।
কর্মসংস্থান ও বিনিয়োগ
কর্মসংস্থান সৃষ্টিকে সরকারের অন্যতম বড় লক্ষ্য হিসেবে উল্লেখ করে তিনি জানান, হংকংভিত্তিক হানডা গ্রুপ আড়াইশ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে ২৫ হাজার কর্মসংস্থান তৈরি করবে। এ উদ্যোগ আরও চীনা বিনিয়োগ আকৃষ্ট করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পাচার হওয়া অর্থ ফেরানো ও অবকাঠামো উন্নয়ন
গত ১৬ বছরে পাচার হওয়া অর্থ ফেরাতে সরকার বিদেশি আইনি প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে। ইতোমধ্যে কিছু সম্পদ জব্দ হয়েছে এবং শিগগির আরও ফল পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে নৌবাহিনী পরিচালিত ড্রাই ডক লিমিটেডকে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম দুই সপ্তাহে প্রতিদিন গড়ে ২২৫টি বেশি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে।
প্রবাসী ও ভিসা সংক্রান্ত উদ্যোগ
প্রবাসীদের জন্য ভিসা জটিলতা নিরসনে কাজ চলছে। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসা চালু করেছে, মালয়েশিয়া চালু করেছে মাল্টিপল এন্ট্রি ভিসা। আগামী পাঁচ বছরে জাপানে ১ লাখ তরুণ পাঠানোর প্রস্তুতি চলছে, পাশাপাশি ইতালি, দক্ষিণ কোরিয়া, সার্বিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।
সৌদি আরব, জর্ডান, ওমানসহ বিভিন্ন দেশে অনিয়মিত প্রবাসীদের নিয়মিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের ভেতরে ও বাইরে নাগরিক সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
হজ ব্যবস্থাপনায় উন্নয়ন
চলতি বছর প্রায় ৮৭ হাজার বাংলাদেশি নির্বিঘ্নে হজ পালন করতে পেরেছেন, ব্যয়ও কমেছে। ‘লাব্বাইক’ অ্যাপ চালুর মাধ্যমে হাজীদের অবস্থান পরিবার-পরিজন সহজেই জানতে পেরেছেন।