রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার ১৫ দিন পর আবারও পাঠদান শুরু হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। বুধবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির কলেজ শাখার (নবম থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীরা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী শ্রেণিকক্ষে ফিরে আসে।
সকাল সাড়ে আটটা থেকেই শুরু হয় পাঠদান কার্যক্রম। মাইলস্টোনের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রোববার শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলেও ক্লাস হয়নি। সেদিন নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আয়োজন করা হয় দোয়া ও শোকসভা। পরে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে কুশল বিনিময় করে বাসায় ফিরে যায়।
গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অনেকে।
ঘটনার প্রত্যক্ষদর্শী অনেক শিক্ষার্থী মানসিক ট্রমায় ভুগছে। তাদের জন্য প্রতিষ্ঠানটিতে খোলা হয়েছে বিশেষ কাউন্সেলিং সেন্টার। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের জন্যও সেখানে কাউন্সেলিং সেবা চালু রাখা হয়েছে।
বুধবার, ০৬ আগস্ট ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার ১৫ দিন পর আবারও পাঠদান শুরু হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। বুধবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির কলেজ শাখার (নবম থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীরা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী শ্রেণিকক্ষে ফিরে আসে।
সকাল সাড়ে আটটা থেকেই শুরু হয় পাঠদান কার্যক্রম। মাইলস্টোনের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রোববার শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলেও ক্লাস হয়নি। সেদিন নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আয়োজন করা হয় দোয়া ও শোকসভা। পরে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে কুশল বিনিময় করে বাসায় ফিরে যায়।
গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অনেকে।
ঘটনার প্রত্যক্ষদর্শী অনেক শিক্ষার্থী মানসিক ট্রমায় ভুগছে। তাদের জন্য প্রতিষ্ঠানটিতে খোলা হয়েছে বিশেষ কাউন্সেলিং সেন্টার। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের জন্যও সেখানে কাউন্সেলিং সেবা চালু রাখা হয়েছে।