সাপ্তাহিক কর্ম দিবসে বিভিন্ন কর্মসূচির কারণে রাজধানীর সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় -সংবাদ
রাস্তা বন্ধ করে বিভিন্ন কর্মসূচি পালন করায় বুধবার,(৬ আগস্ট ২০২৫) সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া সাধারণ মানুষ। সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে কয়েকটি পিকআপে করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতাকর্মীরা বারিধারা দূতাবাসের উদ্দেশে রওয়ানা করে। পরে বাড্ডা লিংক রোডের কাছে প্রায় ঘণ্টাখানেক রাস্তা বন্ধ করে সমাবেশ করে দলটি। এ সময় পুরো বাড্ডা, গুলশান, লিংক রোড এলাকায় তীব্র যানজট ছড়িয়ে পড়ে। এসময় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। যানজট ছড়িয়ে পড়ে হাতিরঝিল এলাকায়ও। বিকেল গড়ালেও যানবাহনের চাপ স্বাভাবিক হতে দেখা যায়নি।
এদিকে এদিন জুলাই আন্দোলনের বর্ষপূর্তি মাসব্যাপী উদ্যাপনের অংশ হিসেবে বুধবার সারাদেশের মহানগর র্যালি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হচ্ছে। যার কারণে পল্টনে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ায় আশপাশের সড়কে ছড়িয়ে পড়েছে গাড়ি জট। রামপুরা-বাড্ডার সড়কেও যানবাহন চলে ধীরগতিতে।
এছাড়া এদিন বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দুই দফা দাবি নিয়ে মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে সরকারি সাত কলেজ শিক্ষার্থীরা। ফলে নিউ মার্কেট ও সাইন্সল্যাব সড়কে যানবাহন চলাচলে ধীরগতি দেখা যায়। সড়কে এ চাপ বিকেল পর্যন্ত স্থায়ী হয়।
এছাড়াও বিকেলে রাজধানীর পল্টন, শান্তিনগর, মগবাজার কাকরাইল, মতিঝিল ও মৎস্য ভবন এলাকার সব সড়কে যানজটের চিত্র দেখা গেছে। ওইসব এলাকায় যানজটের কারণে অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে। রামপুরা থেকে কাকরাইলের উদ্দেশে রওনা হওয়া একজন যাত্রী মাহাবুব মোর্শেদ বলেন, সারা রাস্তায় গাড়ি আটকানো। মৌচাক মোড়ে গিয়ে রিকশা নেবো। রিকশা নিয়ে গলির ভেতর দিয়ে যেতে হবে তা ছাড়া এখন উপায় নাই। এ ভোগান্তির শেষ কোথায়। ওই এলাকার আরেকজন যাত্রী বলেন, শুনেছি বাড্ডার দিকে নাকি রাস্তা বন্ধ ছিল। এজন্য এদিকে চাপ বেড়েছে। গাড়িতে বসা ছিলাম নেমে গেছি। মধ্য বাড্ডা যাব।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মামুন মিয়া বলেন, কয়েকটি কর্মসূচির কারণে সকাল ১০টা থেকেই রামপুরা-বাড্ডা রোডে
যানবাহন চলাচলে এখন ধীরগতি রয়েছে। লিংক রোডে বেলা ১১টার দিকে রাস্তা বন্ধ ছিল। যার কারণে আশপাশের সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে যায়। এছাড়া নয়া পল্টনে বিএনপির কর্মসূচি চলছে। এ কারণে সড়কে গাড়ির চাপ রয়েছে। দলটির কর্মসূচি শেষ হলে সড়কে আরও যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা করছি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বুধবার সায়েন্সল্যাবে সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক আটকে বিক্ষোভ করেন। পল্টনে রাজনৈতিক দলের কর্মসূচি আছে। এ ছাড়া ছুটির পরদিন হাওয়ায় সড়কে যানবাহনের চাপ আছে, পাশাপাশি সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ থাকায় যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে।
সাপ্তাহিক কর্ম দিবসে বিভিন্ন কর্মসূচির কারণে রাজধানীর সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় -সংবাদ
বুধবার, ০৬ আগস্ট ২০২৫
রাস্তা বন্ধ করে বিভিন্ন কর্মসূচি পালন করায় বুধবার,(৬ আগস্ট ২০২৫) সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া সাধারণ মানুষ। সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে কয়েকটি পিকআপে করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতাকর্মীরা বারিধারা দূতাবাসের উদ্দেশে রওয়ানা করে। পরে বাড্ডা লিংক রোডের কাছে প্রায় ঘণ্টাখানেক রাস্তা বন্ধ করে সমাবেশ করে দলটি। এ সময় পুরো বাড্ডা, গুলশান, লিংক রোড এলাকায় তীব্র যানজট ছড়িয়ে পড়ে। এসময় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। যানজট ছড়িয়ে পড়ে হাতিরঝিল এলাকায়ও। বিকেল গড়ালেও যানবাহনের চাপ স্বাভাবিক হতে দেখা যায়নি।
এদিকে এদিন জুলাই আন্দোলনের বর্ষপূর্তি মাসব্যাপী উদ্যাপনের অংশ হিসেবে বুধবার সারাদেশের মহানগর র্যালি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হচ্ছে। যার কারণে পল্টনে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ায় আশপাশের সড়কে ছড়িয়ে পড়েছে গাড়ি জট। রামপুরা-বাড্ডার সড়কেও যানবাহন চলে ধীরগতিতে।
এছাড়া এদিন বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দুই দফা দাবি নিয়ে মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে সরকারি সাত কলেজ শিক্ষার্থীরা। ফলে নিউ মার্কেট ও সাইন্সল্যাব সড়কে যানবাহন চলাচলে ধীরগতি দেখা যায়। সড়কে এ চাপ বিকেল পর্যন্ত স্থায়ী হয়।
এছাড়াও বিকেলে রাজধানীর পল্টন, শান্তিনগর, মগবাজার কাকরাইল, মতিঝিল ও মৎস্য ভবন এলাকার সব সড়কে যানজটের চিত্র দেখা গেছে। ওইসব এলাকায় যানজটের কারণে অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে। রামপুরা থেকে কাকরাইলের উদ্দেশে রওনা হওয়া একজন যাত্রী মাহাবুব মোর্শেদ বলেন, সারা রাস্তায় গাড়ি আটকানো। মৌচাক মোড়ে গিয়ে রিকশা নেবো। রিকশা নিয়ে গলির ভেতর দিয়ে যেতে হবে তা ছাড়া এখন উপায় নাই। এ ভোগান্তির শেষ কোথায়। ওই এলাকার আরেকজন যাত্রী বলেন, শুনেছি বাড্ডার দিকে নাকি রাস্তা বন্ধ ছিল। এজন্য এদিকে চাপ বেড়েছে। গাড়িতে বসা ছিলাম নেমে গেছি। মধ্য বাড্ডা যাব।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মামুন মিয়া বলেন, কয়েকটি কর্মসূচির কারণে সকাল ১০টা থেকেই রামপুরা-বাড্ডা রোডে
যানবাহন চলাচলে এখন ধীরগতি রয়েছে। লিংক রোডে বেলা ১১টার দিকে রাস্তা বন্ধ ছিল। যার কারণে আশপাশের সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে যায়। এছাড়া নয়া পল্টনে বিএনপির কর্মসূচি চলছে। এ কারণে সড়কে গাড়ির চাপ রয়েছে। দলটির কর্মসূচি শেষ হলে সড়কে আরও যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা করছি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বুধবার সায়েন্সল্যাবে সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক আটকে বিক্ষোভ করেন। পল্টনে রাজনৈতিক দলের কর্মসূচি আছে। এ ছাড়া ছুটির পরদিন হাওয়ায় সড়কে যানবাহনের চাপ আছে, পাশাপাশি সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ থাকায় যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে।