আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করায় সীমিত সময়ের মধ্যেই অর্থনীতি সংস্কারের কাজ এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (৬ আগস্ট) মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এটি ছিল ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ।
সালেহউদ্দিন বলেন, “গতকাল নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। এখন আমাদের সময় কম। আমরা দ্রুত চলে যাব। ফেব্রুয়ারির মধ্যে যতটা সম্ভব সংস্কার করে যাব। আমরা কাজ শুরু করেছি, কিছুটা করে যাচ্ছি।”
তিনি বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। জীবন যেমন বহমান, সংস্কারও তেমনই। তবে আমরা কিছু কাজ শুরু করে দিয়ে যাব।”
এর আগে, মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে তিনি জানাবেন ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিতে। সেই চিঠির ভিত্তিতেই তফসিল ঘোষণা করবে কমিশন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতের ‘লুটপাটের’ প্রসঙ্গ টেনে সালেহউদ্দিন বলেন, “মনসুর তো আমার ছাত্র ছিল। ও বলতো— আমি আইএমএফে ১০০টি দেশে কাজ করেছি, কিন্তু কোথাও এমন দেখিনি যে ৮০ শতাংশ টাকা লোপাট হয়ে যায়।”
তিনি বলেন, “একটা ব্যাংকে যদি ২০ হাজার কোটি টাকা থাকে, তার ১৬ হাজার কোটি টাকা নিয়ে গেছে। সেই টাকা আপনার-আমার।”
বর্তমান সরকার ওই লুটপাট ঠেকিয়ে ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। তবে সময়সীমা স্বল্প হওয়ায় সব কাজ শেষ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন। উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। উপদেষ্টা বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করে গাছের পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন।
বুধবার, ০৬ আগস্ট ২০২৫
আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করায় সীমিত সময়ের মধ্যেই অর্থনীতি সংস্কারের কাজ এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (৬ আগস্ট) মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এটি ছিল ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ।
সালেহউদ্দিন বলেন, “গতকাল নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। এখন আমাদের সময় কম। আমরা দ্রুত চলে যাব। ফেব্রুয়ারির মধ্যে যতটা সম্ভব সংস্কার করে যাব। আমরা কাজ শুরু করেছি, কিছুটা করে যাচ্ছি।”
তিনি বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। জীবন যেমন বহমান, সংস্কারও তেমনই। তবে আমরা কিছু কাজ শুরু করে দিয়ে যাব।”
এর আগে, মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে তিনি জানাবেন ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিতে। সেই চিঠির ভিত্তিতেই তফসিল ঘোষণা করবে কমিশন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতের ‘লুটপাটের’ প্রসঙ্গ টেনে সালেহউদ্দিন বলেন, “মনসুর তো আমার ছাত্র ছিল। ও বলতো— আমি আইএমএফে ১০০টি দেশে কাজ করেছি, কিন্তু কোথাও এমন দেখিনি যে ৮০ শতাংশ টাকা লোপাট হয়ে যায়।”
তিনি বলেন, “একটা ব্যাংকে যদি ২০ হাজার কোটি টাকা থাকে, তার ১৬ হাজার কোটি টাকা নিয়ে গেছে। সেই টাকা আপনার-আমার।”
বর্তমান সরকার ওই লুটপাট ঠেকিয়ে ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। তবে সময়সীমা স্বল্প হওয়ায় সব কাজ শেষ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন। উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। উপদেষ্টা বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করে গাছের পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন।